You are viewing a single comment's thread from:

RE: আজকের পোস্ট || বিশ্বকাপের ফাইনাল ম্যাচ এবং আমার অনুভূতিঃ

in আমার বাংলা ব্লগ2 years ago

এইবার বিশ্বকাপ খেলার ফাইনাল ম্যাচ জেই দেখেছে সেই অনেকদিন মনে রাখবে। কারণ এর আগে হয়তোবা এরকম ফাইনাল ম্যাচ কখনো হয়নি। আর্জেন্টিনা যখন দুটি গোলে এগিয়ে গেলেন। তখন সবাই ভেবে নিয়েছে ম্যাচটি আর্জেন্টিনা খুব সহজে জিতে যাবে। আমিও একজন আর্জেন্টিনার সাপোর্টার। তখন ফ্রান্স দুটি গোল পরপর শোধ করে ফেলে তখন অনেক খারাপ লাগলো আমার। আমরা পরিবারের সবাই একসাথে টিভিতে খেলা দেখতে ছিলাম। নির্দিষ্ট টাইম এর মধ্যে গোল না হওয়ার কারণে আবারও ১৫ মিনিট করে ৩০ মিনিট টাইম দিলেন। তারপরও আর্জেন্টিনা একটি দিলে ফ্রান্স আবার শোধ করে ফেলে। এরপর টাইফিকার আর্জেন্টিনার জয় দেখে এত ভালো লাগলো যা বলে বোঝাতে পারবো না। আপনি অনেক সুন্দর করে ফাইনাল দেখার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Sort:  
 2 years ago 

ঠিকই বলেছেন আপু খেলাটা এমন ছিলো প্রথমার্ধের পরে ক্ষণে ক্ষণে খেলার রঙ বদলে যাচ্ছিলো। কি হবে হবে এটা ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছিলাম। সবার মতো আপনি ও মনে হয় খেলাটা দেখেছেন। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76383.30
ETH 3039.98
USDT 1.00
SBD 2.62