DIY || এসো নিজে করি || মাটির দিয়ে তৈরি সুন্দর হাড়ি পাতিল ১০% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে মাটি দিয়ে সুন্দর কিছু জিনিস তৈরি করে দেখাবো। মাটি দিয়ে ছোট ছোট হাড়ি পাতিল তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। তাই আজকে মাটি দিয়ে চেষ্টা করলাম সুন্দর কিছু বানানোর জন্য। ছোট ছোট হাড়ি পাতিল তৈরি করে আপনার সাথে ভাগ করে নেব আজকে। এই ছোট হাড়ি পাতিল গুলো আমার খুব ভালো লাগে। আশা করব আমাদের সুন্দর হাতের কাজ গুলো আপনাদের সকলের খুব ভালো লাগবে। এবং আমার হাতে তৈরি ছোট হাড়ি পাতিল গুলো আপনাদের সকলের খুব পছন্দ হবে।

IMG-20211130-WA0019.jpg

আঁকার উপকরণ :

√ মাটি
√ পানি

IMG_20211128_151954.jpg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি অল্প একটু মাটি নিয়ে নিলাম। তারপর সেই অল্প একটু মাটির উপরে হাতের ছাপ দিয়ে সমান করে নিলাম। চার কোনার মত করে সমান করে নিলাম মাটি টাকে।

IMG_20211128_150041.jpg

IMG_20211128_150103.jpg

IMG_20211128_150110.jpg

ধাপ ২ :

তারপর সে মাটি গুলোর উপরে শোলা দিয়ে ছোট ছোট গর্ত করে নিলাম। তারপর মাটিকে সম্মান করে ছোট একটা শীল বানিয়ে নিলাম। অনেক সুন্দর ভাবে দুটো শীল নুরা বানিয়ে নিলাম।

IMG_20211128_151905.jpg

IMG_20211128_151949.jpg

ধাপ ৩ :

তারপর আরো অল্প একটু মাটি নিয়ে নিলাম। তারপর সেই অল্প একটু মাটিকে হাতে নিয়ে গোল করে ছোট্ট একটা পাতিল বানিয়ে নিলাম।

IMG_20211128_151954.jpg

IMG_20211128_152006.jpg

IMG_20211128_152906.jpg

ধাপ ৪ :

তারপর আরো অল্প একটু মাটি নিয়ে ছোট ছোট দুটো ঢাকনা বানিয়ে নিলাম। এভাবে সুন্দর করে দুটো পাতিল আর ঢাকনা তৈরি করে দিলাম।

IMG_20211128_153342.jpg

IMG_20211128_154011.jpg

IMG_20211128_154015.jpg

ধাপ ৫ :

তারপর আরো একটু মাটি নিয়ে ছোট্ট করে একটা করায় তৈরী করে নিলাম। এই ছোট্ট কড়াই গুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211128_154453.jpg

IMG_20211128_154847.jpg

IMG_20211128_155426.jpg

ধাপ ৬ :

একইভাবে ছোট ছোট কিছু হাড়ি পাতিল সুন্দর মাটি দিয়ে তৈরি করে দিলাম। ছোটদের হাড়ি পাতিল গুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211128_155431.jpg

ধাপ ৭ :

তারপর আরো অল্প একটু মাটি নিয়ে নিলাম। তারপর সেই মাটি দিয়ে ছোট্ট করে একটা উনুন তৈরী করে নিলাম। সেই উনুন টা দেখতে অনেক সুন্দর লাগে।

IMG_20211128_160710.jpg

IMG_20211128_160751.jpg

IMG_20211128_161129.jpg

ধাপ ৮ :

তারপর আরো মাটি নিয়ে সেই মাটি দিয়ে ছোট্ট একটা খাট তৈরি করে নিলাম। সেই খাটের সাথে ছোট্ট দুটি বালিশ আর কোলবালিশ ও তৈরী করে নিলাম।

IMG_20211128_161904.jpg

IMG_20211128_162645.jpg

IMG_20211128_162704.jpg

ধাপ ৯ :

এভাবে মাটি দিয়ে সুন্দর করে ছোট হাড়ি পাতিল ,খাট আরো অনেক কিছু তৈরি করে নিলাম। দেখিতে সবগুলো খুব সুন্দর দেখাচ্ছে।

IMG_20211128_164045.jpg

IMG_20211128_164052.jpg

ধাপ ১০ :

তারপর সবগুলো ছাদে শুকিয়ে অনেক সুন্দরভাবে শক্তপোক্ত তৈরি করে দিলাম। শুকানোর কারণ এর দেখতে অনেক সুন্দর দেখা যায় সবগুলোকে।

IMG-20211130-WA0002.jpg

IMG-20211130-WA0006.jpg

IMG-20211130-WA0000.jpg

ধাপ ১১ :

এইভাবে শুধুমাত্র মাটি দিয়ে ছোট ছোট জিনিস অনেক সুন্দর ভাবে তৈরী করে নিলাম। নিজের হাতে তৈরি করতে খুবই ভালো লেগেছে। এই মাটির জিনিস গুলো আমার খুব ভালো লাগে।

IMG-20211130-WA0012.jpg

IMG-20211130-WA0004.jpg

IMG-20211130-WA0011.jpg

IMG-20211130-WA0010.jpg

শেষ ধাপ :

এইভাবে মাটি দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে নিলাম আমি। আশা করবো আমার তৈরি এই সুন্দর জিনিস গুলো আপনাদের সকলের খুব ভালো লাগবে।

IMG-20211130-WA0009.jpg

IMG-20211130-WA0022.jpg

IMG-20211130-WA0015.jpg

মাটির জিনিস সহ আমার একটি ছবি

IMG-20211130-WA0017.jpg

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

জিনিসগুলো দেখতে আসলেই অনেক সুন্দর লাগছে। আপনি খুব সুন্দর ভাবে এই জিনিসগুলো তৈরি করেছেন। দেখতে অনেক বেশী সুন্দর দেখা যাচ্ছে। যদিও আমি কখনো এভাবে মাটি দিয়ে এগুলো তৈরি করিনি এবং পারিনা কিভাবে তৈরি করতে হয়। কারণ সেই সুযোগ আমার হয়নি। আপনি খুব সুন্দর ভাবে আমাদের সাথে জিনিস গুলো শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর জিনিস শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু
কখনো সুযোগ হলে মাটি দিয়ে ছোট হাড়ি পাতিল বানিয়ে দেখবেন খুব আনন্দ লাগবে

 3 years ago 

সবথেকে সুন্দর ছিল উপস্থাপনার বিষয়টি
আপনি যে মাটি দিয়ে তৈরি সত্যগুলো তৈরি করেছেন এগুলো আমাদের মৃৎ শিল্পের প্রধান কাঁচামাল। এবং বহুল ব্যবহৃত আমাদের গ্রামের তৈজসপত্র গুলো।

মাটির ছোট ছোট জিনিস গুলো যেমন আপনার ভালো লাগে ঠিক তেমনি এগুলো আমার হৃদয়কে আকৃষ্ট করে প্রতিনিয়ত। কেননা এগুলো আমাদের ঐতিহ্যকে লালন করে।

অনেক পরিশ্রমী পোস্ট শেয়ার করেছেন

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কমেন্ট করার জন্য

 3 years ago 

আপু আপনার মাটির হাড়ি পাতিল গুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় যখন গ্রামের বাড়িতে যেতাম তখন এরকম বানিয়ে খেলতাম । খুব মজা লাগতো তখন। অনেকদিন পর এরকম মাটির হাড়ি পাতিল দেখতে পেলাম। এখনকার বাচ্চারাতো এগুলোর কথা চিন্তাই করতে পারে না। আপনার মাটির হাড়ি পাতিল গুলো দেখতে অনেক বেশি কিউট লাগছে। ধন্যবাদ আপনাকে শৈশবের কথা মনে করিয়ে দেয়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার পুরো কমেন্ট আমার অনেক ভালো লেগেছে শুভেচ্ছা নেবেন

 3 years ago 

মাটির তৈরি জিনিসপত্র গুলো অসাধারণ হয়েছে আপু। আপনি খুবই দক্ষতার সাথে হাড়ি পাতিল ও সাংসারিক নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করেছেন। এগুলো তৈরি করতে মোটামুটি ভালই সময় লাগে। এই মাটির তৈরি জিনিসপত্র গুলো রোদে শুকিয়ে রং করলে আরও বেশি সুন্দর লাগে আপু। আপনার তৈরি করা মাটির জিনিসপত্র দেখে আমার ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে পড়েই গেল। আমিও ছোটবেলায় আমার সহপাঠীদের নিয়ে মাটি দিয়ে বিভিন্ন ধরনের খেলনা তৈরি করতাম। মাটির তৈরি এত সুন্দর সুন্দর জিনিস গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য

 3 years ago 

মাটির তৈরি হাড়ি পাতিল গুলা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল ।ছোট বেলা আমরাও এগুলো বানিয়ে খেলা করতাম। প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বানিয়েছেন এবং আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আমার কাছে মাটির তৈরি জিনিস গুলো অনেক ভালো লেগেছে কারণ এগুলো ছোটবেলার স্মৃতি বহন করে নিয়ে বেড়ায়। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া ছোট বেলার কথা সবারই খুব মনে পড়ে। এই জিনিসগুলো দিয়ে আমরা অনেক খেলাধুলা করতাম। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

আপু আপনার মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমি আমার চাচাতো বোন এর সঙ্গে এসব মাটির বিভিন্ন হাড়ি পাতিল বানিয়ে খেলতাম। খুব ভালো লাগতো সেই সময় গুলো। আপনার হাড়ি পাতিল গুলো খুব সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

ঠিক বলছেন আপনি ছোটবেলায় মামাতো বোন চাচাতো বোন সবাই মিলে অনেক খেলাধুলা করতাম এই হাড়ি পাতিল নিয়ে। সেই জিনিস গুলো নিয়ে খেলাধুলা করতে খুব ভালোবাসতো তখন।

 3 years ago 

ছোটবেলার কথা মনে পড়ে গেল আপু। মাটির তৈরি হাড়ি পাতিল তৈরি করেছেন। আমি তৈরি করতাম এবং বারবার ভেঙে ফেলতাম এবং এগুলো ছোটবেলায় খুবই প্রিয় জিনিস ছিল। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। দেখার মত ছিল আপু। আপনার হাতের কাছে অনেক সুন্দর। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য
ছোটবেলায় আমরা অনেক খেলাধুলা করতাম মাটি দিয়ে অনেক কিছু তৈরি করে

 3 years ago 

মাটির তৈরি হাড়ি পাতিল দেখে নিজের শৈশব মনে পরে গেলো।এভাবে পুকুর পারে বসে কত খেলনা বানিয়েছি।আপনার বানানো হাড়ি পাতিল গুলো খুব সুন্দর হয়েছে ধাপ গুলোও বেশ গুছিয়ে করেছেন।শুভ কামনা।।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে
আমরাও পুকুর থেকে মাটি নিয়ে অনেক দুষ্টামি করতাম। তখন খুব ভালো লাগতো খেলাধুলা করতে

 3 years ago 

জাস্ট অসাধারণ, আপনি খুবই সুন্দরভাবে মাটির তৈরি নানা রকম জিনিসপত্র হাড়ি-পাতিল বাসন-কোসন তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এই পোস্টটা দেখে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলায় আমিও ঠিক এইভাবে মাটি দিয়ে নানা রকম জিনিসপত্র তৈরি করে সেগুলো রৌদ্রে শুকিয়ে খেলাধুলা করতাম। কতই না সুন্দর ছিল সেই দিন গুলো 🤟আপনার তৈরি পাতিল গুলো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, বিশেষ করে বেড টি আমার কাছে খুবই ভালো লেগেছে 🌷এত সুন্দর ইউনিক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি💞 শুভ কামনা রইল আপনার জন্য🎊🎊🎊

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাকে
আমি চেষ্টা করলাম যাতে সবার ছোট বেলার কথা মনে করে সবাইকে একটু আনন্দ দিতে পারি। তাই চেষ্টা করলে মাটি দিয়ে সুন্দর কিছু তৈরি করার।

 3 years ago 

আপু আজকে দেখছি ভিন্ন কিছু তৈরি করেছেন। এই ধরনের মাটির তৈরি খেলনা ছোট বেলায় অনেক বানিয়েছি।আপনাকে রান্না করার খেলনা জিনিস পত্র খুব সুন্দর করে তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লাগলো।😍😍

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাকে

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57440.82
ETH 3108.89
USDT 1.00
SBD 2.42