স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
আজকে আমি আপনাদের মাঝে বেশ কিছু অনুভূতি শেয়ার করব। যেগুলো একদমই ভিন্ন ভিন্ন অনুভূতিতে লেখা। যেহেতু অনুভূতি ভিন্ন তাই এই কবিতাগুলো সম্পর্কে ভিন্নভাবে কোন মতবাদ লিখলাম না।তবে আপনাদের মাঝে বলার থাকে অনেক কিছুই।যদিও আজ খুব টায়ার্ড। মাত্র ফেনী থেকে চট্টগ্রাম আসলাম। কাল সকালে যাব কক্সবাজার। তবুও আপনাদের মাঝে তো প্রতিনিয়তই কিছু আ কিছু নিয়েই হাজির হই। সেই আঙ্গিকে আজকে অনুকবিতা নিয়ে আসলাম।
(১)
ভোরের আকাশের চাঁদ দেখতে কত মায়াবী,
চারিদিকে হচ্ছে কলরব দিনের শুরু এখনই,
শীতল বাতাস গায়ে লাগিয়ে দেয় দোলা,
কুয়াশাঘেরা ভোর মন করেছে উতলা।
(২)
তুমি যেন অদ্ভুত সৌন্দর্যে সিক্ত,
তোমার মায়ায় আমি অভিভূত,
তোমার চাহনিতে দেখি সৌন্দর্যের আভাস,
তুমিময় আমি নিভৃতে করি বাস।
(৩)
তোমাতে করি অনুনয় বিনয়,
তোমাতেই করি আপন অভিযোগ,
তোমার চোখেতে আমি খুঁজে পাই,
আমার সুখে থাকার সব আয়োজন।
(৪)
আজ অবেলায় তোমায় মনে পড়ে,
অপলক নয়নে তোমার অপেক্ষায়,
কবে এসে দিবে ধরা মনের আঙিনায়,
মন যে শুধু তারই প্রতিক্ষায়।
(৫)
এলোমেলো জীবনটা আমার গোছাবে কে?
মনের যত আকুতি শুনবে কে?
দীর্ঘশ্বাসের মানেটা আমার বুঝবে কে?
মন প্রাণ উজাড় করে ভালোবাসবো তাকে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
ফটোগ্রাফার | @bristy1 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
ফেনী থেকে চট্টগ্রাম ট্রাভেল করে গেছেন এতে অনেক টায়ার্ড হওয়ার পরেও আপনি কিন্তু দারুণ শব্দ চয়নে সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন আমাদের মাঝে। তবে আপনার শেষের অনু কবিতাটা আর দু নাম্বার কবিতাটা ভীষণ ভালো লেগেছে আমার কাছে। তাছাড়াও সব অনু কবিতা গুলি চমৎকার হয়েছে। আশা করছি পরবর্তীতে আরো দারুন অনু কবিতা শেয়ার করবেন আমাদের সাথে শুভকামনা রইল।
অনুকবিতা লিখতে আমার বেশ ভালোই লাগে, তাই আগে থেকে লিখা হয়ে যায় অনেক সময়।
আপনার কবিতার লাইনগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর একটা টপিক নিয়ে কবিতাটা লিখেছেন আপনি। কবিতার প্রত্যেকটি লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে। আসলে কবিতা লাইন পড়ে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন কবির কবিতা পড়ছি। বেশ ভালো লেগেছে আমার কাছে।
ধন্যবাদ ভাইয়া,সবসময় মন্তব্য করে পাশে থাকার জন্য।
বিভিন্ন রকম টপিক নিয়ে অনু কবিতা লেখা হলে আমার কাছে সেগুলো পড়তে অনেক ভালো লাগে। আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন, এই বিষয়টা আমি অনেক পছন্দ করি। আপনার লেখা সবগুলো অনু কবিতা সুন্দর হয়েছে। আমার কাছে দুই আর পাঁচ নাম্বার অনু কবিতা বেশি ভালো লেগেছে পড়তে।
আপনাকে অনেক ধন্যবাদ আপু,ভালো লাগে আপনাদের সুন্দর মন্তব্য দেখে।
খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতার ভাষাগুলো অসাধারণ হয়েছে। পড়ে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার লেখা অনুকবিতা পড়েছেন দেখে বেশ খুশি হলাম,ধন্যবাদ ভাইয়া।
কবিতাগুলির শব্দ চয়ন বেশ ভালো হয়েছে। সবকটি কবিতাই অণু কবিতা হয়ে উঠেছে। বিভিন্ন অলংকার দিয়ে ভাষার ব্যবহার কবিতাগুলিকে সুখপাঠ্য করেছে। এই পোস্ট বেশ ভালো লাগলো। সবকটি কবিতার মধ্যে একটি বিশেষ নিবেদন পরিলক্ষিত হল। সুন্দর কবিতাগুলি লিখে শেয়ার করবার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া, ভালো লাগলো এতো সুন্দর কিছু কথা।
আপু আপনি প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেন। আপনার অনু কবিতা গুলো পড়তে অনেক ভালো লাগে। আজকেও আপনি পাঁচটি অনু কবিতা শেয়ার করেছেন। প্রতিটা কবিতাই খুব সুন্দর হয়েছে। তবে সব শেষের কবিতাটা পড়তে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
প্রতি সপ্তাহে বিভিন্ন রকম ভাবে পোস্ট শেয়ার করা হয়। তার মাঝে অনুকবিতা গুলো লিখতে আমার কাছে বেশ ভালো লাগে।
আপু কি আবারো কক্সবাজার যাচ্ছেন নাকি? আপনাদের কক্সবাজার ট্রাভেলের বেশ কয়েকটা পর্ব দেখা হয়েছে। যাই হোক ব্যস্ততার মাঝেও খুব সুন্দর এক গুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। ভিন্ন ভিন্ন আঙ্গিকে লেখা কবিতা গুলো বেশ ভালো লাগে। সবগুলো কবিতা দারুন লিখেছেন। ধন্যবাদ আপু।
জি আপু আবার গিয়েছিলাম কক্সবাজারে। আবার চলে আসলাম।
আমার এই এলোমেলো জীবন যেমন গোছানোর কেউ নেই। তেমনি এটার জন্য দায়ীও কেউ না হা হা। চমৎকার লাগল আপনার অনুকবিতা গুলো আপু। খুব সুন্দর লিখেছেন কবিতা গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
আপনার জীবনে নেই শুনে খারাপ লাগলো,শীগ্রই একজন নিয়ে আসুন, হাহাহা।