বাস্তবতা মেনে নিলেই জীবন সুন্দর

in আমার বাংলা ব্লগ4 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

Minimalist Thank You Card  (1).jpg

বাস্তবতা শব্দটির মানে হলো জীবনের আসল চিত্র, যা সত্যি ঘটে এবং আমাদের সামনে উপস্থিত হয়। আমরা অনেক সময় স্বপ্ন দেখি, কল্পনায় ভেসে যাই, আশা করি সব কিছু মনের মতো হবে। কিন্তু সব সময় সব কিছু মন মতো হয় না। এই না হওয়াটাই বাস্তবতা।মানুষ জীবনে অনেক কিছু চায়।ভালো রেজাল্ট, চাকরি, টাকা, সুখের সংসার, সবার ভালোবাসা। কিন্তু সব কিছু একসাথে পাওয়া সম্ভব হয় না। কেউ হয়তো পড়ালেখায় খুব ভালো, কিন্তু চাকরি পায় না। আবার কেউ হয়তো চাকরি পায়, কিন্তু পরিবারে শান্তি থাকে না। জীবনের এই যে ওঠানামা, সেটাই বাস্তব জীবনের অংশ।

বাস্তবতা মানে হলো জীবন যেমন চলে, যেমন ঘটে, তা মেনে নেওয়া। এটা কঠিন হলেও জীবনে সফল হতে হলে বাস্তবতা মেনে নিতে হয়। যারা শুধু কল্পনায় থাকে, তারা একটু পরেই হতাশায় ডুবে যায়। কারণ স্বপ্ন আর বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য থাকে।অনেক সময় আমরা এমন কিছু চাই যা পাওয়া সম্ভব নয়। তখন মন খারাপ হয়, রাগ হয়, হতাশ হই। কিন্তু বাস্তবতাকে মেনে নিয়ে যদি আমরা চিন্তা করি কীভাবে বর্তমান অবস্থার মধ্যে থেকে ভালো কিছু করা যায়, তাহলে জীবন অনেক সহজ হয়।

কেউ যদি গরিব পরিবারে জন্ম নেয়, তার হয়তো সব কিছু পাওয়ার সুযোগ থাকে না। কিন্তু সে যদি পরিশ্রম করে, বাস্তবতাকে মেনে নিয়ে সামনে এগোয়, তাহলে সে নিজের ভাগ্য বদলাতে পারে। আবার কেউ যদি বড় স্বপ্ন দেখে কিন্তু কোনো পরিকল্পনা না করে, তাহলে সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায়।বাস্তবতা শেখায় ধৈর্য, পরিশ্রম আর ইতিবাচক মনোভাব। জীবন সব সময় সমান থাকবে না।কখনো সুখ, কখনো দুঃখ, কখনো সাফল্য, আবার কখনো ব্যর্থতা আসবে। এই সব কিছু মিলিয়েই বাস্তব জীবন।এগুলোকেই মেনে নিতে শিখতে হবে।

বাস্তবতা অনেক সময় কঠিন হলেও আমাদের শেখায় কীভাবে টিকে থাকতে হয়, কীভাবে সমস্যা মোকাবিলা করতে হয়। কল্পনা বা আবেগ দিয়ে সব সময় চলা যায় না। জীবনের প্রতিটি পদক্ষেপে বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হয়।সবচেয়ে বড় কথা, বাস্তবতা মেনে চলা মানেই স্বপ্ন ত্যাগ করা নয়। বরং বাস্তবতাকে ভিত্তি করে পরিকল্পনা করলে স্বপ্ন পূরণ করা সহজ হয়। বাস্তবতা জীবনকে কঠিন করে তোলে না বরং জীবনকে বুঝতে শেখায়। যারা বাস্তবতার সঙ্গে সমঝোতা করে, তারাই আসল বুদ্ধিমান মানুষ। বাস্তবতা মানে কখনো হার মানা নয়, বরং পরিস্থিতিকে বুঝে এগিয়ে যাওয়া। এই মনোভাবই একজন মানুষকে জীবনযুদ্ধে জিততে সাহায্য করে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemPro

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

বাস্তবতার সঙ্গে লড়াই না করে এটাকে একটি শিক্ষার মাধ্যম হিসেবে দেখুন। যেমন: ব্যর্থতা আপনাকে পরবর্তী সাফল্যের জন্য প্রস্তুত করে।বাস্তবতা হলো জীবনের রুক্ষ ক্যানভাস, কিন্তু আমরা ইচ্ছে করেই তাতে রং লাগাতে পারি।জীবন কখনো পারফেক্ট নয়, কিন্তু বাস্তবতাকে আঁকড়ে ধরে এগোলে তা অর্থপূর্ণ হয়।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 112239.06
ETH 4309.79
SBD 0.84