যে যত বেশি বাস্তবতা বোঝে, সে তত কম অভিযোগ করে।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
আমাদের জীবনটা একটা চলন্ত নদীর মতো। এই নদীতে কখনো ঢেউ ওঠে, কখনো আবার শান্ত স্রোত বয়ে চলে। প্রত্যেক মানুষের জীবনেই সুখ-দুঃখ, চাওয়া-পাওয়া, পাওয়া-না পাওয়ার গল্প রয়েছে। কিন্তু কেউ কেউ এসব নিয়ে সারাক্ষণ অভিযোগ করে, আবার কেউ কেউ চুপচাপ সব কিছু মেনে নেয়। যারা বাস্তবতা বোঝে, তারা বুঝে নেয় জীবন এমনই।সব কিছু নিজের মতো হবে না। তাই তারা অভিযোগ করার বদলে মানিয়ে নেওয়ার চেষ্টা করে।
বাস্তবতা মানে হলো জীবনকে যেমন আছে তেমনভাবে দেখা উপভোগ করা । বাস্তবতাকে বুঝতে পারলেই মানুষ জানে, জীবনে সব কিছু পাওয়া যায় না, সবার মন পাওয়া যায় না, সব সময় সুখ পাওয়া যায় না। এই বোঝাপড়া যার হয়, সে মানুষ জীবনের প্রতিটা পরিস্থিতিকে একটু আলাদা চোখে দেখে। দুঃখ পেলেও সে জানে, এটাই চিরস্থায়ী নয়। কষ্ট পেলেও সে ভাবে, এই সময়টাও কেটে যাবে।কারণ জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়।
বাস্তবে কিন্তু অভিযোগ করা খুবই সহজ। আমরা অনেক সময়ই বলি, কেন আমার জীবন এমন?আমি এত কষ্ট পাচ্ছি, কেউ বুঝে না, ওর জীবনে এত ভালো, আমার কেন নয়?এই ধরনের প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খায়। কিন্তু আমরা যখন একটু সময় নিয়ে ভাবি, তখন বুঝি প্রতিটা মানুষই কোনো না কোনো দিক দিয়ে সংগ্রাম করছে। কারো সমস্যাটা বাইরে থেকে বোঝা যায়, কারোটা বোঝা যায় না।কারণ কেউ বাস্তবতা বুঝে চুপ থাকে আর কেউ বাস্তবতা না বুঝে জোর করে সব পেতে চায়।
যে মানুষ বাস্তবতার মুখোমুখি হয়, সে জানে যে জীবন মানেই পরিশ্রম, ছাড়, কষ্ট আর ধৈর্য। সে জানে, ভাগ্য সব সময় পক্ষে নাও থাকতে পারে। সে বোঝে, অন্যের সঙ্গে তুলনা করে নয়, নিজের কর্মের মাধ্যমে উন্নতিটাই আসল। এই মানুষগুলো তাই ছোটখাটো সমস্যা নিয়ে অভিযোগ না করে বরং সমাধান খোঁজে। তারা জানে, অভিযোগ করলে সময় নষ্ট হয়, মন খারাপ হয়, কিন্তু বাস্তবতাকে মেনে নিলে ভেতরে একটা প্রশান্তি আসে।সবকিছুই সুন্দরভাবে গুছিয়ে নেয়া যায়।
বাস্তবতা বোঝা মানে নিজের সীমাবদ্ধতাগুলো স্বীকার করা, নিজের অবস্থান বুঝে চলা, অন্যকে দোষ না দিয়ে নিজের দায়িত্ব নিজে নেওয়া। এতে করে মানুষের মধ্যে কৃতজ্ঞতা তৈরি হয়। সে ছোট জিনিসেও খুশি থাকে। তখন তার কাছে জীবনের কঠিন সময়ও সহনীয় হয়ে ওঠে।জীবনে সুখী থাকতে হলে বাস্তবতাকে মেনে নিতে হয়। অভিযোগ নয়, বোঝার চেষ্টা করতে হয়। যে যত বেশি বুঝে, সে তত কম বলে। যে যত বেশি বাস্তবতা বোঝে, সে তত কম অভিযোগ করে।আমরা আমাদের জীবনকে বাস্তবতার সাথে এগিয়ে নিয়ে যেতে পারি।আবেগ দিয়ে কখনো নয়।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/bristy110/status/1929071264456650822
আপু আপনি সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।আপনি ঠিকই বলছেন বাস্তবতা এমন একটি জিনিস যা সব সময় একরকম এক পরিস্থিতি থাকে না। দুঃখ কষ্ট,সুখ এগুলো কখনোই চিরস্থায়ী নয়।যাইহোক আপনার পুরো পোস্ট টি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।