আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৬৯ || ফটোগ্রাফি - ফসলের মাঠে কৃষকের হাসি।

in আমার বাংলা ব্লগ6 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।সবার সুস্থতা কামনা করে এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আশা করি ভালো লাগবে।

20250305_105435.jpg

আজকে আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য আসলাম।গত সপ্তাহে যদিও কনটেস্টটা চলমান ছিল আবার এই সপ্তাহেও চলমান রয়েছে। গত সপ্তাহে একদম বের হতে পারিনি কোনো ফটোগ্রাফি করার জন্য। আর আমাদের এদিকে খুব বেশি ফসলের মাঠ নেই যে তেমন একটা ফটোগ্রাফি করব বা কৃষকদেরও দেখা নেই। তবুও এ সপ্তাহে দুদিন বের হয়েছিলাম কিছু ফটোগ্রাফি করার জন্য। যেটুকু ফটোগ্রাফি করতে পেরেছি সেগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি। বর্তমান সময়ের চারিদিকে বিভিন্ন রকম শাক-সবজি বা চাষাবাদ করা হচ্ছে। যেখানে কৃষকেরা কাজ করে যাচ্ছে। তবে খুব সকাল বা বিকেলের সময়টায় কৃষকেরা কাজ বেশি করে থাকেন। দুপুরের রোদের সময়টায় তেমন একটা কাজ করে না। যদিও আমি ঘুরে ঘুরে কিছু ফটোগ্রাফি করেছি। তবে সেখানে কোন কৃষককেই দেখতে পাইনি। আর কিছু লোক দেখতে পেয়েছি যদিও সরাসরি ছবি তোলা সম্ভব হয়নি তবুও কিছু ছবি তোলার চেষ্টা করেছি।

আসলে প্রত্যেকটা কৃষক কষ্ট করে ফসল ফলায় যাতে করে তাদের ফসল অনেক বেশি ফলন দেয় এবং তারা লাভবান হতে পারে। বাণিজ্যিকভাবে কোন কাজ করা হলে সে ক্ষেত্রে লাভের পরিমাণটা বেশি চিন্তা করা হয়ে থাকে। আর এমনিতে নিজেদের দৈনন্দিন চাহিদা মিটানোর জন্য যেখানে করা হয় সেখানে লাভের চিন্তা করা হয় না। যাইহোক কথা না বাড়িয়ে আপনাদের মাঝে আজকের ফটোগ্রাফি গুলি শেয়ার করব।


ফোটোগ্রাফি নং:- ১

IMG-20250305-WA0005.jpg

IMG-20250305-WA0001.jpg

IMG-20250305-WA0004.jpg

IMG-20250305-WA0000.jpg

Device : Samsung galaxy m12

Location


এখানে দেখতে পাচ্ছেন একটা গমের ক্ষেত।গত কিছুদিন আগে বিকেল বেলা বেরিয়েছিলাম নিভৃত এবং তার আব্বুসহ। একটু হাটাহাটি করতেছিলাম সবাই মিলে।কাছেই একটা বাড়িতে যাচ্ছিলাম। তখন দেখলাম অনেক সুন্দর একটা গমের ক্ষেত। দূর থেকে ভীষণ সুন্দর লাগছিল। তাই ভাবলাম এখানে কিছু ফটোগ্রাফি করে নেয়া যাক। তখন আমরা নিচে নেমে গেলাম এবং সেখানে বেশ কিছু ফটোগ্রাফি করে নিলাম। এই জায়গাটায় বেশ ভালো ফলন হয়েছিল যা দেখতেও বেশ ভালো লাগছিল।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ২

IMG-20250305-WA0025.jpg

IMG-20250305-WA0030.jpg

Device : Samsung galaxy m12

Location


শীতের শেষের দিকে যখন মাঠে মাঠে সরিষা ফুল দেখা যায় তখন দৃশ্যটাই আলাদারকম সুন্দর হয়। আমাদের এদিকে বেশ কয়েকটা ক্ষেতে সরিষা চাষ করা হয়েছিল। আর সরিষাফুলে সবদিক ভরপুর হয়ে গিয়েছিল। সরিষা ক্ষেতে ভালো ফলন মানেই হলো কৃষকের খুশি।কারণ একটু ভালো ফলনের জন্য তারা দিনরাত পরিশ্রম করে থাকে। আর যখন দেখে তাদের পরিশ্রম সার্থক হয়েছে এবং ফলন বেশি হয়েছে তখন তো খুশীর সীমা থাকে না।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ৩

IMG-20250305-WA0018.jpg

IMG-20250305-WA0017.jpg

Device : Samsung galaxy m12

Location


এদিকে কয়েক জায়গায় খিরা ক্ষেত করা হয়েছে।এর আসল সৌন্দর্য হলো পাতায় ভরপুর থাকে আর খিরা গুলো পাতার নিচে লুকায়িত থাকে। আসলে এই সুন্দর দৃশ্যগুলো তখনই উপভোগ করা যায় যখন মাঠের কাছে যাওয়া যায়। আমি যখন সেখানে গেলাম তখন দেখলাম বেশ ভালই হাইব্রিড জাতের খিরা ধরেছে। এগুলো অনেক বেশি পরিমাণে ধরে থাকে। বর্তমান সময়ে দেশি জাতের খিরা থেকে হাইব্রিড এর পরিমাণ অনেক বেশি। কারণ সবাই একটু বেশি ফলন চায়। আর সেজন্যই মূলত হাইব্রিড জাতের খিরা গাছ লাগায়।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ৪

IMG-20250305-WA0013.jpg

IMG-20250305-WA0015.jpg

Device : Samsung galaxy m12

Location


এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলকপি। আসলে ফুলকপির সচরাচর সব জায়গায় করা হয়ে ওঠেনা। এদিকে দুই এক জায়গায় ফুলকপি ক্ষেত করা হয়েছে। আমাদের এক বড় ভাইয়ের জমিতে এই ফুলকপি গুলো চাষ করা হয়েছে। যদিও সেখানে কোন কৃষক দেখা হয়নি শুধু মাত্র ফলন গুলো দেখতে পেয়েছি তাই কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম ভাবলাম এই যদি আপনাদের মাঝে শেয়ার করা যায় তাহলেও ভালো লাগবে ।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ৫

IMG-20250305-WA0009.jpg

IMG-20250305-WA0006.jpg

Device : Samsung galaxy m12

Location


এখানে দেখতে পারছেন খুব সুন্দর কুমড়োর ছবি। আসলে এখন লাউ আর কুমড়োর ছড়াছড়ি হয়ে গিয়েছে সব দিকেই। কোথাও লাউ দেখা যাচ্ছে, লাউয়ের ফলনও খুব বেশি হয়েছে। যদিও লাউয়ের ছবি তোলা হয়নি। তবে কুমড়োর ছবি দেখে ভীষণ ভালো লাগছিল। তাই ভাবলাম কুমড়োর ছবিগুলো আপনাদের মাঝে শেয়ার করা যাক। কৃষক কত কষ্ট করেই না এরকম করে চাষাবাদ করে যাতে করে তাদের চাহিদা অনুযায়ী ফলন পায়।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ৬

IMG-20250303-WA0001.jpg

IMG-20250303-WA0005.jpg

Device : Samsung galaxy m12

Location


সেদিন বাজার থেকে আসার সময় দেখলাম বাদাম খেতে একজন বয়স্ক মহিলা কাজ করছে। আসলে এই বয়সে সেখানে কাজ করা একদমই মানায় না। তবুও নিজের স্বার্থে এবং ফলন ভালো করার জন্যই তিনি অনেক বেশি পরিশ্রম করে যাচ্ছেন। রোদের মাঝেও বসে বসে তিনি জমিতে কাজ করছিলেন। যাতে করে আগাছাগুলো না জন্মায়। আগাছা পরিষ্কার করলে তার ক্ষেতের ফলনটাও ভালো হবে এবং ভালো পরিমাণে বাদাম তুলতে পারবে।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ৭

IMG-20250304-WA0014.jpg

IMG-20250304-WA0016.jpg

Device : Samsung galaxy m12

Location


এখানে অনেকগুলো টমেটো একসাথে ধরে রয়েছে।আসলে কারো পরিশ্রমের ফল যখন এভাবে দেখা যায় তখন খুবই ভালো লাগে।সাধারণত গ্রাম্য অঞ্চলে এখন ব্যাপক হারে টমেটো দেখা যায়।কেউ গাছ রোপন করলে সেখানে যখন ভালো ফলন দেখা যায় তখন সবারই খুশি লাগে। আসলে এই টমেটো ক্ষেত বড় একটা জমিতে করা হয়েছিল। যদিও বাড়ির আঙিনায় টমেটো চাষ করা যায়। তবে বড় জমিতে করলে ভালো ফলন পেলে তখন কৃষক কিছুটা লাভবান হতে পারে।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ৮

IMG-20250304-WA0019.jpg

IMG-20250304-WA0020.jpg

Device : Samsung galaxy m12

Location


এখানে দেখা যাচ্ছে খুবই সুন্দর কিছু পেঁয়াজের গাছ। আসলে খুব সচরাচর আমাদের এদিকে পেঁয়াজ করা হয়ে ওঠে না। তবে মাঝে মাঝে দেখা যায় কিছু জমিতে চাষ করা হয়েছে। ঠিক তেমনি একটা জমিতে দেখলাম বেশ অনেকগুলো পেঁয়াজ-গাছ দেখা যাচ্ছে। দূর থেকে কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম। কারণ সেখানে মাঠের পাশেই কিছু লোকজন ছিল। তাই আর মাঠের দিকে নামা হয়নি। রাস্তা থেকে কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ৯

IMG-20250304-WA0022.jpg

IMG-20250304-WA0010.jpg

Device : Samsung galaxy m12

Location


সেই বড় ভাইয়ের জমিতে দেখলাম বাঁধাকপিও চাষ করা হয়েছে। এক পাশে বাঁধাকপি এক পাশে ফুলকপি। বিভিন্ন ধরনের ফুলকপি ছিল। যদিও ভিতরের দিকে যাওয়া হয়নি। সামনে থেকে কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম এই বাঁধাকপি গুলো ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আসলে ফসলের ক্ষেত দেখতে এমনিতেও ভালো লাগে। আর এই ফলন গুলো ব্যাপক হারে হয়েছে। আশা করি তিনি এই শীতের সময়ে এগুলোর বিক্রি করে অনেক বেশি লাভবান হয়েছেন।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ১০

IMG-20250304-WA0008.jpg

Device : Samsung galaxy m12

Location


শেষে একজন কৃষক দেখা যাচ্ছে ধানের জমিতে কাজ করে বাড়িতে ফিরে যাচ্ছেন। আসলে মানুষদের কাজ করার মুহূর্তগুলো যদি ছবিতে ক্যাপচার করা যেত হয়তো ভালই লাগতো। কিন্তু এটা তো সম্ভব হয় না। যদিও এই ছবিটা লুকিয়ে তুলেছিলাম। কারণ কোনো অপরিচিত মানুষের এভাবে ছবি তোলাটা মোটেও ভালো দেখায় না। তাই তো কোন রকমে ছবিগুলো তোলার চেষ্টা করেছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
♥️আল্লাহ হাফেজ♥️
ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকন্টেস্ট
ক্যামেরা.মডেলM12
ফটোগ্রাফার@bristy1

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 6 months ago 

বাংলার অপরূপ সুন্দরময় দৃশ্য গুলো ফুটিয়ে তুলেছেন এই ফটোগ্রাফির মাধ্যমে। এত সুন্দর সুন্দর গ্রামের দৃশ্যের ফটোগ্রাফি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 6 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া ভালো লাগলো আপনার সুন্দর একটা মন্তব্য দেখে।।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

❤️✅❤️

 6 months ago 

দারুন ফটোগ্রাফি দেখতে পেয়েছি আপু মন ভরে গেল দেখে। আমাদের গ্রাম বাংলার প্রকৃতি খুবই সুন্দর যদি আমরা উপলব্ধি করতে পারি। আমার তো আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লেগেছে। বিভিন্ন ক্যাটাগরির গ্রাম বাংলার কৃষি ক্ষেতের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেছি। তাছাড়াও আপনি খুব সুন্দর ভাবে বর্ণনা দিয়ে তুলে ধরলেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ভালো লাগলো।

 6 months ago 

বাইরে তেমন ভালোভাবে ঘোরাফেরা করতে পারিনি আপু, তাই ছবিও বেশি তুলতে পারিনি।

 6 months ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এক কথায় জাস্ট চমৎকার হয়েছে আপনার প্রতিটা ফটোগ্রাফি। এই প্রতিযোগিতায় খুব সুন্দর ভাবে অংশগ্রহণ করলেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার অংশগ্রহণ। খুবই সুন্দর কিছু দৃশ্য তুলে দেখেছেন।

 6 months ago 

খুব ভালো লাগলো আমার ফটোগ্রাফি গুলো দেখেছেন এজন্য। ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। গম ক্ষেত দেখতে আসলেই খুব সুন্দর লাগে। যদিও ছোটবেলায় সামনা-সামনি গম ক্ষেত দেখেছিলাম। তাছাড়া কুমড়া এবং বাঁধাকপির ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

আমিও বেশ অনেকদিন পরে গম ক্ষেত দেখেছিলাম। এরকম সুন্দর গম ক্ষেত আগে কখনো দেখা হয়নি।

 6 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক অভিনন্দন। গ্রাম বাংলার প্রকৃতির বেশ দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম।ফটোগ্রাফির সাথে খুব সুন্দর ভাবে বর্ণনা শেয়ার করেছেন যা সত্যি অনেক দারুন ছিল। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

গ্রাম বাংলার প্রকৃতি আসলেই মনমুগ্ধকর। তবে বাইরে তো তেমন একটা বের হওয়া হয় না আপু।

 6 months ago 

আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনার অংশগ্রহণ দেখেই তো খুব ভালো লাগলো আমার কাছে। প্রতিটা ফটোগ্রাফি দেখে আমি তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। বাঁধাকপির ফটোগ্রাফি খুবই দারুণ ছিল।

 6 months ago 

আপনার মন্তব্য দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

Screenshot_20250305-122028_Chrome.jpg

Screenshot_20250305-121950_Chrome.jpg

 6 months ago 

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক অভিনন্দন তোমাকে। খুব সুন্দর কিছু ফটোগ্রাফি এই প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরেছ। ধন্যবাদ আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য।

 6 months ago 

চেষ্টা করেছি নিজের সাধ্যমত ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য। ধন্যবাদ তোমাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 112595.87
ETH 4368.84
SBD 0.84