DIY || এসো নিজে করি || একটি সুন্দর গরুর অংকন ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা আর্ট এঁকে দেখাবো। এই আর্ট আমি @rme দাদার দেখানো স্ট্রাকচার অনুযায়ী আঁকার চেষ্টা করলাম। আমি স্ট্রাকচার ফলো করে পুরো একটি গরু আর্ট করলাম।এরকম আর্ট গুলো আঁকতে আমার খুব ভালো লাগে। তাই সব সময় এরকম আর্ট গুলো আঁকতে চেষ্টা করি। যাতে সুন্দর কিছু আঁকতে পারি। তাই আজকে আপনাদেরকে একটা গরুর আর্ট করে দেখাবো। তাই আজকে আমার আঁকা আর্টটা আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই আর্ট।

IMG-20211201-WA0010.jpg

আঁকার উপকরণ :

✓ আঁকার খাতা
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কালো কলম

IMG_20211130_131111.jpg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে একটা আঁকার জন্য খাতা নিয়ে নিলাম। তারপর খাতার উপরে পেন্সিল দিয়ে সুন্দরভাবে দুটো দাগ টেনে নিলাম। তারপর সেই দাগ দুটো সাথে সুন্দরভাবে একটা মুখ থেকে নিলাম।

IMG_20211130_131237.jpg

IMG_20211130_131846.jpg

ধাপ ২ :

তারপর মুখের আকারে দাগ দূর করে সুন্দরভাবে পেন্সিল দিয়ে এঁকে নিলাম। তারপর সেই মুখের সাথে সুন্দরভাবে দুটো কান এঁকে নিলাম।

IMG_20211130_132122.jpg

IMG_20211130_132235.jpg

ধাপ ৩ :

তারপর সুন্দরভাবে দুটো চোখ পেন্সিল দিয়ে এঁকে নিলাম। তারপর দুটো শিং পেন্সিল দিয়ে এঁকে নিলাম। যাতে একটা গরুর আঁকতে পারি।

IMG_20211130_132436.jpg

IMG_20211130_132716.jpg

ধাপ ৪ :

তারপর সেই গরুর মাথার সাথে পেন্সিল দিয়ে সুন্দরভাবে গরুর গলা , পিঠ , লেজ সুন্দরভাবে এঁকে নিলাম। তখন দেখতে অনেকটাই গরুর আকারে মনে হয়।

IMG_20211130_133335.jpg

IMG_20211130_133504.jpg

IMG_20211130_134203.jpg

IMG_20211130_134531.jpg

ধাপ ৫ :

তারপর পেন্সিল দিয়ে গরুর দুটো করে চারটা পা এঁকে নিলাম। এইভাবে পেন্সিল দিয়ে অনেক সুন্দর একটা গরুর এঁকে নিলাম।

IMG_20211130_135433.jpg

IMG_20211130_135555.jpg

IMG_20211130_141038.jpg

ধাপ ৬ :

তারপর একটা কালো কলম দিয়ে সুন্দরভাবে গরুর মুখটাকে সুন্দরভাবে রং করে নিলাম। তারপর গরুর শিং দুটোকেও সুন্দরভাবে রং করে নিলাম।

IMG_20211130_141620.jpg

IMG_20211130_142908.jpg

IMG_20211130_143106.jpg

ধাপ ৭ :

তারপর গরুর গলার সামনে কিছু অংশ কাল মার্কার দিয়ে সুন্দরভাবে কালো রং করে নিলাম। তারপর গরুর সামনের দিকটা দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211130_144048.jpg

IMG_20211130_144729.jpg

ধাপ ৮ :

তারপর পেন্সিলের দাগ গুলোর উপরে সুন্দরভাবে কাল কলম দিয়ে গরুর চারপাশে গারো কালো দাগ দিয়ে দিলাম। দেখতে তখন অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211130_145231.jpg

IMG_20211130_145618.jpg

IMG_20211130_150321.jpg

ধাপ ৯ :

তারপর কাল কলম দিয়ে সুন্দরভাবে গরুর একটা লেজ রং নিলাম। তারপর এখন গরু টাকে দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211130_150535.jpg

IMG_20211130_151651.jpg

ধাপ ১০ :

তারপর গরুর পিঠের উপরে কালো রং দিয়ে সুন্দর ভাবে অল্প অল্প করে রং করে নিলাম।

IMG_20211130_152120.jpg

IMG_20211130_152235.jpg

ধাপ ১১ :

তারপর কালো রংয়ের কারণে দেখতে গরু টাকে অনেক সুন্দর দেখা যায়। অল্প একটু কালো রং আর অল্প একটু সাদা রং তখন গরু টা দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211130_160056.jpg

IMG_20211130_155257.jpg

ধাপ ১২ :

তারপর গরুর মুখে সুন্দরভাবে হালকা রং দিয়ে রং করে নিলাম। তখন পুরো গরুটা দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211130_160222.jpg

IMG_20211130_160715.jpg

IMG_20211130_160738.jpg

ধাপ ১৩ :

তারপর গরুটার পায়ের নিচে সবুজ রং দিয়ে ছোট ছোট করে কিছু ঘাস রং করে নিলাম। তখন গরু টাকে দেখতে অনেকটাই সুন্দর দেখা যায়।

IMG_20211130_161202.jpg

IMG_20211130_161219.jpg

IMG_20211130_161706.jpg

শেষ ধাপ :

এভাবে অনেক সুন্দর একটা গরু রং করে নিলাম। তাই আমার আঁকা এই গরুটা সম্পর্কে আপনাদের সবার সাথে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে।

IMG-20211201-WA0012.jpg

IMG-20211201-WA0009.jpg

IMG-20211201-WA0010.jpg

গরুর অংকন সহ আমার একটি ছবি

IMG-20211201-WA0013.jpg

ধন্যবাদ সবাইকে

Sort:  

অসাধারণ হয়েছে আপু আপনার আর্টটি।আমি তো প্রথমে দেখে অবাক হয়ে গেছিলাম এতো সুন্দরভাবে কিভাবে আর্ট করা যায়।আপনার সবগুলো আর্টই আমার ভালো লাগে তবে গরুর আর্টটি বেস্ট ছিল।এটি একদম বাস্তবভিত্তিক হয়েছে।ধাপে ধাপে আঁকানোর পদ্ধতিও চমৎকার হয়েছে।ধন্যবাদ আপু চমৎকার একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

আপু আপনার গরুটির আর্ট অনেক সুন্দর হয়েছে। কালো সাদা গরু আমার দেখতে এমনিতেই অনেক ভালো লাগে।গরু সবুজ ঘাসের উপরে দাঁড়িয়ে আছে অনেক ভালো লাগছে দৃশ্যটা দেখতে। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। গরুটির অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলআপু ।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

আপনার গরুর চিত্র অংকনটি দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর ভাবে গরুরচিত্র অঙ্কন করেছেন, চোখ ফেরাতে পারছিনা শুধু বারবার দেখতে ইচ্ছা করছে। আপনার উপস্থাপন খুবই সুন্দর ছিল। এই উপস্থাপনের মাধ্যমে আমি এই গরু চিত্রটি খুবই সুন্দরভাবে অঙ্কন করা শিখতে পারলাম। আপনার উপস্থাপনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আমার পুরো পোস্টটা দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাকে।

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর করে গরু চিত্রাংকন টি করেছেন। আমি মুগ্ধ হয়ে গেলাম আপনার চিত্রাংকন টি দেখে। মনে হচ্ছে সত্যি কারের একটি গরু দাঁড়িয়ে আছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা আর

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য

আমি তো পুরাই মুগ্ধ আপনার গরুর চিত্রাঙ্কন টি দেখে। আপনার অংঙ্কনটি অবশ্যই একটি সৃজনশীলতার পরিচয় দেয়। এ ধরনের অংঙ্কন করতে অনেক সময় ব‍্যায় করতে হয় এবং ধৈর্যের প্রয়োজনও লাগে। আপনার ধৈর্যের প্রশংসা করতেই হয়। আপনি বরাবরই অনেক ভালো আর্ট করেন যা আমার কাছে ভালো লাগে। আপনার পোস্টে গরুর চিত্রাঙ্কন সম্পর্কে সুন্দর করে উপস্থাপন করেছেন এবং সাবলীল ভাষাসমুহ হয়েছে বর্নণা টা। সুন্দর ভাবে গরুর চিত্রাঙ্কন সম্পর্কে বিশ্লেষণ করার জন‍্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আমার প্রতিটা পোস্ট পরে এত সুন্দরভাবে কমেন্ট হয়েছিল। আপনার পুরো কমেন্টটা সত্যি অনেক সুন্দর লেগেছে আমার। শুভেচ্ছা নিবেন আমার

 2 years ago 
সত্যি বলতে আপু এখন সকলেই গরুর ছবি অঙ্কন করেছেন। আপনিও আমাদের মাঝে গরুর ছবি চিত্র নিয়ে হাজির হলেন। আসলে দেখার মত ছিল। আপনার হাতের কাছে এত সুন্দর। আপনি গরুর ছবি এত সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে কালার কম্বিনেশন টা অনেক ভাল লেগেছে। মনে হচ্ছে একটা বাস্তব গরু দাঁড়িয়ে আছে। এত সূক্ষ্ম হাতের কাজ। আপনার জন্য শুভকামনা রইল আপু
 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

অনেক সুন্দর গরুর ড্রইং শেয়ার করেছেন আপু। একদম মনে হচ্ছে যেন আসলে একটি গরু দাঁড়িয়ে আছে। বিশেষ করে নিচে সবুজ রং দেওয়ার কারণে ড্রইং টা আরো বেশি সুন্দর দেখাচ্ছে। খুব সুন্দর করে প্রত্যেকটি ধাপ আমাদের সাথে উপস্থাপন করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ড্রয়িং শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য

বাহ আপু অনেক সুন্দর হয়েছে আপনার গরুর চিত্রাংকন। সুন্দর মার্সেল ওয়ালা গরুর চিত্র অঙ্কন করেছেন আপনি। সত্যিই অনেক ভালো লাগলো আমার। প্রত্যেকটা ধাপে ধাপে শেয়ার করেছেন আপনি আর সুন্দর বর্ণনা করেছেন। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

অনেক অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

অসাধারণ সুন্দর একটি অঙ্কন করেছেন আপনি। গরুর চিত্র অংকন টি দেখতে অত্যন্ত চমৎকার হয়েছে। আপনার প্রতিটি ধাপের বর্ণনাগুলো পরে আমি সম্পুর্ন মুগ্ধ হয়ে গেছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 63799.64
ETH 3130.40
USDT 1.00
SBD 3.97