মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
জন্ম, মৃত্যু দুটোই আল্লাহর হাতে। কিন্তু এর মাঝখানে যে সময়টা রয়েছে এই সময়টা আমাদের নিজেদের কর্ম করে যেতে হবে। কর্ম বলতে শুধুমাত্র শারীরিক কাজকর্ম গুলোকেই বোঝাচ্ছি না। এখানে আমি বোঝাতে চাচ্ছি বিধাতার জন্য করা আমল বা বিধাতার বিধান অনুযায়ী চলাফেরা করার বিষয়টাকে। কারণ জন্ম থেকে শুরু করে জীবনের শেষ সময় পর্যন্ত আমাদের সকল কর্মের হিসাবটা দিতে হবে শেষ পর্যন্ত।
আমি সর্বদা এটাই বিশ্বাস করি, যে যেমন কর্ম করবে সে ঠিক তেমন ফল টাই পাবে। হতে পারে এই ফল দুনিয়াতে পাবে। আর যদি সেটা নাও হয় তবে আখিরাতে এটা নিশ্চিত ভাবেই পাবে কারণ আখিরাতেই মূলত আমাদের দুনিয়াবী সকল কর্মের হিসাব নিকাশ করা হবে। এজন্য মূলত আমরা আমাদের জীবন অতিবাহিত করার ক্ষেত্রে সব সময় ভালো কাজগুলো করার চেষ্টা করা উচিত।
মানুষ নিজের স্বার্থের জন্য অনেক কিছুই করে থাকে। এভাবে একটা সময় স্বার্থকেন্দ্রিক আর আত্মকেন্দ্রিক হয়ে ওঠে। তখন সে নিজের মনটাকে বিষিয়ে তোলে এবং একটা সময় গিয়ে দেখা যায় তার হিসেবের খাতাটা পরিপূর্ণ হয়ে গিয়েছে অপকর্ম দ্বারা। আমরা নিজেরাই জানিনা আমরা কতটুকু পাপ করছি আর কতটুকু পূণ্য করছি। তবে আমাদের নিজ থেকে বিবেক খরচ করে সেই কাজগুলো থেকে বিরত থাকতে হবে যে কাজগুলো আমাদের জন্য শেষ সময়ে গিয়ে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
আমরা যদি সামান্যতম ভালো কাজগুলো করি তখন আমাদের মনে তৃপ্তির পাশাপাশি আমাদের হিসেবের খাতায় ভালো কাজগুলো লেখা হবে। ভালো কাজের প্রতিদান গুলো দুনিয়াতেও পাওয়া যায়। আমরা যদি কখনো ভালো কিছু পাই হয়তোবা সেটা কোন ভালো কাজের প্রতিদান ছিল। আসলে কোন প্রতিদান হোক বা না হোক মানবিকতার বোধ থেকে কাউকে কোন সহযোগিতা করলে তখন নিজের মনের মাঝে একটা আলাদা শান্তি কাজ করে।
একটা বিষয় খেয়াল করে দেখবেন, আপনি যখন বিধাতার প্রতি ইবাদত করে থাকেন তখন আপনার মন অনেকটা হালকা হয়ে যায়। শারীরিক এবং মানসিক দিক থেকে একটা প্রশান্তি অনুভব করেন। তখন আপনার কাছে মনে হবে এই দুনিয়াবি সকল কিছুই যেন ব্যর্থ। মহান বিধাতার প্রতি আমাদের আনুগত্যটাই আসলে শ্রেষ্ঠ। এটাই আমাদের তৃপ্তি দেয়। কিন্তু দুনিয়াতে যতদিন মানুষ বেঁচে থাকে সবার সাথে যদি একটা ভালো সম্পর্ক করে দিনগুলো পার করে, শেষে যখন মানুষটা না থাকে তখনও কিন্তু দেখা যায় তার কাজের ফলে সে মানুষের মাঝে বেঁচে থাকে।
একটা মানুষ যদি মানবিক দিক থেকে ভালো হয় তখন সে নিশ্চিত ভালো মনের মানুষই হয়ে থাকে। আর এই ভালো মনের মানুষগুলো সব সময় ভালো কিছুই চিন্তা করে এবং তাদের সেই হিসেবের খাতাটা পরিপূর্ণ হয় ভালো কাজ দ্বারা।তাই আমাদের সকলেরই মনের দিক থেকে মানবিক হওয়া উচিত। তাহলে আমাদের হিসেবের খাতাটায় যদি ভালো কিছু হয় তখন শেষটাও ভালো হবে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুব সুন্দর একটি টপিক্স নিয়ে আজকে আমি আপনি আমাদের সাথে শেয়ার করলেন। লেখাগুলো পড়ে খুবই ভালো লেগেছে। প্রতিটি মানুষের ক্ষেত্রে এমনটা হওয়া উচিত কারণ অর্থ সব সময় থাকে না। কিন্তু মানুষের মেন্টালিটি মানুষের চরিত্র মানুষের কর্মফল সব সময় সারা জীবন মানুষের সামনে বিরাজ করে।
হ্যা আপু ঠিকই বলেছেন অর্থ থাকে না সবসময় কিন্তু কর্ম এবং ফল সবকিছুর হিসাব থাকে।
খুবই সুন্দর বলেছেন আপু। আসলেই আমরা ভুলে যায় শেষ হিসাব টা সৃষ্টিকর্তা অর্থের ভিওিতে না কর্মের ভিওিতে করবেন। আর কর্মফল তো সবাইকে ভোগ করতে হয়। যারা ভালো কাজ করে তাদের মন সর্বদাই ভালো হয়ে থাকে। খুবই চমৎকার লিখেছেন আপু।
আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।