ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।
এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ১ :
এটি হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্য গুলো আমার কাছে খুব ভালো লাগে। আসলে সব সৌন্দর্যের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে সবচেয়ে বড় সৌন্দর্য। এবং প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। বিশেষ করে গাছপালা আকাশ একসাথে দেখলে অন্যরকম লাগে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে। আর কোথাও ঘুরতে গেলে প্রাকৃতিক সৌন্দর্য দেখলে উপভোগ করার চেষ্টা করি। কিছুদিন আগে আমি ঘুরতে গিয়ে এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ২ :
এটি হচ্ছে আমাদের খুব প্রিয় একটি ফুল। এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগে। যদিও এই ফুলগুলো আকারে ছোট। এবং এই ফুলের কালার মানুষকে মুগ্ধ করে। এবং এই ফুলের নাম হচ্ছে নয়ন তারা ফুল। নয়নতারা ফুল যখন গাছের মধ্যে ফোটে তখন অনেকগুলো ফুল একসাথে ফোটে। আর নয়নতারা ফুল গাছগুলো মোটামুটি যত্ন নিলে অনেকদিন টিকে। কিছুদিন আগে আমি আমার এক আত্মীয় বাড়ি থেকে এই নয়নতারা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই নয়ন তারা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আমার এই নয়নতারা ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৩ :
এটি হচ্ছে রঙ্গন ফুলের ফটোগ্রাফি। রঙ্গন ফুল বিভিন্ন জাতের এবং বিভিন্ন কালারের আছে। তবে রঙ্গন ফুলগুলো আকারে মোটামুটি বড় হয়। এবং রঙ্গন ফুলের গাছগুলো আকারে মোটামুটি বড় হয়। এবং এই গাছগুলো একবার রোপন করলে অনেক বছর পর্যন্ত টিকে। আর রঙ্গন ফুল গাছ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে দেখা যায় কম বেশি। আর সবুজ পাতার মধ্যে বড় রঙ্গন ফুল গুলো দেখতে অন্যরকম লাগে। নার্সারি বাগানে গেলে এই রঙ্গন ফুল গাছগুলো কম বেশি দেখা যায়। তবে এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি একটি প্রতিষ্ঠানের সামনে থেকে। তাই আজকে এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৪ :
এটি হচ্ছে আমার খুব পছন্দের একটি ফুল। কারণ এই ফুলগুলো দেখলে আমার কাছে খুব ভালো লাগে। আর এই ফুলের নাম হচ্ছে অ্যাস্টার ফুল। তবে এই ফুল গাছগুলোর নার্সারি বাগানে দেখা যায়। আবার অনেকেই এই ফুল গাছগুলো টপের মধ্যে বাসার সামনে রোপন করে। এবং এই ফুলের পাপড়ি গুলো অনেক চিকন চিকন। সত্যি বলতে অ্যাস্টার ফুলের সৌন্দর্য দেখলে কম বেশি সবাই মুগ্ধ হয়ে যায়। তবে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি একটি নার্সারি বাগান থেকে। তাই আজকে এই অ্যাস্টার ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই অ্যাস্টার ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৫ :
এটি হচ্ছে আমাদের খুব পরিচিত একটি ফুল। এই ফুলের নাম হচ্ছে জবা ফুল। জবা ফুলগুলো দেখতে অন্যরকম ভালো লাগে। তবে জবা ফুল অনেক জাতের এবং অনেক কালার আছে। জবাফুল গাছগুলো রোপন করলে অনেক বছর পর্যন্ত টিকে। আবার জবা ফুলকে অনেক ওষুধে গাছ বলে। তবে জবা ফুল অনেক জায়গাতে কম বেশি দেখা যায়। তবে সাদা জবা ফুল আমাদের এদিকে খুব কমে দেখা যায়। কিছুদিন আগে আমি একটি জায়গা ঘুরতে গিয়ে এই জবা ফুল গাছ দেখি। তখন আমি এই সাদা জবা ফুলের ফটোগ্রাফি করেছিলাম দেখে। তাই আজকে এই সাদা জবা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৬ :
এটি হচ্ছে সূর্যাস্তের ফটোগ্রাফি। আসলে সূর্যের ফটোগ্রাফি দেখতে এমনিতে ভালো লাগে। সকালবেলা সূর্যের সৌন্দর্য একরকম থাকে সন্ধ্যাবেলা অন্যরকম থাকে। যদি এখন অনেকে সন্ধ্যার সময় কম বেশি হাঁটাহাঁটি করে আমাদের এদিকে। এ কারণে সূর্য অস্ত যাওয়ার সৌন্দর্য উপভোগ করতে পারে। তাই অনেকদিন আগে আমি বিকেলবেলা হাঁটতে বাইর হলাম। তখন রাস্তার পাশ থেকে আমি এই সূর্যাস্তের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই সূর্যাস্তের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই সূর্যাস্তের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
আজ আপনি এত সুন্দর এবং মনোমুগ্ধকর দেখতে রেনডম ফটোগ্রাফি করেছেন দেখে তো এক নজরে তাকিয়ে ছিলাম। ধৈর্য ধরে এরকম ভাবে রেনডম ফটোগ্রাফি করা হলে বেশি সুন্দর হয়। আর অনেক সুন্দর ভাবেই ফুটে উঠে। আপনি অনেক সুন্দর করেই ফটোগ্রাফি করতে পারেন। এভাবে চেষ্টা করলে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন পরবর্তীতে। আপনার প্রথম দুইটা ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে দেখতে।
আমি চেষ্টা করি সুন্দর ভাবে ফটোগ্রাফি করতে। তবে আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।
Upvoted! Thank you for supporting witness @jswit.
কমলা রঙের রঙ্গন ফুল আগে কখনো দেখা হয়নি। ফুলটা দেখতে সত্যি চমৎকার লাগছে। এস্টার ফুলের ফটোগ্রাফি দেখেও মুগ্ধ হয়ে গেলাম। এ রঙের এস্টার খুবই চমৎকার লাগে দেখতে। বেশ দক্ষতার সাথে প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপু। ধন্যবাদ আপনাকে দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপু কমলা রঙের রঙ্গন ফুল আমাদের এদিকে আছে। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।
অসাধারণ কিছু প্রকৃতির এবং ফুলের ফটোগ্রাফি তুলে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। বিশেষ করে ভালো লাগলো সাদা রঙের জবা ফুলটা। ভীষণ সুন্দর তুলেছেন ছবিটা। এছাড়াও একদম প্রথমে প্রাকৃতিক দৃশ্যগুলোও আমার খুব ভালো লাগলো।
আমার ফটোগ্রাফির মধ্যে জবা ফুল আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম। তবে চমৎকার মন্তব্য শুনে ভালো লাগলো।
অনেক সুন্দর কিছু ফটোগ্রাফার ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি দেখলে যেন মনটা ভরে যায়। নয়নতারা ফুলের ফটোগ্রাফি এবং জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।
আমার ফটোগ্রাফির মধ্যে নয়ন তারা এবং জবা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে খুব ভালো লেগেছে শুনে খুশি হলাম। ভালো থাকবেন ভাইয়া।
দারুণ কিছু প্রকৃতির এবং ফুলের ছবি শেয়ার করেছেন। বিশেষ করে সাদা জবা ফুল এবং সূর্যাস্তের ছবিটা সত্যিই নজর কাড়ার মতো হয়েছে।একদম নিখুঁত ফ্রেমিং ও দারুণ আলো ছায়ার সংযোগ। এছাড়া শুরুতে প্রাকৃতিক দৃশ্যগুলোর সৌন্দর্যও মুগ্ধ করেছে। আপনার ফটোগ্রাফির দৃষ্টিভঙ্গি সত্যিই প্রশংসনীয় ধন্যবাদ আপু।
আমার রেনডম ফটোগ্রাফি নিয়ে অসাধারণ মন্তব্য করেছেন। সুন্দর মন্তব্য শুনলে কাজ করতে ভালো লাগে আপু।
ঠিক বলেছেন আপু, সব সৌন্দর্যের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য সবচেয়ে বড় সৌন্দর্য আর এই সৌন্দর্যে আমরা মুগ্ধ হয়ে যাই। চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। নয়নতারা, জবা, রঙ্গন ও অ্যাস্টার ফুল সবগুলোই মনমুগ্ধকর ছিল।ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। তবে ফটোগ্রাফি নিয়ে চমৎকার মন্তব্য করেছেন আপনি।
খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। নয়নতারা ফুলটা এত সুন্দর উজ্জ্বল লাগছে দেখতে। এছাড়াও সাদা জবার ছবিটি বড় ভালো লাগলো। ফটোগ্রাফি পোস্টে সবার এত ধরনের ছবি দেখি মনটা ভরে যায়।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য ফটোগ্রাফি নিয়ে।
https://x.com/bdwomen2/status/1891858631139729741?t=SzUnW7Vm2ggFs24IFnBYGA&s=19