You are viewing a single comment's thread from:

RE: কচুরমুখী এবং বরবটি দিয়ে গলদা চিংড়ির সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

একদম ঠিক কথা বলেছেন দাদা বরবটি সবজিটা আমার কাছে ভর্তা করে খেতেই বেশি ভালো লাগে। শীতকাল আসলেই আমি বরবটির ভর্তাটা বেশি খেয়ে থাকি। গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। তবে আপনি নন-সিজনে বরবটি এবং কচুর মুখী রান্না করেছেন দেখে ভালো লাগলো। আসলে কচুর মুখি সেই শীতকালে খেয়েছি এখন আর খাওয়া হয়নি। তাই জন্য আপনার পোষ্টের মাধ্যমে দেখে ভালো লাগলো। আর দুই কালারের বরবটি দেখে আরো ভালো লাগলো। আসলে আমরা যেই সবজিটা অনেকদিন আগে খেয়ে থাকি তার চোখের সামনে পড়লে কিনে নিয়ে থাকি। সবজি রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আসলে এইসব সবজিগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। আমি নিজেও চিংড়ি মাছ রান্না করলে বেশি পছন্দ করি। দাদা আপনার আজকের রেসিপিটাও অসাধারণ হয়েছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 66566.79
ETH 3333.81
USDT 1.00
SBD 2.70