ভিন্ন ভিন্ন ছবিতে আজকের ব্লগ। রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ7 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

আজকে চলে এলাম কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। আসলে রেনডম ফটোগ্রাফি পোস্ট গুলো করতে একটু আলাদাই ভালো লাগে। কারণ বিভিন্ন জায়গার, বিভিন্ন মুহূর্তের ছবিগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি এবং স্মৃতিচারণ করতে পারি। ছবি মূলত আমাদের পুরনো মুহূর্তগুলোকে মনে করিয়ে দেয়। আর সেখানে কাটানো সুন্দর মুহূর্ত গুলো আবারও মনে করতে পারলে বেশি ভালো লাগে। যাইহোক খুব বেশি কথা না বাড়িয়ে আজকে রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা যাক।



নয়নতারা


IMG-20250120-WA0031.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

প্রথমে শেয়ার করছি গোলাপি রঙের নয়নতারা ফুল। সাধারণত সাদা রঙের নয়নতারা ফুলগুলো সচরাচর দেখা যায়। তবে ভিন্ন ভিন্ন কালারের নয়ন তারা গুলো একমাত্র নার্সারিতে গেলেই দেখা যায়।এটা নার্সারি থেকে তোলা একটা ফটোগ্রাফি। আসলে এই ফুলের উপরে যখন কুয়াশা পড়ে ছিল তখন দেখতে দারুণ লাগছিল। আর একটা ফুল দেখার কারণে বেশি আকর্ষণীয় লাগছিল। এজন্য একটা ছবি তুলে নিলাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম।



পেরুভিয়ান লিলি


IMG-20221027-WA0061.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

অ্যালস্ট্রোমেরিয়া লিলি নামেই পরিচিত এই ফুল।পাশাপাশি পেরুভিয়ান লিলিও বলা হয়।যদিও এই নামটা আমি সার্চ করে নিয়েছি কারণ এই ফুলগুলো সচরাচর তেমন একটা দেখা যায় না। নার্সারিতে গেলেই এ ফুল গুলো দেখা যায়। তাই তো ছবি তুলে নিলাম। আসলে এটা দেখতে এত সুন্দর লাগছিল যে অনেকগুলো ছবি তুলেছি। তার মাঝ থেকে একটা ছবি আপনাদের মাঝে শেয়ার করেছি।



হলুদ গোলাপ


IMG-20221009-WA0009.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12



এই ছবিটা অনেক আগের তোলা। মোবাইলে যখন ছবি দেখছিলাম কি শেয়ার করা যায় তখন দেখলাম গোলাপটা, অনেকগুলো ছবি আছে। সেখান থেকে একটা গোলাপের ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার কাছে ভীষণ ভালো লাগে এটা। ছোট জাতের গোলাপ এগুলো।এর উপরে দারুন কুয়াশা পড়ে দারুণ লাগছিল। এক কথায় অসাধারণ একটি ফুল ছিল। খুব পছন্দের গোলাপটা আপনাদের মাঝে শেয়ার করলাম।



গাঁদা ফুল


IMG-20250121-WA0031.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12



একটা সময় ছিল যখন গাঁদা ফুল গুলো সবার বাড়িতে কমবেশি থাকতো। কিন্তু বর্তমান সময়ে গাঁদা ফুলগুলো তেমন একটা দেখা যায় না। এই ছবিটা নার্সারি থেকে তোলা। ফুলগুলো একসাথে সারিতে অনেকগুলো ফুল ফুটে আছে। আর দেখতেও অসাধারণ লাগছিল। একটা ছবি তুলে নিয়েছিলাম। আর এটা চোখে পরতেই ভাবলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করে ফেলি।



ভারবেনা হাইব্রিডা


IMG-20250120-WA0062.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12



ভারবেনা হাইব্রিডা জাতের অনেকগুলো ফুল দেখেছি। আর অনেকগুলো ছবিও তুলেছিলাম। তবে আজকে আপনাদের মাঝে সাদা রঙের ফুলগুলো শেয়ার করলাম। আসলে এগুলো নার্সারি থেকে তোলা ছবি। ছবিগুলো যখন দেখছিলাম তখন অনেকগুলোই ছিল। ভাবলাম একটা ছবি আপনাদের মাঝে শেয়ার করা যায়। কারণ এই ফুল গুলোর সুগন্ধ না থাকলেও দেখতেই দারুন লাগে।



গোলাপ


IMG-20250120-WA0001.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12

এই গোলাপ ফুলটাও দেখতে দারুণ লাগে। দুটো কালারের সমন্বয়ে এই গোলাপ ফুলের বৈশিষ্ট্য। এটা লাল এবং কমলা রং মিশ্রিত একটি গোলাপ ফুল। দেখতে দারুন লাগে। একটু ডার্ক মোডে ছবিটা তুলেছিলাম। তবে আমার কাছে বিভিন্ন গোলাপের মধ্যে হলুদ গোলাপ, সাদা গোলাপ এবং এই ভিন্ন কালারের গোলাপ টাই বেশি ভালো লাগে। এরকম গোলাপ আমি আমার নানার বাড়িতেও দেখেছিলাম। তবে এটা নার্সারি থেকে তোলা ছবি।



জিনিয়া


IMG-20221027-WA0092.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12

জিনিয়া ফুল যেটা সবারই পরিচিত কমবেশি বিভিন্ন জায়গায় জিনিয়া ফুলগুলো দেখা যায়। তবে জিনিয়া ফুলের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্যের ফুল রয়েছে। যেগুলো আসলে নার্সারিতে গেলে দেখা যায়। এই ফুলটিও সেই জাতের মধ্যে একটি। এগুলো অনেক পাপড়িযুক্ত ফুল। এটা একদম গাঢ় গোলাপি রঙের একটি ফুল। যেটা দেখতেই খুব বেশি ভালো লাগছিল।



সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

পোস্টের বিবরণ

ধরনফটোগ্রাফি প্রতিযোগিতা
ফটোগ্রাফার@bristy1
ডিভাইসSamsung Galaxy A12
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 7 months ago 

এই লিলি ফুলটা আগে কখনো দেখিনি। কি অপূর্ব দেখতে। আজকে আপনার পোস্ট করা প্রতিটা ফুল কিন্তু অসাধারণ লাগলো। বেশ কিছু চেনা ফুলের মাঝখানে লিলি ফুল নজর কেড়ে নিয়েছে। আমাদের ফটোগ্রাফি বিভাগের কারণে অনেক রকম নতুন কিছু দেখতে পাই।

 7 months ago 

জি আপু ফটোগ্রাফি শেয়ার করার মাধ্যমেই তো বিভিন্ন রকম ফুল এবং ছবি শেয়ার করা হয়ে থাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 months ago 

ফটোগ্রাফির এই একটা বিষয় আমার খুব ভালো লাগে। এগুলো দেখে পুরনো দিনের স্মৃতি মনে পড়ে যায়। যাই হোক আপনার আজকের ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। বিশেষ করে কুয়াশাভেজা নয়ন তারা ফুলটি বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 7 months ago 

হ্যাঁ আপু পুরনো স্মৃতি মনে করতে এই ফটোগ্রাফি একদম বেস্ট।

 7 months ago 

শিশির ভেজা যে কোন ধরনের ফটোগ্রাফী গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে শিশির ভেজা কিছু ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্ৰাফী একদম মনোমুগ্ধকর ছিল। দারুন ভাবে ফটোগ্রাফী গুলো আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করেছেন।

 7 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আসলে ফটোগ্রাফি করতে ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করা হয়।

 7 months ago 

আমার তো মাথা ঘুরেই গেল আপনার আজকের ফটোগ্রাফি দেখে। আপনি বেশ দারুন করে আজকের ফটোগ্রাফি পোস্টটি বর্ণনা সহ আমাদের মাঝে তুলে ধরেছেন। প্রতিটি ফটোগ্রাফি কিন্তু অসাধারণ ছিল। ধন্যবাদ এমন ‍সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 7 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু আমার ফটোগ্রাফি গুলো দেখার জন্য।

 7 months ago 

ওয়াও আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করছেন।এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দরভাবে বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 7 months ago 

ফটোগ্রাফি গুলো দেখলে অনেক কিছু মনে পড়ে যায় যেগুলো আপনাদের মাঝে তুলে ধরি।

 7 months ago 

অনেক সুন্দর ফুলের রেনডম ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন আপু আপনি। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে। আপনার করা ফটোগ্রাফি পোস্ট আসলেই অনেক বেশি সুন্দর হয় ।ফটোগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন আপু আপনি। সুন্দর এই ফুলের রেনডম ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 7 months ago 

ধন্যবাদ আপু, প্রতিনিয়ত আমার পোস্ট গুলো দেখার জন্য ভালো লাগলো মন্তব্য দেখে।

 7 months ago 

ওয়াও আজকের আপনার প্রতিটি ফটোগ্ৰাফি অসাধারণ হয়েছে আপু। ফুল সৌন্দর্যের প্রতীক এবং পবিত্রতার প্রতীক। ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আপনি ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন দেখছি সব মিলিয়ে দারুন হয়েছে আপু।

 7 months ago 

জ্বী ভাইয়া ফুল সবাই ভালবাসে। আর ফটোগ্রাফি করতেও খুব ভালো লাগে আমার কাছে।

 7 months ago 

শীতের সময় মানেই বিভিন্ন জাতের ফুলের সমাহার। ফুলের ফটোগ্রাফি সব সময় আমি অনেক বেশি পছন্দ করি। কারণ ফুল হলো সৌন্দর্যের প্রতীক। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লেগেছে আপু । সবথেকে বেশি ভালো লেগেছে প্রথমের নয়ন তারা ফুলের ফটোগ্রাফি। প্রতিটি ফুলের ফটোগ্রাফি বিস্তারিতভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।

 7 months ago 

শীতের সময়ে অনেক জাতের ফুল দেখা যায়। যেগুলো চোখের সামনে দেখলেই যেন মাথা ঘুরে যায়।

 7 months ago 

সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন বিশেষ করে সবশেষে শেয়ার করা গোলাপ ফুল এবং জিনিয়া ফুলের সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। টকটকে ফুলের পাপড়ি গুলো যে কাউকে আকৃষ্ট করবে।

 7 months ago 

ফুলের সৌন্দর্য সব সময় মানুষকে আকর্ষণ করে এজন্যই তো ফটোগ্রাফিতে তুলে ধরা হয়।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 110716.57
ETH 4295.49
USDT 1.00
SBD 0.82