অতীত বর্তমান কে শক্তিশালী করে।।০১ জুন ২০২২।।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো বন্ধুরা,কেমন আছেন।আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে আমার কিছু ব্যাক্তিগত অভিমত বা কিছু নিজস্ব দৃষ্টিভঙ্গি শেয়ার করবো।যাই হোক বন্ধুরা আপনারা কি একটা বিষয় খেয়াল করেছেন,যে আমরা আমাদের প্রতিনিয়ত জীবনে যা কিছু পাচ্ছি তার থেকে অনেক অনেক বেশী হারিয়ে ফেলছি?

☘️☘️☘️☘️☘️



image.png

Source

হয়তো এটাই জীবনের নিয়ম, হারাতে হারাতে কিছু পাওয়ার মাঝে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়।পাওয়া আর না পাওয়ার হিসাব প্রত্যেকের জীবনেই আছে।আমরা কেউ সেই সব নিয়ে অনেক বেশি সচেতন আবার কেউ একদম সচেতন নই।যিনি সচেতন তার জীবন যেমন কেটে যাচ্ছে তেমনি যিনি একদমই সচেতন নন তার জীবন ও কিন্তু কেটে যাচ্ছে।তাই শুধু বেঁচে থাকাটাই স্বার্থকতা নয়।বাঁচার মতো বেঁচে থাকার চেষ্টা আমাদের সবারই করতে হবে।

অতীত থেকে কিছু কথা


image.png

Source

অতীত নিঃসন্দেহে সব সময় সুখকর নয়।তবে অতীতের মূল্য যে অনেক সেটা সবাই অনুধাবন করতে পারেন এবং আমার বিশ্বাস সবাই স্বীকার ও করবেন।অতীত আমাদের বর্তমান কে মজবুত করে আর ভবিষ্যতকে সুরক্ষিত করে।

কিন্তু অতীত কোনোদিন ও বর্তমানে কোনো নির্ণায়ক ভূমিকা নিতে পারে না।অতীত কারো পরিচয় ও হতে পারে না।কিন্তু অতীত যদি বর্তমানে ও পুনরাবৃত্তি ঘটায় তাহলে অবশ্যই অতীত অনেক বড় নির্ণায়ক হয়ে দাঁড়ায়।

অতীতের মধ্যে শৈশব হলো সবচেয়ে আনন্দময় সময়।যদিও অনেক মানুষের শৈশব ও যন্ত্রনায় ভরা থাকে।আসলে এই জগতে সবকিছুই বিদ্যমান থাকে আর একটা ভারসাম্য গড়ে তোলে।শিশুশ্রম একটা বিষাক্ত বিষয় এই সুন্দর শৈশব কে নষ্ট করার জন্য।শিশুশ্রম এর বিরুদ্ধে সামাজিক ভাবে ও রাষ্ট্রীয় ভাবে অনেক প্রতিবাদ ও আইন গড়ে উঠেছে।

তারপর ও আমাদের মাঝেই বসবাস করে এমন কিছু স্বার্থপর মানুষ নিজেদের লাভের আশায় এই সব শিশুদের ভবিষ্যত অন্ধকার করে দিচ্ছে।জাতি বিপথগামী হচ্ছে আর ফলশ্রুতিতে দেশ পিছিয়ে যাচ্ছে।

শৈশব মানেই প্রাণের সঞ্চার, দারুণ উৎফুল্লতা।আমার এখনো স্পষ্ট মনে আছে শৈশব এর কথা।সত্যি কি সুন্দর দিন গুলি ছিলো।অনেক প্রতিবন্ধকতা ছিলো কিন্তু আনন্দ আর উদযাপন এর কোনো সীমানা ছিলো না।সেই মাঠ সেই সারাদিন ধরে ক্রিকেট খেলা,সারা দুপুর ধরে পুকুরে সাঁতার কাটা।

আবার কখনো নদীতে মাছ ধরতে যাওয়া।আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে আমার শৈশব এর কিছু অংশ গ্রামে কেটেছে।তাই অনেক কিছুই শিখেছি এবং সত্যিকারের জীবন সম্বন্ধে এখন ধারণা লাভ করতে পারি।

শৈশবে পুজোর আনন্দ সবার সেরা।এটা বিতর্কহীন যে ধর্ম যার তার উৎসব সবার।তাই এই সার্বজনীন দুর্গোৎসব এ আমাদের গ্রামের হিন্দু মুসলিম সবাই এই উৎসবে যোগদান করতো।নতুন পোশাক পরে এক অসাধারণ ভালোলাগা নিয়ে আমরা পুজোর মেলায় যেতাম।

পকেটে সীমিত টাকা ছিলো যেমন বাস্তবতা তেমনি আনন্দ ছিলো অফুরন্ত এটা ও সত্যি কথা।ছোটবেলা থেকেই এই হিন্দু মুসলিম এর সম্প্রীতি আমাদের ভিত্তি গড়ে দিয়েছে।তাই এখন আমরা বুঝি কোনটা ঠিক আর কোনটা বেঠিক।

বর্তমান চলছে চলুক


image.png

Source

অতীতের ঘটনাগুলো আমাদের শুধু অভিজ্ঞতা অর্জন করিয়েছে তা নয় শুধু ,আমাদের চরিত্র গঠনে ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।কম বয়সের চাওয়া গুলো বেশি বয়সে পেলে তার গুরুত্বপূর্ণ কি একই রকম থাকে।দারুণ আপনার bike কেনার শখ।কিন্তু আপনার বাবা মা বললেন ভালো করে পড়াশোনা করো একটা ভালো চাকরি পেলে bike কিনে দেবো।এখন কথা হলো কম বয়সে bike এর প্রতি যে ভালোবাসা ছিলো সেটা কি ওই বয়সে আদৌ থাকবে?

আমি এটা বলছি না যে ছেলেমেয়ে যা চাইবে তাই দিতে হবে।কিন্তু যেটা দেয়া সম্ভব সেটা তো সঠিক সময়েই দেওয়াই যেতে পারে।কিন্তু এটা দেখতে হবে যে সেই জিনিসটার নেতিবাচক প্রভাব কতটা।

আজ এখানেই শেষ করছি।পরবর্তী সময়ে আবার দেখা হবে।ধন্যবাদ।


|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 2 years ago 

অতীত হলো ফাউন্ডেশন, আর বর্তমান হলো ফাউন্ডেশন এর উপর নির্ভর করে ভবন তৈরি করা।তেমনি সুগঠিত অতীত এবং সুশীল অতীত ভবিষ্যৎ এ এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ধন্যবাদ দাদা সুন্দর একটি পোষ্ট উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

সবার উপর মানুষ সত্য , তাহার উপর নাই । এমনটাই আমি বিশ্বাস করি । যে কথাগুলো লিখেছেন আপনি ভাই, সবগুলো বেশ যুক্তিযুক্ত। মাঝরাতের দিকে পড়ে মস্তিষ্কটা বেশ ঝড়ঝড়ে হয়ে গেল । যেখানেই যুক্তি ,সেখানেই আমি । বাইকের উদাহরণটা বেশ ছিল ।

 2 years ago 

কথাগুলো বেশ ভালো লাগলো।আসলেই শৈশবে অনেকের ভালো কাটে আবার কাটে না।আমার শৈশব ও বেশ ভালো কেটেছে।আসলেই বয়স বাড়ার সাথে সাথে কিছু কিছু ইচ্ছে ফুরিয়ে যায়।ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

অতীত আমাদের বর্তমান কে মজবুত করে আর ভবিষ্যতকে সুরক্ষিত করে।

অসাধারণ লিখেছেন দাদা। আসলে অতীত আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের অতীতের উপর নির্ভর করে আমাদের ভবিষ্যতের সুরক্ষা। অতীত আমাদের অনুপ্রেরণা দেয় ভবিষ্যতকে নতুন করে সাজাতে। অতীত আমাদের উপহার দেয় অনেক মধুর স্মৃতি অথবা অনেক কষ্টের অনুভূতি। অতীত আমাদের ভবিষ্যৎকে আরো বেশি মজবুত করে এবং সুরক্ষিত করে। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️

 2 years ago 

হারাতে হারাতে কিছু পাওয়ার মাঝে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়।

ভাইয়া আপনার এই কথাটা আমার বর্তমান জীবনের সাথে মিলে যাচ্ছে । যে কাজ করছি সেটার মধ্যেই প্রবলেম হচ্ছে। অনেক চিন্তা,টেনশন নিয়ে বর্তমানে জীবন অতিবাহিত করছি। আর আশা রাখছি একদিন সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ভাইয়া আপনার পোষ্টি পড়ে অনেক ভাল লাগলো।

 2 years ago 

দাদা আজকের লেখাটি অনেক বেশী বাস্তবধর্মী লেগেছে আমার নিকট, যদিও আপনি বরাবরই দারুণ লিখেন এবং কবিতার মাধ্যমে বাস্তবতা ফুটিয়ে তোলেন। তবুও আজকের অতীত নিয়ে লেখাটা অনেক বেশী ভালো লেগেছে।

অতীতের ঘটনাগুলো আমাদের শুধু অভিজ্ঞতা অর্জন করিয়েছে তা নয় শুধু ,আমাদের চরিত্র গঠনে ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পূর্ণ সহমত পোষণ করছি আপনার সাথে, এমন অতীত নিয়ে যতগুলো কথা বলেছেন সবগুলোই নির্মম সত্য বলেছেন। ধন্যবাদ

 2 years ago 

দাদা আপনি একদম ঠিক বলেছেন আমাদের জীবনে অতীতের এমন কিছু ঘটনা আছে যা আমাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দরভাবে গড়তে সাহায্য করে। যদি তিক্ত কোন অভিজ্ঞতা থাকে পরবর্তীতে যাতে এই ধরনের অভিজ্ঞতার না ঘটে সেদিকে নজর থাকে তবে তাদের জীবন সফল হয় তারা ভুল থেকে অতীত থেকে শিক্ষা নিতে নেয় কিন্তু অতীতের মতো যদি একই ভুল বারবার করে তাহলে তার ধ্বংস অনিবার্য। অতীতের বিভিন্ন ঘটনাবলী আমাদের ভবিষ্যৎ জীবন গড়তে, আমাদের চরিত্র করতে সহযোগী হিসেবে কাজ করে। আপনি অনেক সুন্দর একটি পোষ্ট লিখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

স্মৃতি কাতর মন সোনালী মুহূর্ত খুঁজে নেয় শৈশব থেকে। অতীতের ভালো লাগা জীবনকে সমৃদ্ধ করে ঠিকই, আর ব্যর্থতা ঘুরে দাড়াতে সাহস যোগায়। ধন্যবাদ চমৎকারভাবে বিষয়টি তুলে ধরার জন্য।

Amazing photos :) Cheers :)

 2 years ago 

অনেক অনেক যুক্তিসঙ্গত কথা বলেছো দাদা।সত্যিই আমি যখন লেখাগুলো পড়ছিলাম তখন মনে হচ্ছিল আমি অতীতে ফিরে গেছি।সেই বাড়ির পুকুরে সাঁতার কাটছি,বিকেলে ছুটে গিয়ে স্কুলের মাঠে লুকোচুরি কিংবা ঘূর্ণচন্ডী খেলছি আবার নদীতে বাগদা ও রেনু বেছে দিচ্ছি ঝিনুকে করে নতুবা বাবার সঙ্গে মাছ ধরছি।কত ভালোই না ছিল শৈশবের কিছু স্মৃতি আমার জীবনে আর কিছু স্মৃতি এমন তিক্ত যা কখনোই ফিরে পেতে চাই না মৃত্যুর পরও।যাইহোক অতীতকে কেউ ভুলে থাকতে পারে না এটি বারবার ফিরে আসবে মনে।এটা ধরেই আমাদের পথচলার ভীত।ধন্যবাদ দাদা একদম মনের কথাগুলো তুলে ধরেছ সুন্দর করে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68745.77
ETH 3744.06
USDT 1.00
SBD 3.76