রেসিপি :- খাসির মাংস রান্নার মজাদার রেসিপি।

in আমার বাংলা ব্লগlast year



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ সোমবার। ২২ ই মে, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছে।

IMG_20230520_160050_863.jpg



সুপ্রিয় বন্ধুগণ, মধুর রস সম্পন্ন খাসির মাংস রান্না খেতে আমরা খুবই পছন্দ করি। খাসির মাংস আমরা বিভিন্ন উপায়ে রান্না করে খেতে পারি। তবে খাসির মাংস আমরা যেভাবেই রান্না করি না কেন, খাসির মাংসের স্বাদ সব সময় অতুলনীয়। সব রকম বয়সের মানুষেরাই খাসির মাংস খেতে খুবই পছন্দ করে। যাহোক, আজ আমি খাসির মাংস রান্নার রেসিপি আপনাদের নিকট উপস্থাপন করছি। আমি আশা করি, আমার আজকের রেসিপিটি আপনাদের নিকট অনেক ভালো লাগবে। চলুন শুরু করি, খাসির মাংস রান্নার মজাদার রেসিপি।


সুপ্রিয় বন্ধুগণ, চলুন এক নজরে দেখে আসি খাসির মাংসের রেসিপি তৈরির জন্য আমার ব্যবহারিত বিভিন্ন প্রয়োজনীয় উপকরণগুলো :-



উপাদানপরিমাণ
খাসির মাংস০১ কেজি
আলু২৫০ গ্রাম
সয়াবিন তেলপরিমাণমতো
কাঁচা মরিচ বাটা২.৫-৩ টেবিল চামচ
শুকনো মরিচের গুঁড়া১ টেবিল চা চামচ
পেঁয়াজ বাটাপরিমাণমতো
রসুনের কুচিপরিমাণ মতো
হলুদের গুঁড়া০২ টেবিল চামচ
ধনিয়া গুড়া১ টেবিল চামচ
*লবঙ্গ ও এলাচপরিমাণ মতো
দারচিনিপরিমাণ মতো
লবণপরিমাণমতো


খাসির মাংসের রেসিপি তৈরির প্রক্রিয়াগুলো নিম্নে ধাপে ধাপে উপস্থাপন করা হলো:



⬇️ ধাপ-০১:⬇️

IMG_20230520_142209_223.jpg

প্রথমেই খাসির মাংসগুলো বিশুদ্ধ পানি দিয়ে ভালোভাবে ধৌত করে একটি পরিষ্কার পাত্রে রেখেছিলাম।

⬇️ ধাপ-০২:⬇️

IMG_20230520_142821_370.jpg

IMG_20230520_142858_940.jpg

একটি পরিষ্কার কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লবণ ও অন্যান্য মসলা সামগ্রী গুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। তারপর মসলা সামগ্রী গুলো ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম।

⬇️ ধাপ-০৩:⬇️

IMG_20230520_143308_260.jpg

IMG_20230520_143414_357.jpg

খাসির মাংসগুলোর সাথে কষিয়ে নেওয়া মশলাগুলো একটি খুঁনতির সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিয়েছিলাম।

⬇️ ধাপ-০৪:⬇️

IMG_20230520_144113_280.jpg

IMG_20230520_145532_938.jpg

কড়াইয়ের ভেতর মাংসগুলো একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ জ্বালানি দেওয়ার পরে খাসির মাংসগুলো চমৎকারভাবে কষিয়ে নিয়েছিলাম।

⬇️ ধাপ-০৫:⬇️

IMG_20230520_145617_104.jpg

IMG_20230520_145753_783.jpg

কষিয়ে নেওয়া খাসির মাংস গুলোর মধ্যে পরিমাণ মতো আলুর টুকরো ঢেলে দিয়েছিলাম। আলুর টুকরো গুলো একটি খুন্তির সাহায্যে খাসির মাংসের সাথে মিশিয়ে দিয়েছিলাম।

⬇️ ধাপ-০৬:⬇️

IMG_20230520_155454_243.jpg

কিছুক্ষণ জ্বালানি দেওয়ার মাধ্যমে খাসির মাংসগুলোর সাথে আলু গুলো কষিয়ে নেওয়ার মতো করে নিয়েছিলাম। তারপর কষিয়ে নেওয়া খাসির মাংসগুলোর মধ্যে পরিমাণ মতো বিশুদ্ধ পানি ঢেলে দিয়েছিলাম।

⬇️ ধাপ-০৭:⬇️

IMG_20230520_160100_442.jpg

বিশুদ্ধ পানি দেওয়ার পরে ১০-১২ মিনিট চুলার আগুন মাঝামাঝি পর্যায়ে রেখে জ্বালানি দেওয়ার মাধ্যমে খাসির মাংসগুলো রান্না হয়ে গেল। রান্না শেষে খাসির মাংসগুলোর উপরে সামান্য পরিমাণ দারচিনির গুঁড়া ছিটিয়ে দিয়েছিলাম।



রান্না করার খাসির মাংসগুলো সুগন্ধে পরিপূর্ণ ছিল। একই সাথে খাসির মাংস রান্না খেতে অত্যন্ত সুস্বাদু এবং মজাদার হয়েছিল।



১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।



Sort:  
 last year 

খাসির মাংস আমার অনেক পছন্দ। আপনার রেসিপিটি দেখে লোভ সামলাতে পারছি না। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 last year 
 last year 

ভাই, একদম ঠিক বলেছেন, খাসির মাংস যেকোনো পদ্ধতিতে রান্না করা হোক না কেন তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। খাসির মাংসের যেকোনো রেসিপি আমার কাছে ভীষণ প্রিয়। আর আপনি তো দেখছি খাসির মাংসে আলু দিয়ে মজাদার রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই মজার হয়েছে। ভাই আপনি এই মজার রেসিপি কিভাবে তৈরি করেছেন তার প্রতিটি ধাপ দেখিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

ভাইয়া আপনার খাসির মাংসের রেসিপি টি বেশ ভালো হয়েছে । আসলে খাসির মাংসের রেজালা করলে খেতে বেশি ভালো লাগে আমার কাছে । আমার কাছে আলু দিলে খুব একটা ভালো লাগে না । আপনি আলু দিয়ে রান্না করেছেন দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালোই হয়েছে । খাসির মাংস বলে কথা । ধন্যবাদ আপনাকে।

 last year 

অসাধারণ রেসিপি তৈরি করেছেন ভাই। আসলে কিছু কিছু রেসিপি দেখলে খাওয়ার লোভ কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে। খাসির মাংস আমার খুব পছন্দের। মাংস রান্না করার প্রক্রিয়া সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে মনে হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। এত চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

এত রাতে অনেক লোভনীয় রেসিপি শেয়ার করলেন আপনি যা লোভ সামলানো বেশ মুশকিল। এত মজার করে আলু দিয়ে আপনি ঝোল করে রান্না করছেন খেতে দারুন হবে। ঠিক বলছেন খাসির মাংস ছোট-বড় সকলেই অনেক বেশি পছন্দ করে। কিন্তু অন্যান্য মাংসের তুলনায় খাসির মাংসের দাম অনেক বেশি। বেশ মজার করে রেসিপিটি তৈরি করেছেন অনেক ভালো লাগলো দেখে।

 last year 

ভাইয়া আপনি খুবই মজাদার রেসিপি শেয়ার করেছেন। আপনার ছবি দেখে খুব খেতে ইচ্ছে করছে। আমার কাছে খাসির মাংস অনেক ভালো লাগে। আপনার রেসিপি দেখে বুঝতে পারছি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ খুব সুন্দর ও মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

খাসির মাংস যেভাবে রান্না করুন না কেন খেতে অনেক সুস্বাদু লাগে। আমার কাছে আলু দিয়ে মাংস রান্না করলে খেতে ভালো লাগে। মাংসের কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া খাসির মাংসের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67275.57
ETH 3480.50
USDT 1.00
SBD 2.67