You are viewing a single comment's thread from:
RE: একজন সুখী ব্যক্তির আত্মহত্যা। ( শেষ পর্ব )
আমাদের সমাজে রাজনদের মতো আরও এমন অনেক লোক রয়েছে, যারা পরিবারের কথা চিন্তা করে দিনের পর দিন বিদেশে কাটিয়ে দেয়। কিন্তু একসময় ঠিকই পরিবার থেকে সে অবহেলা এবং অনাদর পেয়ে পেয়ে নিজেকে নিজে শেষ করে দেয়। পরিবারের সুখের জন্য নিজেকে উজাড় করে দেয় কিন্তু পরিবারের লোকজন তার সেই ত্যাগের কথা একবার ও মনে রাখে না, যেটা রাজনের বেলায় ঘটেছে। কিন্তু যাই কিছুই ঘটুক রাজন কিন্তু ঠিক করেনি। কারণ রাজন জানতো আত্মহত্যা মহাপাপ।
আল্লাহ যেন সব মানুষকে আত্মহত্যা থেকে রক্ষা করে। সামান্য ভুলের কারণে মানুষ কি করে সে নিজে জানে না। আপনি অনেক সুন্দর করে মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে। এবং আল্লাহ যেন রাজনকে ক্ষমা করে।