পুকুরের পানি ছেঁকে মাছ ধরার অনুভূতি//পর্ব-০২(শেষ পর্ব)।

in আমার বাংলা ব্লগ10 months ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ সোমবার । ১৩ ই নভেম্বর, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20230310_104929_477.jpg



IMG_20230310_101146_936.jpg

IMG_20230310_102645_290.jpg


পুকুরের পানি শেষ হওয়ার সাথে সাথে অসংখ্য মাছ ভেসে উঠলো। সকল মাছগুলো কাঁদার মধ্যে অনবরত দৌড়ে বেড়াতে লাগলো। আমি এবং আমার ছোট ভাই মিলে অত্যন্ত আরামের সাথে মাছগুলো ধরতে লাগলাম। আমাদের পুকুরের বেশিরভাগ মাছ ছিল নাইলনটিকা তেলাপিয়া মাছ। পাশাপাশি ছিল প্রচুর পরিমাণে চ্যাং মাছ। কিন্তু এক হাঁটু কাদার মধ্য থেকে চ্যাং মাছ ধরা খুবই কঠিন। মূলত পুকুর থেকে চ্যাং মাছ অর্থাৎ রাক্ষসে মাছ দূর করার জন্যই পুকুরের পানি ছেঁকে ফেলা হয়েছিল। যাহোক আমি এবং আমার ছোট ভাই মিলে অত্যন্ত সাবধানতার সাথে এবং সুন্দরভাবে কাঁদার মধ্য থেকে চ্যাং মাছগুলো ধরতে সক্ষম হয়েছিলাম। আমরা দুই ভাই মিলে সেদিন ৮৯ টি চ্যাং মাছ ধরেছিলাম।

IMG_20230310_101126_455.jpg

IMG_20230310_101236_811.jpg


চ্যাং মাছ ধরার পাশাপাশি সেদিন আমাদের পুকুর থেকে দেশীয় জিওল মাছ পেয়েছিলাম কয়েকটি। জিওল মাছের সাইজ ছিল মাঝারি আকারের। আর কয়েকটি মৃগেল মাছ পেয়েছিলাম। মৃগেল মাছ গুলোর ওজন ছিল আধা কেজি পরিমাণের। সব থেকে বেশি মাছ পেয়েছিলাম তেলাপিয়া মাছ। আমাদের পুকুরের পানি ছেঁকে ফেলার একদিন আগে জেলেদের দিয়ে অনেকগুলো মাছ ধরে বিক্রয় করেছিলাম। শেষ পর্যন্ত জেলেরা বলেছিল যে, পুকুরে সর্বোচ্চ ১০ কেজি মাছ উপরে আছে। কিন্তু পুকুরের পানি ছেঁকে ফেলার পরে দেখা গেল অসংখ্য পরিমাণে মাছ আছে। বেশিরভাগ তেলাপিয়া মাছের ওজন ছিল আধা কেজি কিংবা তার উপরে। পুকুরের কাঁদার ভিতর থেকে তেলাপিয়া মাছগুলো ধরা বেশ কঠিন ছিল। বিশেষ করে বড় সাইজের তেলাপিয়া মাছের পিঠের উপরে বড় আকারের কাটা থাকে। তাই তেলাপিয়া মাছগুলো ধরতে গেলেই পিঠের কাঁটা খাড়া করে দেয়। একটু অসাবধান হলেই নিশ্চিতভাবে হাতে তেলাপিয়া মাছের কাঁটা গেঁথে যাবে।

IMG_20230310_104929_477.jpg

IMG_20230310_104933_234.jpg


আমরা দুই ভাই মিলে অত্যন্ত সাবধানতার সাথে পুকুরের সমস্ত মাছগুলো ধরেছিলাম। মোট মাছ হয়েছিল দুই হাড়ি। পুরো এক হাড়ি ভর্তি হয়েছিল তেলাপিয়া ও মৃগেল মাছ। তবে মৃগেল মাছ ছিল কয়েকটা, আর সবই ছিল তেলাপিয়া মাছ। আর অন্য হাড়ি ভর্তি ছিল চ্যাং মাছ। চ্যাং মাছের সাথে ছিল কয়েকটা জিওল মাছ। পুকুর থেকে মাছ গুলো ধরার পরে টিউবওয়েল এর পানি দিয়ে মাছগুলো থেকে কাদা ধুয়ে দিয়েছিলাম। তারপর সিদ্ধান্ত নিয়েছিলাম যে কিছু মাছ বিক্রয় করে দিবো। কিন্তু আমার আব্বা মাছগুলো বিক্রয় করতে বারণ করলো। তারপর তেলাপিয়া মাছগুলো পরিষ্কার করে পরিবারের নিকট হস্তান্তর করা হলো। যাতে মাছগুলো কেটে ফ্রিজ বোঝাই করে।

IMG_20230310_112145_289.jpg


চ্যাং মাছগুলো আলাদাভাবে পানি দিয়ে ধৌত করে আলাদা জায়গায় রাখা হয়েছিল। আমাদের পুকুরে যে এতো পরিমাণ চ্যাং মাছ ছিল সেটা আমাদের ধারণার বাইরে। যাহোক কাদার মধ্য থেকে চ্যাং মাছগুলো ধরে পুকুর থেকে রাক্ষসে মাছ দূর করতে সক্ষম হয়েছিলাম। সুপ্রিয় বন্ধুগণ, পুকুরের পানি ছেঁকে এভাবে মাছ ধরার মধ্যে সত্যি অনেক অনেক আনন্দ রয়েছে। মাছ ধরার সময় তো অনেকটাই সেই ছোটবেলার বয়সেই ফিরে গিয়েছিলাম। তবে ছোটবেলায় দেখেছিলাম যে, পুকুর থেকে মাছ ধরার সময় পুকুর পাড়ে দাঁড়িয়ে অনেক মানুষই মাছ ধরা দেখতো। কিন্তু এখন আর মাছধরা দেখার কোন দর্শক থাকে না। তারপরও মাছ ধরার মুহূর্তে যে আনন্দ অনুভব হয় আগের থেকে সেই আনন্দের কোন কমতি হয় না। যাহোক, আপনাদের নিকট আগামী নতুন বছরে পুকুর ছেঁকে মাছ ধরার নতুন অনুভূতি শেয়ার করবো। ভালো থাকবেন সবাই।



প্রথম পর্বটি পড়ার লিঙ্ক



১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Sort:  
 10 months ago 

শেষ কবে যে এভাবে পুকুর ছেঁকে মাছ ধরেছি সেটা প্রায় ভুলে গেছি। আসলে পুকুর ছেঁকে পর এভাবে মাছ ধরতে আমার কাছ বেশ ভালো লাগে। আর হ্যাঁ প্রথমে দেখে মনে হয় অত চ্যাং মাছ পাওয়া যাবে না কিন্তু যখন পুকুরের পানি সম্পূর্ণ ছেঁকে ফেলা হয় তখন অনেকগুলো চ্যাং মাছ পাওয়া যায়। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে পুকুর ছেঁকে মাছ ধরার অনুভূতিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

অনেক সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 10 months ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন পুকুরের পানি ছেঁকে মাছ ধরার অনুভূতি দ্বিতীয় পর্ব। আসলে এভাবে মাছ ধরতে বেশ ভালোই লাগে। কিছুদিন আগে আমাদের পুকুর ছেঁকে ছিল আমিও বেশ ভালোভাবে মাছ ধরেছিলাম। আমাদের পুকুরে অনেকগুলো জিওল মাছ পেয়েছিলাম মামা । আপনাদের পুকুরে তো দেখছি অনেক গুলো টাকি মাছ পেয়েছেন আপনারা। ধন্যবাদ মামা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 10 months ago 

সত্যি ভাগ্নে এভাবে মাছ ধরার মধ্যে এক অনাবিল আনন্দ রয়েছে। চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

অসম্ভব সুন্দর একটি অনুভূতি অনেক বছর হলো এমন ভাবে মাছ ধরি না। কাঁদার মধ্যে এভাবে মাছ ধরতে অনেক ভালো লাগে আলাদা একটি মজা আছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 10 months ago 

আসলে ভাইয়া কাঁদার মধ্যে এভাবে মাছ ধরতে গেলে মনে হয় যেন সেই শৈশবের জীবনে ফিরে গেছি। দারুন মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

কিছুদিন আগে আপনার শেয়ার করা একটি পোস্ট পড়েছিলাম পুকুর ছেঁকে মাছ ধরার অনুভূতি। আজকেরটাও ভীষণ ভালো লেগেছে। মাছ গুলো দেখতে খুবই সুন্দর এবং একদম ফ্রেশ মাছ। অনেক ভালো লাগলো আপনার প্রতিটি ফটোগ্রাফির মাধ্যমে অনুভূতি গুলো পড়তে পেরে।

 10 months ago 

পুকুর ছেঁকে এভাবে মাছ ধরতে বেশ মজা লাগে। যখন পানি সম্পূর্ণ ছেঁকে ফেলা হয় আর মাছগুলো লাফিয়ে বেড়ায় তখন দেখতে খুবই ভালো লাগে। অল্প পানির মধ্যে মাছ ধরার মজাটাই আলাদা। পুকুরের পানি থেকে মাছ ধরার সুন্দর একটি অনুভূতি শেয়ার করেছেন পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 53929.89
ETH 2263.00
USDT 1.00
SBD 2.35