আত্মকথা।

in আমার বাংলা ব্লগlast month (edited)

image.png

image source

আমাদের জীবন ধারা মাঝে মধ্যেই পরিবর্তন হয়। আজকে আপনি এভাবে চলছেন কালকে আপনার অবস্থা এমন থাকবে এটার কোনো নিশ্চয়তা নেই। যেমন আমার কথাই বলি , বাবু হওয়ার আগে আমার জীবন ছিল একরকম আর বাবু হওয়ার পর জীবন একদমই পাল্টে গিয়েছে। আচ্ছা যাই হোক , এই সব কিছুর মধ্যে জীবন চলার সময় মাঝে মধ্যেই কিছু প্রশ্ন মাথায় আসে। হোক সেটা জীবন প্রাসঙ্গিক অথবা জীবনের বাইরের কোনো বিষয় নিয়ে। যেগুলোর উত্তর কখনোই খুঁজে পাওয়া যাবে না। আসলে জীবনটা ছোট আবার ছোটও না। ছোট না বলার কারণ হচ্ছে , আপনার এই জীবনে আপনি অনেক কিছু শিখেছেন জেনেছেন কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে সবই আমার ভুলে যান।

এবং এই প্রসেস চলতেই থাকে যতদিন না আপনি মৃত্যু বরণ করছেন। আমাদের চোখে ছোট লাগলেও জীবন সত্যিকার অর্থেই অনেক বড় , বিশেষ করে তখন যখন আপনার জীবনে দুঃখ কষ্ট নেমে আসে। আসলে আজকের পোস্ট কোনো একটা নির্দিষ্টি বিষয়কে নিয়ে লিখছি না , আজকের পোস্টটা মূলত আমাদের মনের মধ্যে থাকা সব আত্মকথা গুলোকে একত্রে মিলিয়ে লিখছি। যাই হোক , একটা বিষয় থেকে আরেকটা বিষয়ই স্থানান্তরিত হলে বিভ্রান্ত হবেন না। আসলে ১ টা জীবনে নিজের আত্মকথার শেষ নেই। হাজার রকমের প্রশ্ন , হাজার রকমের ভাবনা মনের মধ্যে ঘুরপাক খায়।

আসলে অনেক ছোট থেকেই আমি একটা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াতাম। অনেক জায়গায় খুঁজেছি এই প্রশ্নটা , ছোট বেলায় হটাৎ একদিন মন খারাপ হওয়ার কারণে আমার মনের মধ্যে আসলো যে এই পৃথিবীতে কি আমি নিজের ইচ্ছায় এসেছি ? আর কেনই বা এসেছি ? যদিও ছোট ছিলাম তখন , এই রকম অদ্ভুত অদ্ভুত প্রশ্ন মাঝে মধ্যেই আসতো তবে এই প্রশ্নটা বড় হয়েও উত্তর খুঁজি যে আদেও আমি পৃথিবীতে নিজের ইচ্ছেয় এসেছিলাম ? এই প্রশ্নের উত্তরের জন্য অনেক জায়গায় খুঁজেছি কিন্তু তেমন যুক্তি সঙ্গত উত্তর পাইনি। যদিও কেন এসেছি সেই উত্তর অনেক আগেই পেয়ে গিয়েছি , কেননা আমাদের কুরআনে উল্লেখ আছে , আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের পরীক্ষা করার জন্য। কিন্তু এসেছি কি নিজের ইচ্ছায় ? সেই যাই হোক , অদ্ভুত প্রশ্ন এটা। এটার উত্তর মনে হয়না কোনদিন কোথাও খুঁজে পাওয়া যাবে।

আসলে জীবনের যে উত্থান পতন থাকে সেই জিনিষটা ছোট বেলায় না বুঝার কারণে নানান অদ্ভুত অদ্ভুত প্রশ্ন মাথায় এসে পড়তো। কিন্তু বড় হওয়ার সাথে সাথে বুঝেছি , সব কিছু নিয়েই জীবন। এটা মেনে যে জীবন কাটাবে সেই সুখী হবে।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 last month 

প্রত্যেকটি জীবনেরই একটি উদ্দেশ্য থাকে, নিয়তি থাকে আর স্বপ্ন নিয়ে বেড়ে ওঠে। জীবনের অর্থ একেক জনের কাছে একেক রকম ঠেকে বৈকি, তবে সবচেয়ে বড় হয়ে ধরা দেয় কিছু মৌলিক প্রশ্নের উত্তর পাওয়া।
যদি এগুলোর উত্তর পাওয়া হয়ে যায়, তখন জীবন সার্থক ও মহৎ হয়।
আশা করি আমরা সকলেই সে প্রশ্নের সমাধান খুঁজে পাবো।

 last month 

আমাদের জীবনটা পরিবর্তনশীল। তাই জীবনের পরিবর্তন ভালো হোক কিংবা খারাপ, সেটা অবশ্যই মেনে নিতে হয়। তবে সুখের সময় গুলো তাড়াতাড়ি অতিবাহিত হলেও,দুঃখের সময় কাটতে চায় না সহজে। আর তখনই মনে হয় জীবনটা অনেক বড়। যাইহোক আমি যতটুকু জানি,আমরা পৃথিবীতে আসতে চাইনি। কিন্তু আল্লাহ তায়ালা আমাদেরকে পরীক্ষা করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমরা পৃথিবীতে এসেছি বলেই,পৃথিবীতে আসার পরপরই আমরা কান্না করে থাকি। যাইহোক পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

আমার মনে হয় মানুষের জীবনের আত্মকথার শেষ নেই। কখনো মানুষের জীবনে সুখের আভাস পাওয়া যায় আবার কখনো দুঃখের চাদরে মোড়ানো থাকে। শেষের কথাগুলো বেশ ভালো লাগলো আপু হ্যাঁ পৃথিবীতে আমরা নিজের ইচ্ছায় আসিনি এসেছি সৃষ্টিকর্তার ইচ্ছায়। আর আমাদের উচিত প্রতিনিয়ত সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করা।

 last month 

জীবন একই রকম ভাবে কাটে না।জীবনে উত্থান-পতনের মধ্যে দিয়েই কেটে যায়। ছেলেবেলা এই কথাটি না বুঝতে পারলেও এখন বুঝি।আর এটা বুঝি যেখানে যেভাবেই আমরা এই পৃথিবীতে আসিনা কেন আমাদের আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য ই।মনের মধ্যে অনেক কথা ঘুরপাক খেলে ও জীবন আমাদের একটাই।এই জীবনকে সঠিক পথে চালিয়ে নিলে আমাদের ই মঙ্গল।ধন্যবাদ আপু।

 last month 

এই পৃথিবীতে কি আমি নিজের ইচ্ছায় এসেছি ? আর কেনই বা এসেছি ?

প্রশ্নটা কিন্তু যুক্তি সংগত আপু।তবে দেখুন আমাদের আদি পিতা আদম (আ)কে সৃষ্টি করার পর জান্নাতে তাকে থাকতে দিয়েছিলেন আল্লাহ।তখন একা একা জান্নাতে ভালো না লাগায় হওয়া(আ) কে সৃষ্টি করেছিলেন।তখন তাদের একটা বৃক্ষের নিকট যেতে নিষেধ করেছিল ।কিন্তু ভুল বশত তারা রবের আদেশ অমান্য করে তাই আল্লাহ তাদের ভুলের জন্য পৃথিবীতে পাঠিয়ে দেয়।এতে ইচ্ছা বা অনিচ্ছার জন্য কিছু যায় আসেনা কারণ ভুল করলে শাস্তি পেতে হবে এটাই স্বাভাবিক।আর আমাদের পৃথিবীতে আসার কারণ হলো রবের প্রতিনিধিত্ব করা।আমি ছোট মানুষ তাই ছোট করে ব্যাখ্যা দিলাম। ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
জীবনে সুখ দুঃখ দুটো জিনিসই আছে কিন্তু জীবনটা তখনই বৃহৎ লাগে যখন জীবনে দুঃখ নামক কঠিন জিনিসটার সমাগম হয়।

 last month 

আমরা পৃথিবীতে কেন এসেছি কী করছি নিজের ইচ্ছায় এসেছি কীনা এসব প্রশ্নের উওর খুজতে খুজতে আমাদের জীবন শেষ হয়ে যায়। আর যখন খুজে পাই তখন দেখি জীবনের অধিকাংশ সময় আমি অতিবাহিত করে এসেছি। এর কোন ব‍্যাখ‍্যা নেই। এইরকম আত্মকথা প্রত‍্যেকটা মানুষেরই আছে। সবাই কোন না কোন একটা দ্বিধায় ভোগে।

 last month 

আপু আপনার মনের ভিতরে লুকিয়ে থাকা আত্নকথা খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আমারও মনের ভিতরে তেমনি অনেক কথা ঘুরতে থাকে কিন্তু লিখতে গেলে আর পারিনা। সত্যিই এই জীবন ছোট বলা যাবে না কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা অনেক কিছু শিখছি আর দেখতেও পাচ্ছি। কখনো সুখ এসে ধরা দিয়েছে কখনও বা দুঃখের সাগরে ভেসে গিয়েছি। কিন্তু সুখের সময়টা তাড়াতাড়ি চলে গেলেও, দুঃখের সময় পার করা খুবই কঠিন আর তখনই মনে হয় জীবটা অনেক বড়। তবে আপু আপনার অদ্ভুত প্রশ্নের উত্তর একটাই আমরা কখনো এই পৃথিবীতে নিজের ইচ্ছেতে আসি না। তারজন্যই তো পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কান্না শুরু করি। তবে হ্যাঁ এটা ঠিক বলেছেন আল্লাহ তায়ালা আমাদের পরীক্ষা করার জন্যই বরং এই পৃথিবীতে পাঠিয়েছেন। যাই হোক আপনার মনের ভিতরে লুকিয়ে থাকা হাজারো কথা নিয়ে লেখা আত্নকথা পড়ে খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 66137.20
ETH 3543.37
USDT 1.00
SBD 2.56