কয়েকটি ফুলের ফটোগ্রাফি।।২৯ ,নভেম্বর ২০২১।।
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।এই মহামারীর পরিস্থিতিতে নিজে ভালো থাকা ও অন্যকে ও ভালো রাখা ভীষণ জরুরি।তো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার লেখা শুরু করছি।আজকে আমি আবারো কয়েকটি ফোটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।আজকে মূলত ফুলের ফোটোগ্রাফি আপনাদের সাথে ভাগ করে নেবো।এপার বাংলা ও ওপার বাংলা এই দুই বাংলাই প্রাকৃতিক ভাবে খুবই সমৃদ্ধশালী।
এর অপার প্রাকৃতিক সৌন্দর্য্য আর শীতল মাটির ছোঁয়া জীবনকে করে উজ্জীবিত ও উদ্ভাসিত।এই মাটির এতো মায়া যে কবি জীবনানন্দ দাশ আজীবন এই মাটির ও প্রকৃতির রূপের গুণগান করে গিয়েছেন।এই বাংলার অপার রূপে মোহিত হয়ে বিশ্বকবি রবি ঠাকুর এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে অস্বীকার করেছিলেন।কবি গায়ক শিল্পী সবাই এই বাংলাকে ভালোবেসেছেন মনের মাধুরী মিশিয়ে।
শীতকালে বিভিন্ন ফুলের বাহার লক্ষ্য করা যায়।যদিও বসন্ত কালকেই ফুলের মরশুম বলা হয়ে থাকে।তবে শীতকালে ও অনেক ফুলের মেলা বসে।সেরকমই এই শীতের হাজারো মজার ঘটনার মাঝে আমি কয়েকটি ফোটোগ্রাফি করেছিলাম।আর সেগুলো সবই ফুল কেন্দ্রিক।
আমি গিয়েছিলাম ব্যারাকপুরের একটি ফুলের উদ্যানে।মূলত আমরা কয়েক জন বন্ধুরা মিলে সেখানে একটু বেড়াতে গিয়েছিলাম সপ্তাহের শেষে।অভ্যাস বশত ক্যামেরাটা সঙ্গে নিয়েছিলাম।ফোটোগ্রাফি করার মতো মতো কোনো পূর্ব পরিকল্পনা ছিলো না।কিন্তু এখানে এসে ফুলের এতো বাহার দেখে ছবি না তুলে আর পারলাম না।আমি অনেক ছবি তুলে ছিলাম।তার মধ্যে থেকে কয়েকটি এখানে শেয়ার করলাম।
এটি একটি লেট পার্পল এস্টার
নিকন আলোক যন্ত্রের সাহায্যে ধারণ করা হয়েছে
শীতের বিকালবেলা
ফুলের মেলা
ব্যারাকপুর, পশ্চিমবঙ্গ
অপূর্ব ডালিয়ার বাহার
নিকন আলোক যন্ত্রের সাহায্যে ধারণ করা হয়েছে
শীতের বিকালবেলা
ফুলের মেলা
ব্যারাকপুর, পশ্চিমবঙ্গ
পার্পল পেটুনিয়া
নিকন আলোক যন্ত্রের সাহায্যে ধারণ করা হয়েছে
শীতের বিকালবেলা
ফুলের মেলা
ব্যারাকপুর, পশ্চিমবঙ্গ
চমৎকার কাগজী ফুল[bougainvillea]
নিকন আলোক যন্ত্রের সাহায্যে ধারণ করা হয়েছে
শীতের বিকালবেলা
ফুলের মেলা
ব্যারাকপুর, পশ্চিমবঙ্গ

অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। প্রতিটি ফুলই দেখতে খুবই চমৎকার লাগছে। আসলে সুন্দর জিনিস সবসময় সুন্দর লাগে এর জন্য কোন পূর্বপ্রস্তুতির প্রয়োজন পড়ে না। এজন্যই আপনার তোলা প্রতিটি ছবি খুবই ভালো লাগছে দেখতে। শুভকামনা রইল আপনার জন্য।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
দাদা,ঠিক বলেছেন এপার বাংলা ওপার বাংলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর।দাদা, আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে।সত্যি কথা বলতে কি দাদা আমি ফুল খুবই খুবই পছন্দ করি।তাই ফুলের ফটোগ্রাফি গুলো দেখলে খুব মন দিয়ে তাকিয়ে থাকি। ফুলের সৌন্দর্য দেখলে চোখ ফেরাতে পারি না। পৃথিবীর প্রতিটা মানুষই ফুল পছন্দ করে। দাদা, আপনার ফুলের ফটোগ্রাফির মধ্যে পার্পল পেটুনিয়া ফুলে ফটোগ্রাফি টা খুব ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ দাদা,এত সুন্দর ফুলের ফটোগ্রাফি এত সুন্দর লেখা আমাদের মাঝে শেয়ার করেছেন 😊😊
আপনার করা ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর লেগেছে। এই ধরনের ফুল স্বচোখে দেখা হয়নি।যা আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেলাম। আপনার ফটোগ্রাফির মাধ্যমে ফুল গুলোর সৌন্দর্যতা ভালোভাবে উপলব্ধি করেছি। ❤️❤️
যে পারেন, তারে পুর্ব প্রস্তুতি নিতে হয় না। কিছু দেখলেই মনটা খুদ মুদ করে ছবি তুলতে। প্রেমিকের চোখে, সবই প্রেমিকা হিসেবে ভেসে উঠে। প্রসংশা পাওয়ার যোগ্য বলে বিবেচিত। আশির্বাদ কামনায়........
চমৎকার চমৎকার ফুলের সমারোহ, আপনার ফটোগ্রাফিতো সব সময় অসাধারণ হয়।একমাত্র বোনাস ফুল ব্যতীত সবগুলো ফুল আমার পরিচিত,আর সবগুলো ফুল দেখতে খুবই চমৎকার লাগছে।অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার ফটোগ্রাফি মানেই অসাধারণ একটি ব্যাপার ।আপনার ফটোগ্রাফির মাধ্যমে আমরা অনেক সুন্দর ভাবে একটি জিনিস কে দেখতে পাই। আজকে আপনি অনেক সুন্দর ভাবে ফুল গুলোকে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন ।সবগুলো ফুল অসাধারণ হয়েছে আমার কাছে খুবই ভাল লেগেছে ।ধন্যবাদ দাদা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বাংলার মাটির মিষ্টি গন্ধ ও প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে কবিরা তাদের কবিতার লাইন খুঁজে পায়। মুক্ত প্রকৃতির মাঝে খুঁজে পায় তাদের মনের আবেগ। আর কবি-সাহিত্যিকরা প্রকৃতির মনমুগ্ধকর সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে লিখে ফেলে তাদের কবিতাগুচ্ছ। আর ফুল হল প্রকৃতির অপরূপ দান। ফুলের সৌন্দর্য সবসময়ই ভালো লাগে। আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে ফুলের অপরূপ সৌন্দর্য তুলে ধরেছেন। বিশেষ করে নীল রঙের পেটুনিয়া ফুল আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে দারুন কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
সব ফুলের ছবি গুলোই সুন্দর হয়েছে তবে পার্পল পেটুনিয়া ফুলটি সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
দাদা আপনি এতো সুন্দর ফটোগ্রাফি গুলো উপহার দিয়েছেন। তার সাথে আপনার কবি কবি ভাব অনেক সুন্দর উপস্থাপনা সত্যিই মন জয় করে নিয়েছেন আপনি অনেক আগেই। তবুও বলতেই হয় আপনাদের লেখা গুলো একবার নয় বার বার পড়তে ইচ্ছে করে। কারন আপনারা খুব সুন্দর করে লাইন বাই লাইন মিলিয়ে লিখতে পারেন। যা আমাদের পক্ষে সম্ভব হয় না। আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আমাদের সাথে এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ভালোবাসা অবিরাম দাদা।