" লাউ শাক, আলু ও ডিম দিয়ে সুস্বাদু রেসিপি " || ১০ % বেনিফিসিয়ারি সাইফক্স এর জন্য
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম / আদাব
আজ ২৫ ভাদ্র -১৪২৯ বঙ্গাব্দ-রোজ শুক্রবার - ৯ সেপ্টেম্বর |
---|
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
আপনারা সবাই কেমন আছেন। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ তায়ালার ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। |
---|
সম্পূর্ণ তৈরি রেসিপি
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে এসে হাজির হলাম নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে লাউ শাক, আলু ও ডিমের মিশ্রণে মজাদার এবং সুস্বাদু রেসিপি শেয়ার করব। এই রেসিপি খেতে অসম্ভব ভালো লাগে। গ্রাম বাংলার মানুষ প্রায় সময় খেয়ে থাকে। লাউ শাক, আলু ও ডিমের মিশ্রণে এই রেসিপি এর আগেও আমি কখনো খাইনি গতকাল আমি প্রথম খেয়েছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের সবার কাছে আমার তৈরি এই রেসিপি অনেক ভালো লাগবে । তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক মজাদার লাউ শাক, আলু ও ডিমের রেসিপি। |
---|
প্রয়োজনীয় উপকরণ
প্রয়োজনীয় উপকরণ
ক্রমিক নং | উপকরণ | পরিমাণ |
---|---|---|
১. | লাউ শাক | পরিমাণ মতো |
২. | আলু | ৪ টি |
৩. | ডিম | ২ টি |
৪. | পেঁয়াজ বাটা | পরিমাণ মতো |
৫. | মরিচ বাটা | পরিমাণ মতো |
৬. | লবণ | স্বাদমতো |
৭. | হলুদ গুঁড়া | ১ চা চামচ |
৮. | জিরা বাটা | পরিমাণ মতো |
৯. | তেল | পরিমাণ মতো |
১০. | রসুন বাটা | ১ চা চামচ |
রান্না করার প্রক্রিয়া
রান্না করার প্রক্রিয়া
ধাপ ১
ধাপ ১
![]() | ![]() |
---|
প্রথমে আলু গুলো লম্বা করে কেটে নেই। এরপর একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে আলু গুলো ভালো ভাবে সিদ্ধ করে নেই। আলু গুলো সিদ্ধ করে নেওয়ার পর এভাবে মিশিয়ে নেই।
ধাপ ২
ধাপ ২
![]() | ![]() |
---|
কাঁচা মরিচ ও পেঁয়াজ এভাবে কুচি করে কেটে নেই। এরপর পরিমাণ মতো লবণ ও ডিম দিয়ে ভালো ভাবে নেড়ে দেই।
ধাপ ৩
ধাপ ৩
![]() | ![]() |
---|
কড়াই এর মধ্যে পরিমান মতো তেল দিয়ে নেই। তেল গরম হয়ে এলে ডিম দিয়ে নেই। এরপর ভালোভাবে ভেজে নেই।
ধাপ ৪
ধাপ ৪
![]() | ![]() |
---|
লাউ শাক গুলো ভালো ভাবে ধুয়ে নেই রান্না করার জন্য। এরপর কড়াই এর মধ্যে দিয়ে নেই ।
ধাপ ৫
ধাপ ৫
![]() | ![]() |
---|
কড়াই এর মধ্যে পরিমান মতো সব মশলা গুলো দিয়ে নেই। এরপর ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেই।
ধাপ ৬
ধাপ ৬
![]() | ![]() |
---|
আলু গুলো কড়াই এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেই। ভালো ভাবে কষিয়ে নিয়ে ডিম গুলো ছোট ছোট করে কেটে নিয়ে কড়াই এর মধ্যে দিয়ে নেই। এরপর ভালোভাবে হয়ে এলে নামিয়ে নেই।
অবশেষে তৈরি হয়ে এলো লাউ শাক, আলু ও ডিম দিয়ে সুস্বাদু রেসিপি। আশা করি আমার তৈরি রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আপনাদের মহা মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন।
রেসিপি | লাউ শাক, আলু ও ডিম দিয়ে সুস্বাদু রেসিপি |
---|---|
ছবি তোলার মাধ্যম | Realme c1 |
ফটোগ্রাফার | @bobitabobi |
লোকেশন | বাংলাদেশ |
আমি মোছাঃ ববিতা আক্তার বিথী। আমার ইউজার নেম @bobitabobi। আমি পেশায় একজন ছাত্রী। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। এই বাংলায় জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমার ভালো লাগে বাংলায় কথা বলতে। এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবে। আমি যেন আগামীতে আরো অনেক সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে
ধন্যবাদ সবাইকে
Hello friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
This post was selected for Curación Manual (Manual Curation)
@tipu curate
Upvoted 👌 (Mana: 1/7) Get profit votes with @tipU :)
অবশ্যই ভাইয়া একদিন তৈরি করে খেয়ে দেখবেন
লাউ শাক আলু ডিম দিয়ে সুস্বাদু রেসিপি আমার কাছে একদম ইউনিক লেগেছে। এই রেসিপি এর আগে কখনো খাওয়া হয়নি। ডিম আমার খুবই প্রিয়। ডিমের অনেক ধরনের রেসিপি খেয়েছি। এভাবে লাউ শাক আলু ডিমের রেসিপি এই প্রথম দেখলাম আপনার থেকে একটা নতুন রেসিপি শিখতে পারলাম। অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল
ওয়াও আপু লাউ শাক দিয়ে ডিমের অসাধারণ রেসিপি শেয়ার করেছেন। দেখে লোভ লেগে গেল। এভাবে কখনো তৈরি করা হয়নি। আশাকরি তাড়াতাড়ি এভাবে একদিন তৈরি করব।আমার গাছে অনেক লাউ শাক রয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অবশ্যই আপনি একদিন বাসায় তৈরি করবেন আপু ধন্যবাদ আপনাকে
আমাদের এই গ্রাম অঞ্চলে এই রেসিপি গুলো বেশিরভাগ দেখা যায়। লাউ শাক আলু ও ডিমের মিশ্রণে রেসিপি টি খুবই সুস্বাদু হয়েছে দেখে মনে হচ্ছে। এত সুন্দর একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জি ভাইয়া খেতে অনেক সুস্বাদু হয়েছে
শাক দিয়ে মাছ রান্না করে খেয়েছি অনেক। তবে ডিম দিয়ে কখনো রান্না করা হয়নি। আমার মনে হচ্ছে ভিন্ন ধরনের এই রেসিপি খেতে বেশ ভালোই লাগবে। আপনি অনেক সুন্দর ভাবে এই রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরেছেন। আমি অবশ্যই ডিম দিয়ে এই মজার রেসিপি তৈরি করে খেয়ে দেখব আপু। ধন্যবাদ আপনাকে।
আপনি একদিন বাসায় খেয়ে দেখবেন আপু খেতে অনেক মজা লাগবে।
লাউ শাক আলু দিয়ে এমনিতেই ভালো লাগে। তাতে আবার দেশি মাছ ও ডিম হলে সোনায় সোহাগা। আপনি আপনার লাউ শাক, আলু ও ডিম দিয়ে সুস্বাদু রেসিপি খুবই অসাধারণ ভাবে করেছে। এটা খুবই টেস্টি হবে। দেখতে অনেক সুন্দর লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
জি ভাইয়া খেতে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল
ডিম দিয়ে লাউ শাক কখনো রান্না করে খেয়ে দেখিনা। তবে আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে এটা খেতে অনেক সুস্বাদু। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে রেখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর মন্তব্য করার জন্য