ব্যাপারটা এমন যে, আমার মূলত সব ধরনের মানুষের সঙ্গেই মিশতে ভালো লাগে। আর তাছাড়া যারা বয়সে একটু বড় হয়, তারা অনেকটাই বাস্তবিক জীবনে ভীষণ অভিজ্ঞতা সম্পন্ন হয়। সত্যিই তাদের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে।
আপনার সাথে আমি একদম সহমত জীবনে বাঁচতে গেলে সব ধরনের মানুষের সাথে ওঠাবসা করা খুবই জরুরী এবং বয়সের চেয়ে একটু বয়স বেশি মানুষ যারা থাকে তাদের সাথে ওঠাবসা করলে নিজের অভিজ্ঞতাও একটু বাড়ে।
এবং মানুষের সাথে ওঠাবসা করতে গেলে বয়সটা কোন বিষয় নয় মনের সাথে যদি মন মিলে থাকে তাহলে বন্ধুত্ব টিকিয়ে রাখা কোন সমস্যা নয়।