দাদা, বৌদির বিবাহবার্ষিকী উপলক্ষে স্বরচিত কবিতা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।
দেখতে দেখতে কিভাবে যে দিনগুলো পার হয়ে যাচ্ছে তা বুঝতেই পারছি না।মনে হয় যেন কিছুদিন আগেই গেল দাদা বৌদির বিবাহবার্ষিকী। কিন্তু ১টা বছর কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না।সময় অতি দ্রুত অতিবাহিত হচ্ছে।আমরা আমাদের জীবন থেকে সুন্দর কিছু মুহূর্ত হারিয়ে ফেলছি। এই সময়গুলো আগামীতে আর ফিরে পাব না। যাইহোক আজ @rme দাদা আর @tanuja বৌদির শুভ বিবাহ বার্ষিকী। আর এই উপলক্ষে আমি একটা কবিতা তাদের জন্য লিখলাম।আমি আশা করি দাদার কাছে এই কবিতাটি ভালো লাগবে। যদিও দাদার অনুপ্রেরণায় কবিতা লেখা শুরু হয়েছিল। তবুও অনেক দিন হল দাদাকে কোন কবিতা উপহার দেয়া হয়নি।তাই তাদের দুজনের জন্যই লিখলাম আজকের এই কবিতাটা।তবে এটা আমার সামান্যতম চেষ্টা,যদিও পারি না।
♥️শুভ বিবাহবার্ষিকী♥️
ভালোবাসায় পূর্ণ হোক জীবনের প্রতিটি সময়,
আলোর মাঝে কেটে যাক আছে যত আঁধার,
জীবন নদীর নৌকো যেন গতি না হারায়,
ভালোবাসার স্নিগ্ধতায় আপন করে নেয়।
ভালোবাসায় ভরে উঠুক মনের মণিকোঠা,
দুঃখ যেন আড়ালে থাকে এটাই হলো চাওয়া,
হৃদয় যেন ভরে উঠে কুসুম কাননে,
স্নিগ্ধ ছোঁয়ায় হারিয়ে যাব ঐ গগনে।
হাতে হাত রেখে শুধু পাশে থেকো প্রিয়,
মন দিও মন নিও হইয়ো সুপ্রিয়,
জীবনের কষ্ট মুছে নেব তোমার পাশে থেকে,
তুমি যদি থাকো পাশে দুঃখ নাহি আসবে।
তোমায় পেয়ে ধন্য আমি হয়েছি বারংবার,
তুমি হলে জীবনের আলো জ্বেলেছি বহুবার,
ভালোবাসার মায়া দিয়ে আগলে রেখে আছো,
তোমায় ছেড়ে বহুদূরে যাব না কখনো।
আজ এমন দিন যেন বারবার ফিরে আসে,
বিবাহের দিনের আনন্দ আবার কাটবে উল্লাসে,
শুভ দিন যেন শুভ হয়ে যাক দুঃখ যেন পালায়,
বারবার বলি আমি ভালোবাসি তোমায়।
আমার অনুভূতি |
---|
আজকের অনুভূতি একদমই আলাদা।এখানে দাদা বৌদির বিবাহবার্ষিকী উপলক্ষে কিছু অনুভূতি শেয়ার করলাম।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
ফটোগ্রাফার | @bristy1 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
দাদা বৌদির বিবাহ বার্ষিকীতে দারুন সুন্দর একটি কবিতা লিখে ফেললেন। আপনার পোষ্টের মাধ্যমেই আমি দাদা এবং বৌদিকে শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাই। এভাবেই তারা দীর্ঘদিন সুখে দাম্পত্য কাটিয়ে চলুক। আপনার পোস্ট খুব ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে ভাইয়া,ভালো লাগলো আপনার মন্তব্য দেখে।
আপু আজকে আপনি দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে দারুন কবিতা লিখলেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। প্রত্যেকটি লাইন পড়ে মনের ভেতর যেন আলাদা অনুভূতি আসলো। এই ধরনের কবিতা আমার কাছে পড়তে বেশ ভালো লাগে। তাছাড়া আপনি সব সময় ধারণ কবিতা লিখেন। আজকের কবিতাটা একটু আলাদা স্পেশাল ছিল।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু।
আজকে যেহেতু দাদা বৌদির বিবাহ বার্ষিকী, সেই উপলক্ষ্যে আপনি অনেক সুন্দর করে কবিতা লিখেছেন। যেটা অনেক কাছে পড়তে খুব ভালো লেগেছে। উনাদের দুজনকে বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা। সব সময় যেন ভালোভাবেই থাকে এটাই চাই। এত সুন্দর কবিতা লিখে সবার মাঝে শেয়ার করলেন পড়তে দারুন লেগেছে।
তাদের জন্য দোয়া করেছেন দেখে খুব ভালো লাগলো ভাইয়া, ধন্যবাদ।
দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে অসাধারণ একটি কবিতা লিখেছেন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। দাদা ও বৌদি কে বিবাহ বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা।কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপু দারুন একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আসলে আমাদের এই সামান্যতম কাজগুলো দিয়েই তো তাদের উপহার দেয়ার চেষ্টা করি। ধন্যবাদ আপু।
দারুন একটা কবিতা আমাদের মাঝে আর আপনি শেয়ার করলেন। আসলে দাদা বৌদিকে নিয়ে এত সুন্দর একটা কবিতা লেখার জন্য আপনাকে সর্বপ্রথম অসংখ্য ধন্যবাদ। এই কবিতার প্রত্যেকটা লাইন আমার কাছে অসাধারণ মনে হয়েছে।
আপনাদের মন্তব্য দেখলে অনেক বেশি উৎসাহ পাই। খুব ভালো লাগে আপনাদের মন্তব্য দেখে ধন্যবাদ ভাইয়া।
দাদা, বৌদির বিবাহবার্ষিকী উপলক্ষে তোমার স্বরচিত কবিতাটি খুব সুন্দর হয়েছে।আশা করি দাদা ও বৌদির অনেক পছন্দ হবে।ধন্যবাদ তোমায়।
তোমায় অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য ভালো থেকো।