জল রং দিয়ে রঙিন গিটারের চিত্র অঙ্কন !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago
জল রং দিয়ে রঙিন গিটারের চিত্র অঙ্কন

20220307_171423.jpg

1.jpg1.jpg

পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা অঙ্কনের মাধ্যমে বস্তুটিকে অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যাই। কিন্তু সবসময় সেই বস্তু গুলো খেয়ালে আসে না। আজকে আমি জল রং ব্যবহার করে একটি রঙিন গিটারের চিত্র অঙ্কন করেছি। এই গিটারটি হয়তো খুব সাধারণ কিন্তু সেই সাধারণ বস্তুটিকেই অসাধারণ ভাবে তুলে ধরা হয়েছে এই অঙ্কনের মাধ্যমে। আমি আমার অভিজ্ঞতা থেকে চেষ্টা করি নিজে কিছু করার ও আমার নিজের দক্ষতাকে কাজে লাগানোর। জল রং দিয়ে আমি অঙ্কন করতে যেমন পছন্দ করি তেমনি জল রঙের করা অঙ্কন গুলো আমার কাছে ভালো লাগে। একটি সাধারণ দৃশ্য ও চিত্রকে অসাধাণ ভাবে ফুটিয়ে তোলাই হলো জল রংঙের কাজ। কিন্তু এটাও একটা দক্ষতার বেপার যা সবাই পারে না।

একটি সাদা স্বচ্ছ কাছের গ্লাসে অনেক রঙ্গে রঙ্গিত একটি গিটার। গিটার টি দেখলে মনে হয় যেন এক স্বপ্নের রঙীন দেশ আর সেখানে রেখে দেয়া হয়েছে এই গিটারটি। সাদা কাছের গ্লাসে দেখা যাচ্ছে তার প্রতিচ্ছবি। সবকিছু মিলিয়ে সত্যি অসাধারণ একটি অঙ্কন আমি মনে করি। আপনাদের কাছে আমার করা এই গিটারটির অঙ্কন কেমন লাগলো মন্তব্য করে জানাবেন অবশ্যই। বেশ সময় ও ধর্য নিয়ে এই অঙ্কনটি করেছি। আমি আমার অবসর সময় গুলোতে এই কাজ গুলো করে থাকি। আর এই কাজ গুলো করার জন্য প্রয়োজন নিরিবিলি ও সুন্দর একটা পরিবেশ।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে জল রং দিয়ে রঙিন গিটারের চিত্র অঙ্কন করেছি। অঙ্কনের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি একে একে শেয়ার করেছি। আপনারা আমার পোস্টি দেখলেই বুঝতে পারবেন কি ভাবে অঙ্কনটি সম্পূর্ণ করা হয়েছে। আশাকরি আপনাদের কাছে আমার আজকের জল রং দিয়ে রঙিন গিটারের চিত্র অঙ্কন টি ভালো লাগবে।

আজকে আমি আমার এই অঙ্কন টি করতে ব্যবহার করেছি - জল রং , রং করার তুলি , আর্ট পেপার ও আধা কাপ পানি।

এখান থেকে আমি আমার অঙ্কনের ধাপ গুলো শুরু করলাম।

ধাপ-1.

2.jpg

ধাপ-2.

3.jpg

ধাপ-3.

4.jpg

ধাপ-4.

5.jpg

ধাপ-5.

6.jpg

ধাপ-6.

7.jpg

ধাপ-7.

8.jpg

ধাপ-8.

9.jpg

ধাপ-9.

10.jpg

ধাপ-10.

11.jpg

ধাপ-11.

12.jpg

ধাপ-12.

13.jpg

ধাপ-13.

14.jpg

ধাপ-14.

15.jpg

ধাপ-15.

16.jpg

ধাপ-16.

17.jpg

ধাপ-17.

18.jpg

ধাপ-18.

19.jpg

ধাপ-19.

20.jpg

ধাপ-20.

21.jpg

ধাপ-21.

23.jpg

24.jpg

1.jpg1.jpg

আপনাদের কাছে আমার আজকের জল রং দিয়ে রঙিন গিটারের চিত্র অঙ্কন টি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।



break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 
বাহ্ আপু মনি বাহ্!! আপনি খুবই চমৎকার করে জল রং দিয়ে রঙিন গিটারের চিত্র অঙ্কন !!করেছেন।যা সত্যি আধুনিক এবং অন্যরকম একটা সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছেন আপনি এত চমৎকার একটি অংকন আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে♥♥
 3 years ago 

আমি আমার চেষ্টায় সফলতা পেয়েছি আপনার সুন্দর মন্তব্যের মাঝে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি গিটারের এর চিত্র অঙ্কন করেছেন। সত্যিই অসাধারণ হয়েছে আপনার গিটারের চিত্রটি।আপনার আকা দক্ষতা খুবই সুন্দর।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার পেইন্টিং দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত অসাধারন লেগেছে যে আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আপনার পেইন্টিং এর দিকে। কালার কম্বিনেশন একদম দেখার মত ছিল। এত অসাধারন একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমি আমার চেষ্টায় সফলতা পেয়েছি আপনার সুন্দর মন্তব্যের মাঝে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে জল রং দিয়ে রঙিন গিটারের চিত্র অঙ্কন করেছেন অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। এটা আমাকে দিয়ে দিন। শুভ কামনা রইলো ভালো থাকুন।

 3 years ago 

আমি আমার চেষ্টায় সফলতা পেয়েছি আপনার সুন্দর মন্তব্যের মাঝে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

জল রং দিয়ে রঙিন গিটারের চিত্র অঙ্কনটি অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর চিত্রাঙ্কন করতে পারেন সেটা আপনার প্রজেক্টি প্রমাণিত। খুব ভালো লাগছে গিটারের সাথের কালার গুলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি চিত্রাঙ্কন আমাদের সাথে শেয়ার করার জন‍্য। শুভেচ্ছা রইল আপনার জন‍্য।

 3 years ago 

আমি আমার চেষ্টায় সফলতা পেয়েছি আপনার সুন্দর মন্তব্যের মাঝে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু অনেক সুন্দর হয়েছে।আপু আপনার জল রং দিয়ে খুব সুন্দর করে গিটারের পেইন্টিং করেছেন।আপু অনেক সময় নিয়ে এই কাজগুলো করেন।কালার গুলো ও অনেক সুন্দর। ভালো ছিলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

জল রং দিয়ে করা আপনার গিটারের চিত্রাংকন টি জাস্ট অসাধারণ। এত কালারফুল লাগছিল আপনার গিটারের চিত্রাংকন টি সেখান থেকে চোখ সরানো অনেক কষ্টকর। সব মিলিয়ে আপনার গিটারের চিত্রাংকন টির প্রত্যেকটা কালার এত চমৎকার ভাবে ফুটে উঠেছে যে ভাষায় প্রকাশ করার মত নয়। সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল।

 3 years ago 

আমি আমার চেষ্টায় সফলতা পেয়েছি আপনার সুন্দর মন্তব্যের মাঝে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু সত্যি বলছি জল রং দিয়ে আমার দেখা বেস্ট আর্ট হচ্ছে এই আর্ট টি।
আমি আসলেই বুজতে পারছিনা কি বলবো। জাস্ট অবাক করার মতো এই আর্ট টি। আমি কখনো জল রং দিয়ে আর্ট করিনি। ভয় করে, মনে হয় সুন্দর হবেনাহ। তাই আর করা হয়নি।

ধন্যবাদ আপনাকে সুন্দর এই আর্ট টি শেয়ার করার জন্য

 3 years ago 

আমি আমার চেষ্টায় সফলতা পেয়েছি আপনার সুন্দর মন্তব্যের মাঝে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনিও চেষ্টা করেন অবশ্যই পারবেন।

 3 years ago 

আপনি তো অনেক প্রতিভাবান একজন আর্টিস্ট। আপনার আর্ট ক্রাফটগুলো অসাধারণ হয় আজকের আর্টটাও অনেক ভালো ছিল। জলরং দিয়ে গিটার এর আর্টটা সুন্দর হয়েছে। দারুণ লাগছে দেখতে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 3 years ago 

আমি আমার চেষ্টায় সফলতা পেয়েছি আপনার সুন্দর মন্তব্যের মাঝে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 80502.73
ETH 3190.86
USDT 1.00
SBD 2.77