"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৮|| আমার তোলা শীতকালীন সেরা ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ9 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

আমার বাংলা ব্লগ মানেই হল নতুন নতুন কিছুর আয়োজন। আর সেই পরিপ্রেক্ষিতে এবার একটা প্রতিযোগিতা চলছে সেটা হচ্ছে শীতকালীন ফুলের ফটোগ্রাফি।শীতকালে অনেক ধরনের ফুল দেখতে পাওয়া যায়। নার্সারি কিংবা অন্যান্য জায়গায় যেখানে ফুল দেখা যায় সেখানে গিয়ে যদি ফটোগ্রাফি করা যায় তখন আসল ফুলের শোভা উপভোগ করা যায়। তবে আজকে আমি আপনাদের মাঝে নার্সারি এবং ডিসি পার্ক থেকে তোলা কয়েকটা ফটোগ্রাফি শেয়ার করব।

প্রথমদিকে আমি ডিসি পার্ক থেকে তোলা ফটোগ্রাফি গুলো শেয়ার করছি। এখানে বিভিন্ন ধরনের কিছু ইউনিক ফুল আছে। এগুলো শেয়ার করার চেষ্টা করলাম। তার পাশাপাশি কমন কিছু ফুলও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আসলে ফুলের ফটোগ্রাফি করতে বরাবরই ভালো লাগে। আর এই ভালোলাগা থেকেই আপনাদের মাঝে বিভিন্ন রকম ফটোগ্রাফি শেয়ার করা হয়ে থাকে। তবে আজকেই বিশেষ কারণেই তো শেয়ার করা যেটা আপনারা সবাই জানেন,আমার বাংলা ব্লগে চলমান প্রতিযোগিতার কারণে। যাই হোক কথা আর বেশি বাড়াবো না। কারণ ফুলের বৈশিষ্ট্য লেখার ক্ষেত্রে অনেক কিছু লেখা হয়ে গিয়েছে। তাই কথা না বাড়িয়ে ফটোগ্রাফি গুলো শেয়ার করা যাক।



ডালিয়া ফুলের ফটোগ্রাফি


IMG-20250122-WA0004.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

আমার খুব পছন্দের একটি ফুল এটি আসলে ডালিয়া ফুল দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এর কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ বলতে হয় একদম। আমার কাছে এত ভালো লেগেছে এই ফুলটা তাই প্রথমেই ছবিটা শেয়ার করেছি আপনাদের সাথে। এই ছবিটা আমি তুলেছিলাম ডিসি পার্ক থেকে। কিছু ছবি এখনো আছে বিধায় আপনাদের মাঝে শেয়ার করলাম।আর এই ডালিয়া ফুলের জাত অনেক বড় হয়ে থাকে।




ফ্লক্স ফুল


IMG-20250122-WA0003.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

ডিসি পার্কে এত ফুলের মাঝে কিছু ফুল চেনা জানা থাকলেও বিভিন্ন ফুল আছে যেগুলো একদমই অচেনা। তাই এগুলো যখন ফটোগ্রাফি করে নিয়েছিলাম ভাবলাম গুগল থেকে সার্চ করে নাম আপনাদের মাঝে শেয়ার করা যাবে।এই ফ্লক্স ফুলটা অনেক সুন্দর দেখতে। একদম একগুচ্ছ আকারে সবগুলো ফুটে আছে বিধায় আরো সুন্দর লাগছিল।বেগুনি রঙের হওয়ায় এটা এত সুন্দর লাগছিল যে বলে বোঝানোর মত নয়।




গাজানিয়া রিগেন্স ফুল


IMG-20250122-WA0006.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

এই ছবিটাও তুলেছিলাম ডিসি পার্ক থেকে। আর এই ফুল গুলো দেখতে এত সুন্দর লাগছিল যে ছবিতে দেখলে একদম নজরকাড়া লাগে। এইখানে কয়েকটা ফুল একসাথে রয়েছে এগুলো দেখতে ভিন্ন ভিন্ন হলেও এর নাম একই।ভিন্ন রঙের ফুলগুলো যখন একসাথে রয়েছে তখন দেখতে অনেক বেশি ভালো লাগছিল। এখানে একই গাছে একসাথে চার ধরনের ফুল দেখা যাচ্ছে। এজন্যই মূলত আমার কাছে ছবিটা বেশি ভালো লাগে।




হলুদ ডালিয়া


IMG-20250122-WA0005.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

ডালিয়া ফুলের মধ্যে বিভিন্ন রকম জাত রয়েছে। আর ফুলের রংও ভিন্ন রকম হয়ে থাকে। এখানে যে ফুলটি দেখতে পাচ্ছেন তা একদম হলুদ রঙের ফুল। যেটাতে অন্য কোন রঙের ছোঁয়া নেই। তবে এটা দেখতেও কিন্তু বেশ দারুন লাগছিল। এই ফুলটা অনেক বড় জাতের ফুল। ডিসি পার্কের এক জায়গায় এটাও দেখেছিলাম তাই ছবি তুলে নিলাম। এখন আপনাদের মাঝে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে।




সারফিনিয়া


IMG-20250122-WA0001.jpg

IMG-20250122-WA0002.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

পিটুনিয়া ফুলের অনেক রকম জাত দেখেছি। তবে এই ফুলটার নাম যখন সার্চ করতে গেলাম তখন দেখলাম এর নাম আসলো সার্ফিনিয়া। যদিও পিটুনিয়ার মতই দেখতে তবে নামটা যেহেতু ভিন্ন ফুলের মাঝেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে। এই ফুলটা দেখতে অনেকটা বেগুনি রঙের পিটুনিয়ার মতো হলেও এর মধ্যে কিছু ভিন্ন বৈশিষ্ট্য আছে। তাই এটা আলাদাভাবে শেয়ার করলাম। এই ছবিটাও ডিসি পার্ক থেকে তোলা।




লিলিয়াম ফুল


IMG-20250122-WA0000.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

নামটা অনেক শুনেছি কিন্তু ফুল দেখিনি। কারণ আমার নানার বাড়িতেও এই ফুলের চারা আছে কিন্তু ফুল দেখিনি। ডিসি পার্কে যখন গেলাম তখন বিভিন্ন রকম ফুল দেখেছি। আর এই ফুলের নাম সার্চ করতেই দেখলাম এটাই লিলিয়াম ফুল। এই ফুলটা দেখতে অনেকটা কলাবতীর ফুলের মতই। এখানে একসাথে অনেকগুলো ফুল ফুটে আছে তাই দেখতেও সুন্দর লাগছে।



শিশিরভেজা গোলাপ


IMG-20250120-WA0013.jpg

IMG-20250120-WA0073.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

এখনকার যে শিশির ভেজা গোলাপের ছবিটা দেখতে পাচ্ছেন এটা হল আমাদের স্থানীয় নার্সারিতে তোলা ছবি আসেন নার্সারিতে গিয়ে যখন দেখলাম কিছু ফুল রয়েছে এতে ভাবলাম ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এখান থেকে কিছু ফুলের ফটোগ্রাফি করে নাকি এই ঘাড়ওয়াল রঙের গোলাপের উপরে খুব সুন্দর করে শিশির পড়ে আছ আর এটা দেখতেও অসাধারণ লাগছিল তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করা যাক ।



সাদা পিটুনিয়া ফুল


IMG-20250120-WA0075.jpg

IMG-20250120-WA0074.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

পিটুনিয়া ফুল আমাদের সবার পরিচিত।আর শীতকালে পিটুনিয়া ফুলগুলো বাহারি শোভা বর্ধন করে। এখানে আমি শেয়ার করলাম সাদা রঙের পিটুনিয়া। এটা তুলেছি নার্সারি থেকে। নার্সারিতে পিটুনিয়া গাছ অনেক আছে। আর এজন্য কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম।এগুলো একদমই নতুন করে তোলা ফটোগ্রাফি। গত কালই এই ফটোগ্রাফিটা নার্সারি থেকে করেছিলাম।



বেগুনি রঙের পিটুনিয়া ফুল


IMG-20250120-WA0101.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

এটা হলো একদম বেগুনী রঙের পিটুনিয়া ফুল।দেখতে অসাধারণ লাগছে। কারণ বেগুনি রঙের কারণে এটা অনেক বেশি সুন্দর। শিশির ভেজা ফুলটা আসলেই অনেক সুন্দর। এটা নার্সারি থেকে তুলেছিলাম। সকালবেলা যেহেতু গিয়েছি তাই অনেক ফুলের মাঝে শিশিরের ফোটা পেয়েছিলাম। আর এটা এইজন্যই বেশি সুন্দর লাগছিল।



ওয়ালরিয়ানা ফুল


IMG-20250120-WA0107.jpg

IMG-20250120-WA0106.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

এই ফুলটা দেখতে অনেকটাই নয়নতারা ফুলের মত।কিন্তু এর পাতার দিকে লক্ষ্য করলেই মূলত বোঝা যায় এটি নয়নতারা ফুল নয়।এই ফুলের ফটোগ্রাফিটা করেছিলাম নার্সারি থেকে। এটা দেখতে অনেক সুন্দর লাগছিল। অনেকটা ইউনিক একটা ফুল ছিল। তবে নয়নতারার মতো দেখতে বিধায় আরো বেশি ভালো লাগছিল।



অ্যালিসাম ফুল


IMG-20250121-WA0000.jpg

IMG-20250121-WA0001.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

এই ফুলগুলো একদম ছোট ছোট ফুল দেখতে অনেকটা ধনেপাতার ফুলের মতো। এই ফুলের কোন সুগন্ধ নেই।এগুলো একগুচ্ছ আকারে ফুটে থাকে। এই ফুলের মধ্যে দুটো রঙ দেখা যায়। তবে আমি আজকে আপনাদের মাঝে সাদা রঙের ফুলের ফটোগ্রাফিটাই শেয়ার করেছি।



চন্দ্রমল্লিকা ফুল


IMG-20250121-WA0007.jpg

IMG-20250121-WA0010.jpg

IMG-20250121-WA0006.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

এখানে দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা ফুল। এই ফুলের অনেক জাত রয়েছে। তবে আমি আপনাদের মাঝে একটি জাত শেয়ার করলাম। এটা অনেকটা ডালিয়া ফুলের মত। কারণ এর অনেকগুলো পাপড়ি রয়েছে। এটা অনেক বড় জাতের একটা চন্দ্রমল্লিকা ফুল। এগুলো সাধারণত ছোট জাতের হয়ে থাকে। আর এই ফুলগুলো এক গুচ্ছ আকারে অনেকগুলো হয়ে থাকে। এটা হালকা গোলাপি রঙের ফুল। আশা করি আপনাদের ভালো লাগবে।



হাজারী গোলাপ


IMG-20250120-WA0064.jpg

IMG-20250120-WA0068.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12



গোলাপ ফুলের মাঝে বিভিন্ন রকম জাত রয়েছে। তার মাঝে একটি জাত হলো হাজারী গোলাপ ফুল। শীতকালে হাজারী গোলাপ ফুল গুলো অনেক সুন্দরভাবে ফুটে থাকে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে একগুচ্ছ আকারে থাকে।এই ফটোগ্রাফি গুলো তুলেছিলাম নার্সারি থেকে। এত সুন্দর সুন্দর ফুল রয়েছে যেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তাই ফটোগ্রাফি করতে আরো বেশি ভালো লাগে।



হলুদ গোলাপ


IMG-20250121-WA0029.jpg

IMG-20250121-WA0026.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12



গোলাপ ফুল তো সবার পছন্দের ফুল। তবে হলুদ গোলাপ ফুল আমার সবচেয়ে বেশি ভালো লাগে। হলুদ গোলাপ যখন গাছে ফুটে তখন যেন অসম্ভব সুন্দর লাগে। এই হলুদ গোলাপ ফুলটা নার্সারি থেকেই তোলা। নার্সারিতে অনেক জাতের গোলাপ ফুল রয়েছে। তার মাঝে তিনটি জাতের ফুল আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। এগুলো দেখতে এত বেশি ভালো লাগে যে ফটোগ্রাফি করতে খুব আনন্দ হয়।



ভারবেনা হাইব্রিডা ফুল


IMG-20250120-WA0057.jpg

IMG-20250120-WA0056.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

ভারবেনা হাইব্রিডা ফুলের নাম আমি গুগল থেকে সার্চ করে নিয়েছিলাম। কারণ যেহেতু অনেক ধরনের ফুল থাকে আর সবগুলো ফুলের নাম জানা থাকে না। এজন্যই মূলত কিছু ফুলের নাম আপনাদের মাঝে শেয়ার করতে হয় গুগল থেকে সার্চ করে। এই ফুল দেখতে অনেক বেশি সুন্দর। এই ফুলের বিভিন্ন রকম জাত আছে। সেখান থেকে আমি একটি ফুল শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি এটাও ভালো লাগবে।



স্টেপ পিটুনিয়া ফুল


IMG-20250120-WA0046.jpg

IMG-20250120-WA0045.jpg

IMG-20250120-WA0009.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

পিটুনিয়া ফুলের মাঝে তো অনেকগুলো জাত আছে।আর কিছু ফুল আপনাদের মাঝে শেয়ার করলাম। এগুলোর মাঝে এই ফুলটা একটু বেশিই সুন্দর। কারণ এই ফুলটা দুটো কালারের মিশ্রণে গঠিত।এক স্টেপ গোলাপি আর অন্য স্টেপ সাদা।এই বৈশিষ্ট্যটাই বেশি ভালো লাগে। যদিও এর কোনো সুগন্ধ নেই কিন্তু দেখতে বেশ আকর্ষণীয় লাগে।



শিশির ভেজা কাটামুকুট


IMG-20250120-WA0048.jpg

IMG-20250120-WA0049.jpg

IMG-20250120-WA0050.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

কাটামুকুট ফুল একদম কমন একটা ফুল। এটা নার্সারিতে প্রায়ই দেখা যায়। কাটামুকুট ফুলগুলো আমার তো খুবই পছন্দ। এগুলোর ভাঁজগুলো একদম আলাদা রকম।এই ফুলগুলোতে শিশিরফোটা পড়ার কারণে এগুলো আরও বেশি সুন্দর লাগে।কাটামুকুট ফুলগুলো যখন গাছে ফুটে তখন পুরো গাছটাই দেখয়ে ভালো লাগে।আশাকরি আপনাদের কাছেও ভালো লাগবে ছবিটা।

নয়নতারা


IMG-20250120-WA0034.jpg

IMG-20250120-WA0033.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

এই পর্যায়ে আপনাদের মাঝে শেয়ার করলাম নয়নতারা ফুল। এই ফুলগুলো দেখতে অসম্ভব ভালো লাগে। এই ফুলগুলোর মাঝে খুব সুন্দর শিশিরফোটা পড়ে আছে। এজন্যই আরও বেশি ভালো লাগছিল। নয়নতারা ফুলগুলো অনেক রঙেরই হয়। তবে এখানে আমি সাদা রঙের ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম।



পয়েন্টসেটিয়া


IMG-20250120-WA0025.jpg

IMG-20250120-WA0026.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

এই ফুলগুলো অনেকটা পাতার মতই। তবে আসলেই জানা নেই এগুলো ফুল নাকি পাতা।তবে দেখতে সুন্দর লাগছিল বিধায় ফটোগ্রাফি করে নিয়েছিলাম এবং আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। শীতের সময়ে এই গুলো এত সুন্দর লাগছিল যে শিশিরের বিন্দুর কারণে অনেক বেশি আকর্ষণীয় লাগছিল।দূরে এবং কাছে উভয় এঙ্গেল থেকে দুটো ফটোগ্রাফি করে নিয়েছি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম এগুলো।



পিটুনিয়া


IMG-20250120-WA0030.jpg

IMG-20250120-WA0003.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

এখানে দেখতে পাচ্ছেন হালকা গোলাপি রং এবং সাদা রং মিশ্রিত পিটুনিয়া ফুল। এ ফুলগুলো আমি প্রথমবার দেখেছি। যদিও বিভিন্ন রকম পিটুনিয়া ফুল দেখেছিলাম তবে এগুলো আগে দেখা হয়নি। এবার নার্সারিতে গিয়ে দেখলাম এটা নতুন ভাবে আনা হয়েছে। আর এটা দেখতে খুব বেশি সুন্দর লাগছিল। কারণ শিশিরের বিন্দুর কারণে এগুলো একদম সতেজ হয়ে উঠেছিল।



ছোট চন্দ্রমল্লিকা


IMG-20250120-WA0022.jpg

IMG-20250120-WA0021.jpg

IMG-20250120-WA0020.jpg

IMG-20250120-WA0019.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

কয়েক প্রকার চন্দ্রমল্লিকা ফুলের মধ্যে আমি দুটো ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। এই চন্দ্রমল্লিকা একদম ছোট চন্দ্রমল্লিকা ফুলের জাত। এখানে ছোট ছোট ফুল গুলো একসাথে থাকে না। আলাদা আলাদা ভাবে এগুলো ফুটে থাকে। তাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ৪টা ফটোগ্রাফি এখানে শেয়ার করলাম।



সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

পোস্টের বিবরণ

ধরনফটোগ্রাফি প্রতিযোগিতা
ফটোগ্রাফার@bristy1
ডিভাইসSamsung Galaxy M12
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 9 months ago 

আপনিও দেখছি ডিসি পার্কে গিয়েছেন। আপনাদের পুরো গ্রুপ সেখানে গিয়েছে নাকি? যাইহোক সবাই খুব দারুণ ফটোগ্রাফি শেয়ার করেছেন। ডিসি পার্কে বর্তমানে ফুলের মেলা চলছে। আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম। আপনার ফটোগ্রাফি গুলো দারুন ছিল আপু। ডালিয়া ফুলের ফটোগ্রাফি টা অনেক ভালো লেগেছে। গাজানিয়া, ডালিয়া ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবচেয়ে বেশি ভালো লেগেছে হলুদ গোলাপের ফটোগ্রাফি দেখে। হলুদ গোলাপ ফুল আমার বেশ পছন্দ। ধন্যবাদ আপু দারুন এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 9 months ago 

জি আপু আমরা অনেকেই গিয়েছিলাম গত বছর একসাথে। সেজন্যই অনেক ফুল একই রকম দেখতে লাগছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দিয়ে ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন,দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা গোলাপ ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।

 9 months ago 

ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি করতে খুব বেশি ভালো লাগে। ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

চোখ যেন সরাতে পারছিনা এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। শীতকাল হওয়ার কারণে ফুলের মধ্যে শীতের কুয়াশা লেগেছে। তাই এমন ধরনের ফুলের ফটোগ্রাফি গুলো বেশি সুন্দর দেখায়। এত বাহারি ধরনের ফুলের ফটোগ্রাফি গুলো আপনি শেয়ার করলেন। চমৎকার লেগেছে আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি দেখে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 9 months ago 

একদম ঠিক বলেছেন আপু কুয়াশায় মাখা ফটোগ্রাফি গুলো বেশি দারুন লাগে।

 9 months ago 

প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি তো দেখছি অনেক ধরনের ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। তবে ফটোগ্রাফি গুলো ভীষণ সুন্দর হয়েছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে শিশির ভেজা গোলাপ ফুলের ফটোগ্রাফি। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলেই ভালো লাগে।

 9 months ago 

Screenshot_20250122-142113_Chrome.jpg

Screenshot_20250122-141530_Chrome.jpg

 9 months ago 

ঠিক বলেছেন আপু নার্সারিতে গেলে আসল ফুলের সৌন্দর্য উপভোগ করা যায়। আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বেশ চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এমন সুন্দর সুন্দর ফুল একসাথে দেখতে খুব ভালো লাগে। আপনার প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 9 months ago 

জি আপু নার্সারির ফুল গুলো অনেক বেশি ভালো লাগে দেখতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

ফুলে ফুলে ভরে উঠেছে আপনার আজকের পোস্ট। পুরো পোস্ট জুড়েই যেন হরেক রকম ফুলের সমাহার। রীতিমতো আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। সেই সাথে প্রত্যেকটা ফটোগ্রাফির সুন্দর বর্ণনাও দিয়েছেন। কনটেস্ট উপলক্ষে আমাদেরকে এত চমৎকার ফুলের ফটোগ্রাফি পোস্ট উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। নয়নতারা পিটুনিয়া এবং হাজারী গোলাপ আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 9 months ago 

ফটোগ্রাফি গুলো করতেও অনেক সময় লেগেছিল ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

অনেক অনেক ভালো লাগলো আপু আপনার চমৎকার এই অংশগ্রহণ দেখে। অনেক সুন্দর ভাবে আপনি কনটেস্ট অংশগ্রহণ করেছেন। ডালিয়া ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।

 9 months ago 

কন্টেস্টে অংশগ্রহণ করতে পারলেই ভালো লাগে ভাইয়া। এবার তো দারুণ আয়োজন ছিল।

 9 months ago 

ফুল পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে। আমি তো ফুল অনেক বেশি ভালো লাগে। প্রতিটা শীতকালীন ফুলের সৌন্দর্য অনেক দারুন লাগছে দেখতে। আমার তো দারুণ লেগেছে আপনার আজকের তোলা সবগুলো ফুলের ফটোগ্রাফি। অনেক সুন্দর ভাবে অংশগ্রহণ করলেন এই প্রতিযোগিতায়। আপনার অংশগ্রহণ অনেক ভালো লেগেছে।

 9 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আসলে ফুলের রাজ্যে এই আয়োজন দেখে ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.033
BTC 111625.65
ETH 3957.44
USDT 1.00
SBD 0.58