স্বরচিত কবিতা||মানবিকতা
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।
আমি চেষ্টা করি আপনাদের মাঝে বিভিন্ন রকম কবিতা নিয়ে আসার জন্য। আসলে ভালোবাসা-ভালোলাগা, আবেগ-অনুভূতি, নীরবতা বিভিন্ন বিষয়টি কেন্দ্র করে প্রায় সময় কবিতা লেখা হয়। তবে আজকের কবিতাটি লিখলাম মানবতাকে কেন্দ্র করে। আমাদের সবার মাঝে মানবতা থাকা উচিত এতে করে পৃথিবীটা অনেক বেশি সুন্দর হবে। যাইহোক আজকের কবিতায় আমি বেশ কিছু অনুভূতি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
♥️মানবিকতা♥️
আমার দুচোখ থাকে একা, কাঁদে নিঃশব্দে,
সেই চোখেই আবার সুখের স্বপ্ন মিশে।
কেউ না বুঝুক, কেউ না শুনুক,
আশার আলো ঠিকই জ্বলে থাকে।
কখনো কেউ আসে পাশে দাঁড়ায়,
একটা হাসি দিয়ে মনটা ভরায়।
অসহায়ের পাশে যদি হয় কেউ সহায়,
তাহলেই তো সহজে পৃথিবীটা বদলায়।
একটা কথা, একটু সান্ত্বনায়,
ভাঙা মন যে পায় নতুন গন্তব্য।
দুঃখে যারা একেলা হয়ে পথ হারায়,
সহানুভূতির আলো পেলেই তারা আবার বেঁচে যায়।
হতে পারো তুমি একটুখানি আলো,
যার ছোঁয়াতে ভুলে যায় কষ্টের ছায়া কালো।
অসহায়ের পাশে যারা থাকে,
সত্যিকারের মানুষ বলে তাদের ডাকে।
তাই হাত বাড়াও, মনটা দাও,
ভালোবাসা দিয়ে পথ দেখাও।
কারো চোখের জল মুছে দিলে,
তুমি নিজেই স্বর্গ খুঁজে পাবে।
তোমার ছোট সাহায্যে হাসবে কারো মুখ,
তোমার ভালোবাসায় মিলবে শান্তির সুখ।
আসো আমরা সবার পাশে থাকি,
অসহায়ের চোখে একটুখানি আলো রাখি।
আমার অনুভূতি |
---|
আজকের কবিতায় মানবিকতা বোধ সম্পর্কে কিছু অনুভূতি প্রকাশ করার চেষ্টা করেছি। আসলে মানবতা আমাদের সকলের মাঝেই বিদ্যমান। কিন্তু সেটাকে প্রয়োগ করাটাই হলো আসল ব্যাপার। বিবেক-বুদ্ধি খরচ করে যেখানে যেটা প্রয়োজন সেই কাজগুলো করাই আমাদের ধর্ম। সবাই সবাইকে সাহায্য করার সময় মনোবল দিয়ে এবং পাশে থাকা এটাই আমাদের কাজ। মানবতা থাকলে সব দিক সুন্দর হয়, মানবতা ছাড়া কোন কিছুই সুন্দর নয়।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
ফটোগ্রাফার | @bristy1 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ঠিক বলেছেন আপু, মানুষ হিসেবে আমাদের সবার মধ্যেই মানবতাবোধ রয়েছে তবে সেটা আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি না। আপনার আজকের কবিতার বিষয়বস্তুটা খুবই সুন্দর ছিল। কবিতার প্রত্যেকটা লাইনও বেশ চমৎকারভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। খুবই ভালো লাগলো আপনার আজকের পুরো কবিতাটা। ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
1 | https://x.com/bristy110/status/1911754951002386724
2 | https://x.com/bristy110/status/1911756194945122590
3 | https://x.com/bristy110/status/1911757268716052683
মানবতা বা মানবিকতা বর্তমান সময়ে পৃথিবীতে বিলুপ্তির পথে। এখন মানুষ মানবতা বা মানবিকতা বলতে নিজের স্বার্থ এবং নিজের চাহিদাকেই বুঝে। খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন । ভীষণ ভালো লাগলো কবিতাটি।
আজকে আপনি মানবতা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা মানবতা কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে মানবতা থাকলে পৃথিবী খুব সুন্দর হতো। আর মানবতা হচ্ছে মানুষের বড় একটা গুণ। যাইহোক সুন্দর অনুভূতি এবং চমৎকার বাসা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আজকের আপনার এই কবিত খুবই সুন্দর হয়েছে৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুব ভালই লাগছে৷ একই সাথে এখানে কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনি আপনার খুব প্রতিভাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷