ডাক্তার দেখানোর পর একটু খাওয়াদাওয়া।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।
আগের মত খুব বেশি বাইরে বের হতে না পারলেও মাঝে মাঝে জরুরী কোন কাজে যখন বের হই তখন চেষ্টা করি কিছুটা ঘুরাঘুরি করার জন্য। যদিও সব সময় সেটা হয়ে ওঠেনা। কারণ বিভিন্ন রকম ব্যস্ততার মাঝে সময় চলে যায়। যাই হোক গত কিছুদিন আগে হঠাৎ করে একদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তারের কাছ থেকে ফেরার সময় একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। যদিও বেশ অনেক আগে আমি সেই রেস্টুরেন্টে গিয়েছিলাম। তবে অনেকদিন পর এবার নিভৃত এবং আমার হাজব্যান্ড সহ আবারও গেলাম।
ডাক্তারের কাছ থেকে সরাসরি সেখানে চলে গেলাম। এই রেস্টুরেন্টের নাম ছিল ফুড ফরেস্ট। এখানে ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর। সিম্পল এর মধ্যে এত সুন্দর করে ডেকোরেট করেছে যা দেখেই বেশ ভালো লাগে। আসলে হাতে বেশি সময় ছিল না তাই অল্প কিছুক্ষণের জন্য আমরা সেখানে গিয়ে বসেছিলাম। সেখানে যাওয়ার মূল কারণ ছিল কোল্ড কফি খাওয়া। আসলে কোল্ড কফি যদি একটু ভালো হয় সেটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ফেনীতে একটা রেস্টুরেন্ট আছে যেখানে কোল্ড কফিটা বেস্ট, খেতে খুব ভালো লাগে। আমার হাজবেন্ড একদিন ফুড ফরেস্টে গিয়েছিল। সেখানে তার কাছে কোল্ড কফিটা খেতে বেশি ভালো লেগেছে। সে জন্যই আমাকেও নিয়ে গেল সেখানে।
যাইহোক যেহেতু আমাদের সাথে নিভৃত গিয়েছিল আর তার কিছুটা কাশি ছিল তখন।এজন্য কোল্ড কফি তো কোন মতেই খেতে পারবেনা। আর বাইরের এরকম জিনিস গুলো আমরা তাকে দিই না।এ জন্য ভাবলাম ওর জন্য অন্য কিছু অর্ডার করা যাক। তাই ফ্রেঞ্চ ফ্রাই প্রায় অর্ডার দিলাম। আসলে নামের ফ্রেঞ্চ প্রায়ই বলা যায়। কারণ এগুলো রেস্টুরেন্টে খেলে অনেক টাকায় বিল আসে,মোটে একটা আলু দিয়েই হয়ে যায় হাহাহা। তবুও ওর জন্য অন্য কোন কিছুই পেলাম না তাই ভাবলাম এটাই অর্ডার দিয়ে দেই।
বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম ফ্রেঞ্চ ফ্রাই এবং কোল্ড কফি একসাথে এসেছিল। তবে কোল্ড কফিটা আগে যেভাবে সার্ভ করেছিল এখন কিন্তু সেভাবে সার্ভ করে নি। এটা দেখেই তো আমার মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল। আসলে গ্লাসের মধ্যে ডেকোরেশন করে উপরে একদম ক্রিমি টাইপ করে যেভাবে দিয়েছিল সে ছবিগুলো দেখে আমার কাছে বেশ লোভ লেগেছিল। আর এত সুন্দর ডেকোরেশন আর খাবারের মান ভালো দেখেই মূলত আমার হাজবেন্ড সেখানে নিয়ে গিয়েছিল।
কিন্তু পরবর্তীতে তারা আমাদেরকে পার্সেল টাইপেই সার্ভ করে দিয়েছিল। এজন্য মূলত তাদেরকে বলা হয়েছিল তখন তারা পরবর্তীতে আবারো সেটা গ্লাসে রেডি করে নিয়ে এসেছিল। তবুও আমার হাজব্যন্ড বলছিল যে সেদিনকার মত টেস্ট এবং ডেকোরেশন কোনটাই কিন্তু ভালো হয়নি। কি আর করার ভাগ্যে যা ছিল তাই। এদিকে নিভৃত ফ্রেঞ্চ ফ্রাই খুব মজা করে খাচ্ছিল। আর আমাদেরকে বলছিল খাওয়ার জন্য। যদিও আমি দুই এক পিস খেয়েছিলাম। তবে বেশি খাইনি কারণ ফ্রেঞ্চ ফ্রাই ওর খুবই পছন্দের।
যাইহোক সেদিন সেখানে কিছু মুহূর্ত কাটিয়ে খুবই ভালো লেগেছিল। আর আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আরো ভালো লাগছে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু ডাক্তার দেখানোর পর হঠাৎ এভাবে বাইরে গিয়ে কিছু সময় কাটানো সত্যিই ভীষণ প্রশান্তির। "ফুড ফরেস্ট" রেস্টুরেন্টের বর্ণনা, কোল্ড কফির প্রতি আপনার ভালোবাসা আর নিভৃতের ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার আনন্দ।সব মিলিয়ে লেখাটিতে এক ধরনের পারিবারিক উষ্ণতা ফুটে উঠেছে। 💖কোল্ড কফির ডেকোরেশন নিয়ে আপনার ছোট্ট অভিমানটা ও বেশ বাস্তব লেগেছে।কারণ সুন্দর পরিবেশন সত্যিই খাওয়ার আনন্দ বাড়িয়ে দেয়। তবে নিভৃতকে খুশি মনে ফ্রেঞ্চ ফ্রাই খেতে দেখে যে আনন্দ পেয়েছেন, সেটাই আসলে সবচেয়ে বড় পাওয়া। 😊 আপনার লেখায় সরলতা আর আন্তরিকতার ছাপ সবসময়ই থাকে। আল্লাহ আপনাদের পরিবারকে সুস্থ রাখুন, সুন্দর মুহূর্তগুলো আরও বাড়ুক এই কামনা রইল। 🤲✨