আমার নিজের সাথে পরিচয় করিয়ে দিলাম

kawser.jpg

আসসালামু আলাইকুম।
আমার নাম মোহাম্মদ কাওসার। আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি 20 ডিসেম্বর 1995 সালে জন্মগ্রহণ করেছি। আমি 2021 সালে কম্পিউটার বিজ্ঞানে আমার স্নাতক সম্পন্ন করেছি। এখন আমি আমার মাস্টার্সের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছি।
আমার শখ বাগান করা। তবে আমি গল্প লিখতেও পছন্দ করি। বিশেষ করে ভ্রমণের গল্প এবং ভ্রমণ গাইড।
আমি এই community এর সাথে কাজ করতে চাই। আপনার চিন্তা প্রকাশ করার জন্য এটি সেরা community.

Sort:  
 3 years ago 

আপনার সাথে পরিচিত হয়ে আমি খুশি হলাম। তবে মনে হয় আরেকটু ডিটেইল আপনার সম্পর্কে জানালে ভালো হতো। অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

@banglatravelblog

আপনার পরিচিতিমূলক পোস্ট টি সঠিক হয়নি। বর্তমানে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কোনো নিউ মেম্বার নেয়া হচ্ছে না। নিউ মেম্বার নেয়া শুরু হলে আপনাকে সর্বপ্রথম সঠিকভাবে একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।

পরিচিতিমূলক পোস্ট লিখার নিয়ম জানতে, নিউ মেম্বার নেয়া শুরু হবে তা জানার জন্য এবং কমিউনিটির সকল প্রকার আপডেট পেতে আমাদের ডিসকোর্ড চ্যানেল এ জয়েন করুনঃ

👉ডিস্কোর্ড লিংক

 3 years ago 

নিউ মেম্বার নেয়া শুরু হলে এই পোস্ট থেকে ধারনা নিতে পারবেন কিভাবে পরিচিতিমূলক পোস্ট লিখতে হয়ঃ

👉পরিচিতিমূলক পোস্ট লিংক

আপনি এই কমিউনিটিতে সফলতা অর্জন করতে পারবেন, তবে আপনাকে অবশ্যই পরিশ্রম, ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে চলতে হবে। আমাদের ডিসকোর্ড এ জয়েন করুন সকল প্রকার আপডেট এবং সাহায্য পেতে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.24
JST 0.032
BTC 84802.32
ETH 1864.80
USDT 1.00
SBD 0.72