স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
আজকে আমি আপনাদের মাঝে বেশ কিছু অনুভূতি শেয়ার করব। যেগুলো একদমই ভিন্ন ভিন্ন অনুভূতিতে লেখা। যেহেতু অনুভূতি ভিন্ন তাই এই কবিতাগুলো সম্পর্কে ভিন্নভাবে কোন মতবাদ লিখলাম না।কারণ প্রতিটা কবিতা আলাদা আলাদা অনুভূতি নিয়েই লেখা।অনুকবিতা লিখার মজাটাই আলাদা।কারণ অগোছালো কিছু লাইন যখন মনের মাঝে ঘুরপাক খায় তখন সেটা দিয়ে একটা কবিতা লিখা যায় না।কিন্তু অনুকবিতা লিখা যায় খুব সুন্দর করে। আর এই অনুকবিতাগুলো কয়েকটা লেখার পর একটা পোস্ট করে ফেলা যায়। আর ঠিক সেভাবেই কিছু অনুকবিতা লেখার পর আজকে পোস্ট করতে চলে আসলাম।
(১)
নিরবে বসে আছি একা,
নিঃসঙ্গতা আমায় রেখেছে ঘিরে,
একাকিত্বে আমি খুঁজে পেয়েছি ঠাঁই,
আমি আজও একা আমার আপন নীড়ে,
নেই কোনো অভিযোগ নেই অঙ্গীকার,
আমার আমি অনেক দামী নিজে করি আবিষ্কার।
(২)
জোনাক জ্বলে রাতের আকাশ করে আলোকিত,
নিবু নিবু হয়ে সে জ্বলছে অবিরত,
দূর দূরান্তে জোনাক পোকা উড়ছে নিজের মত,
আলোর প্রভা দিচ্ছে আবার চলছে ঘূর্ণির মত।
(৩)
জীবন যুদ্ধে আমি জিতেছি বহুবার,
জীবনের মানে খুঁজতে গিয়ে হারাচ্ছি বারংবার,
জ্বলেছি পুড়েছি হয়েছি ক্ষত, দেখেনি তো কেউ,
সফল হলে পাশে হয় কত মানুষের ঢেউ,
দুখের সাথী সবাই হয় না মানতে হবে নিজেকে,
সফলতা আসলে তবে ভোগ করবে সবেতে।
(৪)
তোমার মায়াভরা মুখ আমার ভালোলাগা,
তোমার চোখের চাহনী আমার নিশ্চুপ থাকা,
তোমার কথার মাঝে হারিয়ে যাই আমি,
ভালোবাসি তোমায় বলতে নাহি পারি।
(৫)
এই ধরা যেন নিশ্চুপ হয়ে আছে,
ছলা কলা হচ্ছে কত আশেপাশে,
দেখেও যেন না দেখার ভান হচ্ছে কত শত,
বিচার নেই আচার নেই চলছে অবিরত,
এমন করে এই ধরনী যাচ্ছে রসাতলে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপনার অনু কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর ভাষায় কবিতা লিখেছেন। যার কারণে কবিতা গুলো পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মনের অনুভূতি প্রকাশের সবচেয়ে ভালো মাধ্যম কবিতা। সবাই সেটা পারেনা। যারা পারেন তারা কবি। আপনার আজকের অণুকবিতা গুলো বেশ সুন্দর হয়েছে। ৫ টি কবিতায় ৫ রকমের স্বাদ। বেশ ভালো লেগেছে আমার। আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে আপনার লেখা স্বরচিত একগুচ্ছ অনু কবিতা শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটা লাইন খুবই সহজ সরল ভাষায় আমাদের মাঝে তুলে ধরেছেন। কবিতার মাধ্যমে আপনি আপনার অনুভূতিগুলো খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার অনু কবিতা গুলো আমার অনেক ভালোলাগে। খুবই সুন্দরভাবে এবং ছন্দে মিলিয়ে অনু কবিতাগুলো লিখে থাকেন। আজকের কবিতাগুলো পড়ে যেন মুগ্ধ হলাম।
আপনার অনু কবিতা গুলোর লাইনগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর টপিক নিয়ে এই অনু কবিতা গুলো লিখেছেন আপনি। অনু কবিতাগুলোর প্রত্যেকটি লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে। আসলে অনু কবিতা লাইন পড়ে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন কবির কবিতা পড়ছি। বেশ ভালো লেগেছে আমার কাছে।
এত সুন্দর টপিক তুলে ধরে অনু কবিতা গুলো লিখেছেন দেখে আমার কাছে খুব ভালো লাগলো। ভিন্ন ভিন্ন অনুভূতি এভাবে কবিতার লাইন এর মাধ্যমে তুলে ধরলে কিন্তু সেগুলো পড়তে ভালোই লাগে। এত সুন্দর করে সবগুলো অনু কবিতা লিখে সবার মাঝে ভাগ করে নিলেন। এজন্য অনেক অনেক ধন্যবাদ আপু। আপনার লেখা অনু কবিতা সব সময় পড়ার জন্য অপেক্ষায় থাকলাম।
একেক স্বাদের কবিতা নিয়ে আজকের অনু কবিতাগুলো সাজিয়েছেন। প্রত্যেকটি কবিতা দারুন হয়েছে। কবিতার প্রত্যেকটি লাইন মন ছুঁয়ে যায়। জীবনযুদ্ধে জিতেছে আমি বহুবার কবিতাটি আমার কাছে বেশি ভালো লেগেছে। কবিতাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু আপনি তো দেখতেছি চমৎকার অনুভূতি দিয়ে কিছু অনু কবিতা লিখেছেন। আসলে মনের ছোটখাটো অনুভূতি দিয়ে অনু কবিতা লিখলে পড়তে বেশ ভালোই লাগে। তবে আপনার অনু কবিতাগুলো এমনিতে চমৎকার হয়। সুন্দর মনের সুন্দর ভিন্ন ভিন্ন অনু কবিতায় লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
আপনার কবিতাগুলো প্রায় সময় পড়া হয় আপু। বেশ দারুন আপনি। বরাবরের মতোই আজকের কবিতা গুলোও সুন্দর ছিল। বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় অনুকবিতা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। অনেক ধন্যবাদ চমৎকার কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।