মাটিতে হাটা খুবই ভালো ভাইয়া। কেননা মাটিতে হাটাহাটি করলে শরীরের মধ্যে একটু ভালো লাগে। এছাড়াও ভোরে ডুবল ঘাসের ঝিরঝিরি ভেজা ঘাসের উপরে হাটাও শরীরের জন্য বেশি উপকারী। আর হ্যাঁ, আমরা অনেক সময় একটু অসস্তিতে থাকি আর তা থেকে বাসায় উপায় হচ্ছে মাটিতে হিটাহাটি করা। মাটিতে হাঁটাহাঁটি করার মাধ্যমে মস্তিষ্ক এবং মন সতেজ থাকে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য।