মেটাভার্স আর NFT হতে চলেছে গেমিং জগতে এক বড় ধামাকা।।জানুয়ারী ,২০২২।।

in আমার বাংলা ব্লগ3 years ago

image.png
উৎস


বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন।মেটাভার্স
নিয়ে আমি দ্বিতীয়বার কিছু শেয়ার করতে চলেছি।আপনারা মোটামুটি অবগত হয়েছেন যে মেটাভার্স আসলে কি?একদম সহজ ভাবে বলতে গেলে মেটাভার্স হলো সমান্তরাল একটি ভার্চুয়াল জগৎ।web3 এর অন্যতম একটি ফিচার হতে চলেছে এই মেটাভার্স।আমাদের এই বাস্তবিক জগৎ কে আরো সংক্ষিপ্ত আরো গতিশীল করার এক অত্যাধুনিক প্রযুক্তি হলো মেটাভার্স।কৃত্রিম বুদ্ধিমত্তা ব্লকচাইন ও মেটাভার্স সম্মিলিত ভাবে আগামী দিনগুলিকে আমূল পাল্টে দিতে চলেছে।

সম্প্রতি এই মেটাভার্স নিয়ে কাজ করার জন্য পুরো কোম্পানির নামটাই পাল্টে মেটা রেখেছেন মার্ক জুকারবার্গ।আগামী কয়েক দশকের মধ্যে এই মেটাভার্স সম্পূর্ণ রূপে আসতে চলেছে।তবে শুধু মেটা(ফেসবুক)র একার প্রচেষ্টায় এই বিশাল ও জটিল প্রযুক্তি সম্পূর্ণ রূপে ডেভেলপ করা সম্ভব নয়।মাইক্রোসফট apple নিয়ানটিক Nvidia epic games এর মতো কোম্পানি গুলো কে ও এগিয়ে আসতে হবে।এই মেটাভার্স এর কারণে সভ্যতার বিকাশ আরো বেশি দ্রুত হবে।

বন্ধুরা আজকে আমি gaming জগতে মেটাভার্স এর প্রয়োগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো।gaming জগতে live interaction ও virtual avatar ফিচার এনেছে ব্যাপক জনপ্রিয়তা।তার উৎকৃষ্ট উদাহরণ pubg mobile যাতে মানুষ এতটাই আসক্ত ছিলো যে আইন করে এই game বন্ধ করা হয়েছে।পরে অবশ্য ভারতে শর্ত সাপেক্ষে এই game পুনরায় আবার চলছে।শুধু pubg নয় এখন অনেক game এই ফিচার রয়েছে।


কয়েকটি মেটাভার্স গেম

Decentraland
The sandbox
Gala
Roblox
Fortnite
Minecraft

NFT গেম থেকে মেটাভার্স

image.png

উৎস
Non fungible token (NFT) এখন একটি বিশাল জিনিস এই ক্রিপ্টোকারেন্সি জগতে।এই অবিনিময়যোগ্য প্রযুক্তি ডিজিটাল asset কে দিয়েছে আরো বেশি authentication ও নিরাপত্তা।গেম এর ক্ষেত্রে NFT basically ডিজিটাল প্রোডাক্ট বা item যা একটি মার্কেট আছে এবং সেখানে ট্রেড করা যায়।এবং এই item গুলো game এ ব্যবহার করা যায়।গেম এ NFT নিয়ে মূলত মাতামাতি শুরু হয়েছিল Axie Infinity গেম নিয়ে।আর একটা কথা বলে রাখি এই NFT খুব সম্প্রতি ব্যাপকতা লাভ করেছে তাই এই প্রযুক্তি কে বোঝার জন্য বা জানার জন্য এখনো বিশেষ কোনো দেরি হয়নি।

মেটাভার্স গেম NFT গেম থেকে কোনো আলাদা কিছু নয়।বরং বলা যায় NFT এর সাথে মেটাভার্স ইন্টিগ্রেটেড একটি gaming বাতাবরণ আসতে চলেছে।মেটাভার্স ও NFT সম্পূর্ণ রূপে unique ও ডিজিটাল একটা বিষয়।একজন gamer এর বাস্তব জগতের সাথে ডিজিটাল জগতের মধ্যে ব্রীজ তৈরি করাই মেটাভার্স এর মূল লক্ষ্য।gamer এ ব্যবহৃত বিভিন্ন item NFT এর মাধ্যমে third পার্টি apps এর মধ্যে ট্রেড করা যায় এবং অনেক লাভবান হওয়া যায়।

মেটাভার্স প্রথম পর্ব: https://steemit.com/hive-129948/@blacks/76qnrr


|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
break.png
standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
break.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

image.png






Sort:  
 3 years ago 

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্লকচাইন ও মেটাভার্স সম্মিলিত ভাবে আগামী দিনগুলিকে আমূল পাল্টে দিতে চলেছে।

খুবই দারুণ এবং যথার্ত বলেছেন আপনি আর এই ব্যাপারেও আমি আপনার বক্তব্যের সাথে সহমত পোষন করছি, আগামী দিনগুলো হবে আরো বেশী প্রযুক্তি নির্ভর এবং আনন্দময়। বাস্তবতার সাথে ভার্চুয়াল জীবনের দারুণ একটা সেতু বন্ধন তৈরী হবে। ধন্যবাদ

 3 years ago 

একদম সহজ ভাবে বলতে গেলে মেটাভার্স হলো সমান্তরাল একটি ভার্চুয়াল জগৎ ।

তথ্যবহুল।

 3 years ago 

যতদিন যাচ্ছে ততই আমরা সহ পুরো বিশ্বই প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে।তবে অবশ্যই এটি আনন্দের আর অনেক কিছু শিখার ও রয়েছে।

 3 years ago 

ভাবতেই খুব ভালো লাগে যে আমাদের সামনের দিন গুলো কতোটা উন্নত। আর এই প্রযুক্তির সাথে আমরা ও তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের প্রতিটি কাজ প্রযুক্তির উপর নির্ভর করছে ,ভাবতে যদিও অনেক সহজ মনে হচ্ছে তবে ততোটা সহজ না আবার ততোটা কঠিন ও বিষয় না। তবে সব কিছুকেই নিজের আয়ত্তে আনতে হবে।

 3 years ago 

আসলে গেমিং ইন্ডাস্ট্রি গুলোতে মেটাভার্স যে কত বড় একটি পরিবর্তন আনতে যাচ্ছে তা এখন মোটামুটি পরিষ্কার। এখন শুধু কল্পনা করছি যে বিষয়গুলো কত দারুন হতে যাচ্ছে। চোখে একটি ভি.আর লাগিয়ে হারিয়ে যাব নিজের কল্পনার দুনিয়ায়। আর গেমিং ফিল্ডে হয়তো সরোজমিনে উপস্থিত থেকে খেলার মতন ফিলিং ও পাওয়া যাবে।

এখন শুধু সময়ের অপেক্ষা।।।

 3 years ago 

প্রযুক্তিগুলি এতটাই পরিবর্তন আনছে এবং দ্রুত সমৃদ্ধ করছে বাস্তবিক জগৎকে যা সত্যিই অভাবনীয়।এই সব গেম খেলার মধ্যে দিয়ে মানুষ নিজের কল্পনা শক্তিকে জাগ্রত করতে পারবে।অনেক কিছু জানতে পারলাম,ধন্যবাদ দাদা।

 3 years ago 

দাদা আমি গেমিং প্রযুক্তিগুলো সম্পর্কে খুব বেশি খোঁজ রাখি না। তবে এটুকু জানি গেমিং জগতে খুব দ্রুতই পরিবর্তন হয়ে চলেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ভার্চুয়াল রিয়েলিটির ক্রমোন্নতির কারণে এখন সবকিছুই অনেক বাস্তবসম্মত ও অনুভূতিপ্রবণ।

 3 years ago 

দাদা গেমিং জগতে আমার খুব একটা যাওয়া হয়নি। বলতে গেলে প্রায় কিছুই জানিনা। কিন্তু আপনার তথ্য বহুল লেখাটি পড়ে বেশকিছু জিনিস জানতে পারলাম। আমি আগেও শুনেছিলাম মেটাভার্স বিশাল একটা উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। যেখানে ভার্চুয়ালি আমরা বিলং করবো। পুরোটা 3d গেম এর মতো লেগেছে আমার কাছে।
আসলেই আমরা একদম চরম উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটা লেখা উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

গেমের জগৎ এবং আমাদের এই ভার্চুয়াল জগতের আমূল পরিবর্তন আনতে চলেছে এই মেটাভার্স প্রযুক্তি। আগামী সময়গুলোতে ভার্চুয়াল জগতে রিয়েল লাইফের মত অনেক ফিলিংস পাওয়া যাবে এবং গেমিং হবে একেবারে বাস্তব অংশগ্রহণ করার মত। মেটাভার্স প্রযুক্তিগত উৎকর্ষতা সাথে সাথে মানুষের এগুলোর প্রতি যেমন আগ্রহ তৈরি হবে ঠিক তেমনিভাবে এনএফটি ভিত্তিক কার্ড বা ডিজিটাল কাজগুলোর চাহিদা অনেক বৃদ্ধি পাবে। ধন্যবাদ চমৎকার করে বিষয়গুলো সহজ ভাষায় বোঝানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68244.61
ETH 2640.30
USDT 1.00
SBD 2.69