"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৩১|| পেঁপে পাতায় পেঁপের কাটিং/কার্ভিং ডিজাইন।

in আমার বাংলা ব্লগlast year

♥️আসসালামুআলাইকুম♥️

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকে আমি মনের আনন্দে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।আমার বাংলা ব্লগের ৩১ তম প্রতিযোগিতায় বরাবরের মতোই দারুন একটা কনসেপ্ট নেয়া হয়েছে। @swagata21 আপু খুব সুন্দর একটি কন্টেস্টের আয়োজন করেছেন সেজন্য আপুকে অনেক ধন্যবাদ জানাই। তবে সব সময়ের মতো এই কনটেস্ট নিয়ে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরতে চাই।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovWyvuv8KpxnG8ysptg5JBEBXG5MkbUxzf4K6UPBamWyf8h2CdFmiyY5Btb4AbKMeETHebF4zZHYbco585cnNi3CA.jpeg

প্রতিনিয়ত প্রতিযোগিতায় প্রতিযোগীরা ইউনিক চিন্তাভাবনা নিয়েই উপস্থাপন করে তাদের ব্লগ গুলো। কিন্তু আজকের এই কনসেপ্টটাই একদম ইউনিক ছিল। কারন আমরা সচরাচর বিভিন্ন রকম রেসিপি,আর্ট বা ক্রাফট নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। কিন্তু এবার একদম ভিন্নতা নিয়ে শুরু হয়েছে ফ্রুট কাটিং ডিজাইন এর প্রতিযোগিতা। আর এখানে বারবারই বলে দেয়া হয়েছে যাতে মেইন জিনিসটা ফল থাকে। পাশাপাশি অন্যান্য কিছু তৈরি করা যাবে। আর সেই মতামতের গুরুত্ব টা দিয়েই আমি চেষ্টা করেছি সব কিছুই ফল দিয়ে ডিজাইন করতে। কারণ আমার কাছে মনে হয়েছে যেহেতু ফলের ডিজাইন করতে হবে তাই আমি ফল মেইন ব্যবহার করি। আর তার পাশাপাশি ফল দিয়ে ডেকোরেশন করি।
20230221_173847.jpg

যদিও অন্যান্য সবজিগুলো দিয়ে ডেকোরেশন করলে খুব বেশি সুন্দর হয়। তবে আমি চেষ্টা করেছি একদম ফলের মধ্যেই থাকতে এবং এর মাধ্যমে ডিজাইন করতে। তাছাড়া ফ্রুট কাটিং ব্যাপারটা হয়তো বা যে কোন ফলকে নতুনভাবে উপস্থাপন করার মাধ্যমে ফুটে ওঠে। আর ঠিক তেমনি ভাবে আমি চিন্তা করলাম পেঁপের মধ্যে একটা ফুলের ডিজাইন তৈরি করি। কারন কোন ফলকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে হলে এভাবেই বিভিন্ন রকম ডিজাইন করে করলেই অনেক বেশি আকর্ষণীয় লাগে। তাছাড়া বিভিন্ন রকম অনুষ্ঠান যেমন গায়ে হলুদ, জন্মদিন অথবা বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন রকম ফল এবং সবজির সাহায্যে ডিজাইনগুলো করা হয়। আর আমার পূর্বে থেকে ইচ্ছা ছিল এরকম ডিজাইন করার। কিন্তু কখনো তেমন একটা সুযোগ করে উঠতে পারিনি। যেহেতু এইবার কনটেস্টের আয়োজন করা হয়েছে সেই হিসেবে উদ্যোগটি নিয়ে নিলাম। যদিও আমি কখনো এরকম ফ্রুট কাটিং করিনি কিন্তু সবজি দিয়ে করেছিলাম।

20230221_174758.jpg

20230221_174603.jpg

যাইহোক আজকে সুযোগ পেয়েছি তাই আমার সামান্য দক্ষতাকে কাজে লাগিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। যদিও এই দক্ষতা প্রথমবারই প্রয়োগ করে প্রথমবারই মোটামুটি সফলতা পেয়েছি। সত্যি বলতে যেহেতু আমার পূর্বের কোন অভিজ্ঞতা নেই সেই হিসেবে খুব কষ্ট করেই আমাকে এই ফ্রুট কাটিং করতে হয়েছে। কারণ সেই সকাল থেকে বিকেল পর্যন্তই আমি এই পেঁপে নিয়ে বসে ছিলাম। আর সকালে মোটামুটি কিছুটা কাজ করার পরেই হাত কেটে গিয়েছে এন্টিকাটার দিয়ে। তারপর খুব কষ্ট করে এই কাজটা করলাম। তাছাড়া যত সময় পার হচ্ছে ততই পেঁপে পেকে যাওয়ার অবস্থা। আর যদি খুব বেশি পেকে যেত তাহলে তো কষ্ট করে করা ডিজাইন টাও নষ্ট হয়ে যেত।

20230221_175056.jpg

যাই হোক চেষ্টা করেছি পেঁপের দুটো অংশকে কাজে লাগানোর জন্য। উপরিভাগের অংশে ফুলের ডিজাইন করলাম তখন দেখলাম যে পিছনের অংশটা খালি রয়ে গিয়েছে। আর সেই অংশটাকে কেটে আমি আমার বাংলা ব্লগ লেখার চেষ্টা করলাম। তারপর আমি এই লেখাটাকে উপস্থাপন করে দিলাম। তাহলে শুরু করা যাক আমার আজকের এই ফ্রুট কাটিং ডিজাইনের ধাপগুলো।

কাটিং এর জন্য প্রয়োজনীয় উপকরণ

  • পেঁপে
  • আনার
  • কমলা
  • আঙ্গুর
  • এন্টিকাটার

IMG-20230222-WA0001.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে আমি পেঁপের চওড়া পাশের অংশে লাভ শেপ এঁকে নিলাম। এখানে দুইটি দাগ এঁকে নিয়েছি। তারপর এন্টিকাটার এর সাহায্যে শেপ অনুযায়ী কেটে নিলাম।
লাভ শেপের মাঝের অংশের খোসা পাতলা করে কেটে নিয়েছি।

1676991215225.jpg

দ্বিতীয় ধাপ

এখন এই লাভ শেপের মাঝের অংশে ডিজাইন করব।সেজন্য মাঝখান থেকে পাশের দিকে বাঁকাবাঁকা করে কেটে নিয়ে আবার একইমাপে সামনের কিছুটা অংশ কেটে ফেলে দিলাম।আর পাপড়ির মত সুন্দর ডিজাইন হয়ে গেল।এভাবে আমি খুব সাবধানে আর ধীরে ধীরে পুরো কাজ শেষ করলাম।

1676991575001.jpg

তৃতীয় ধাপ

এখন মাঝের লাভ শেপ ঘিরে যে বিট রয়েছে সেটাতে ডিজাইন করব।এজন্য আমি সেখানে গোল মত করে বাঁকাভাবে কেটে সেই অংশ তুলে ফেললাম।এক এক করে পুরো বিটের মধ্যে এই ডিজাইন করে নিয়েছি।

20230221_131828.jpg20230221_132424.jpg
20230221_134721.jpg20230221_135722.jpg

চতুর্থ ধাপ

কিনারার অংশ একটু চওড়া করে কেটে নিলাম।তারপর আমি পাতা কাটার জন্য নির্দিষ্ট পরিমাপ জায়গা রেখে কিছু অংশ কেটে নিলাম।ছবি লক্ষ্য করলে বুঝা যাবে।
সেই পরিমাপকৃত অংশ অনুযায়ী আমি পাতার ডিজাইন এঁকে নিলাম।

20230221_140211.jpg20230221_140800.jpg
20230221_143610.jpg20230221_144336.jpg

পঞ্চম ধাপ

আগে যে পাতার ডিজাইন কেটেছি সেটাকে এখন সুন্দরভাবে ডিজাইন করে প্রথমে একদম পাতার শেপ করলাম।সাইডের কিছু খোসা ছাড়িয়ে ফেললাম।

20230221_144928.jpg20230221_150057.jpg

20230221_150107.jpg

ষষ্ঠ ধাপ

এখন এই পাতাগুলোর মধ্যে পূর্বে যেভাবে লাভ শেপে পাপড়ির ডিজাইন করেছি সেভাবেই ডিজাইন করব।তাই ধীরে ধীরে পাতার একপাশ থেকে অপরপাশে কেটে নিলাম।এক এক করে আমি সবগুলো পাতায় এই ডিজাইন করে নিয়েছি।মোট ১৪ টি পাতায় ডিজাইন করা হলো।

20230221_150430.jpg20230221_150748.jpg
20230221_153758.jpg20230221_153848.jpg

সপ্তম ধাপ

একটু ভালোভাবে লক্ষ্য করলেই বোঝা যাবে এখানে যে পাতাগুলোর ডিজাইন করেছিলাম সেগুলোর নিচের অংশে আবার পাতার ডিজাইন করলাম।আর কিনারাগুলো আরও একটু চওড়া করলাম কাটার দিয়ে কেটে।সবগুলো পাতার নিচের দিকে আরও একটি বড় পাতা কেটে ডিজাইন করলাম।

20230221_154441.jpg20230221_154729.jpg
20230221_160017.jpg20230221_160204.jpg

অষ্টম ধাপ

এইখানে নিচের দিকের নির্দিষ্ট অংশ মাপ নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি।পাতার নিচের দিকের অংশ কেটে সমান করে নিলাম।

20230221_160452.jpg20230221_161209.jpg

20230221_161212.jpg

নবম ধাপ

নিচের অংশে এখন চিকন চিকন করে কেটে ঢেউয়ের মত ডিজাইন করে নিলাম।পুরো অংশজুড়ে এই ডিজাইন করলাম। তবে লাভ শেপের নিচ বরাবর অংশে আরও ২টো পাতা কেটে নিলাম।

20230221_161243.jpg20230221_162626.jpg

20230221_162601.jpg

দশম ধাপ

এখন আমি বাকি কিছু অংশ কেটে ডিজাইনগুলো আরেকটু সুন্দর করে নিলাম।আর এই কার্ভিং বা কাটিং এর কাজ এখানে শেষ করলাম।

20230221_162529.jpg20230221_162543.jpg
20230221_162511.jpg20230221_162320.jpg

একাদশ ধাপ

যেহেতু পেঁপের উপরিভাগে ডিজাইন করেছি, সেই হিসেবে পিছনের দিকের কিছুটা অংশ বাকি রয়ে গেল।ভাবলাম এটাতে সিম্পলভাবে কিছু করি।তাই সাবধানে পিছনের নির্দিষ্ট অংশ কেটে নিলাম।

20230221_162927.jpg20230221_163359.jpg

দ্বাদশ ধাপ

পেন্সিল দিয়ে হালকা করে আমার বাংলা ব্লগ লিখলাম।তারপর ধীরে ধীরে কাটার দিয়ে এই লিখার অংশ কেটে নিলাম।পুরো লিখাটা ফুটিয়ে তুলতে ধীরে ধীরে ডিজাইন করলাম।

20230221_164231.jpg20230221_164324.jpg
20230221_164800.jpg20230221_172817.jpg

ডেকোরেশন এর পর

20230221_173613.jpg20230221_172924.jpg
20230221_172824.jpg20230221_174945.jpg

20230221_173234.jpg

20230221_180422.jpg

20230221_175258.jpg

20230221_174929.jpg

20230221_174823.jpg

ফুলের মেইন ডিজাইনের কিছু ছবি

20230221_175719.jpg

20230221_175711.jpg

20230221_172133.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 last year 

আপু আপনার ফ্রুটস কাটিং অসাধারণ সুন্দর হয়েছে আপনি পেঁপে দিয়ে ফ্রুটস কাটিং করেছেন দারুন কালার এসেছে। ফ্রুটস কাটিংএ আসলে অনেক অভিজ্ঞতা থাকতে হয় যারা নকশা তৈরি করতে পারেন ফ্রুটস কাটিংটা তাদের জন্য অনেক ইজি। অনেক সুন্দর একটি ফ্রুটস কাটিং নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আশা করি আপনি সফল হবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ আপু মন্তব্যের মধ্যমে সাপোর্ট করে যাওয়ার জন্য ভালো থাকুন সর্বদা এই কামনা করি।

 last year 

আমার তো ফল ছিলে খেতে গেলেই নানা রকম সমস্যা তৈরি হয়। সেখানে আপনি ফলের উপর যে কারুকাজ করেছেন সেটা এক কথায় অসাধারণ। তবে আমার একটা প্রশ্ন ছিল। আপনার সবগুলো ছবি কি একই ডিভাইস দিয়ে তুলেছেন? কারণ ফাইনাল আউটপুটের ছবিটা অসাধারণ হয়েছে। দেখে মনেই হচ্ছে না কোন মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে তোলা ছবি। চমৎকার এই কাজের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ভাইয়া,প্রশ্নটা দেখে আমি মজা পেলাম,কারণ এটা ভাবনারই বিষয়।যখন ডিজাইন করেছি তখন ঘরে বসে করেছিলাম।আর ছবি তুলেছি বাইরে গিয়ে,তবুও প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল।আর সব ছবি একই মোবাইলে তুলেছি ভাইয়া।তবে অনেক ধন্যবাদ ভাইয়া,প্রথমেই আপনার মন্তব্য পেয়ে খুব খুশি হয়েছি।

 last year 

আপু আমি কখনো বাড়িতে মনে হয় ফল ছিলে খাইনি। কিন্তু আপনি যে পেঁপে ফলের উপরে এত সুন্দর ভাবে নকশা করেছেন তা দেখে সত্যি আমি মুগ্ধ। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো ভাষা আমার জানা নেই। আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল।

 last year 

কি যে বলেন ভাইয়া যাইহোক ধন্যবাদ মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 last year 

আসলে কী বলে প্রসংসা করবো বুঝতে পারছি না।চোখ দাঁড়িয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। পেঁপে পাতার ওপর এতো সুন্দর করে পেঁপে কেটেছেন সেটা অসাধারণ সুন্দর লেগেছে।আর যদি ডেকোরেশনের কথা বলি তাহলে সেটার সৌন্দর্য হৃদয় ছুঁয়ে গিয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

 last year 

আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো এবং খুব সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last year 

খুবই দারুণ লেগেছে আপনার উপস্থাপনা। এককথায় ওয়াও। দেখেই বুঝা যাচ্ছে অনেক কষ্ট করে পরিশ্রম দিয়ে কাটিং করেছেন। আসলে ধৈর্য না থাকলে এত সুন্দর কাটিং করা কোনদিনও সম্ভব নয়। ধৈর্য্য এবং পরিশ্রম দুটোই হয়েছে আপনার। আসলে আপনি প্রশংসার দাবিদার।

 last year 

একদম ঠিক ভাইয়া আসলে ধৈর্য না থাকলে এত সুন্দর কাটিং করা কোনদিনও সম্ভব নয়।

 last year 

আপু আপনার করা এই ডিজাইনটি অসাধারণ হয়েছে। দেখে চোখ ফেরাতে পারছিনা। আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক পরিশ্রম করেছেন আপনি। সত্যি আপনার পরিশ্রমের ফলাফল আপনি পাবেন। অনেক অনেক শুভকামনা রইল এবং প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল।

 last year 

জি আপু আপনার কথা লেগেছে।

সত্যি আপনার পরিশ্রমের ফলাফল আপনি পাবেন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনি তো পেঁপে টাকে কেটে কেটে চমৎকার ডিজাইন করেছেন। আমিও আপনার এত সুন্দর ডিজাইন দেখে অবাক হয়ে গেলাম। একটু যদি নষ্ট হত তাহলে তো পুরোটাই নষ্ট হয়ে যেত। কিন্তু আপনি ধৈর্য ধরে চমৎকার ডিজাইন করে আমাদের মাঝে তুলে ধরলেন। বিশেষ করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনার অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

জি ঠিক বলেছেন একটু যদি নষ্ট হত তাহলে তো পুরোটাই নষ্ট হয়ে যেত।

 last year 

অসাধারণ ফ্রুট কাটিং ডিজাইন করেছেন আপু। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 last year 

আপনাদের এরুপ প্রশংসা পেলে অনেক কিছুই সম্ভব। ধন্যবাদ মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 last year 
প্রথমে আপনাকে আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৩১ এ অংশ গ্রহন করার জন্য অভিনন্দন।আসলে ফল দিয়ে যে এত সুন্দর করে কাটিং করা যেতে পারে।আপনারটা না দেখলে বুঝতে পারতাম না।এক কথায় অসাধারণ হয়েছে আপু। অসংখ্য ধন্যবাদ আপু,এত সুন্দর ও দৃষ্টিনন্দন করে পেঁপে পাতায় পেঁপের কাটিং/কার্ভিং ডিজাইনটি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 last year 

আপনার এত সুন্দর মন্তব্য পড়ে আমি অনেক আনন্দিত ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.031
BTC 68296.35
ETH 3839.24
USDT 1.00
SBD 3.64