পারিবারিক শিক্ষা।

in আমার বাংলা ব্লগ2 months ago

image.png

image source

অনেকেই বলে যে ব্যবহার বংশের এবং পারিবারিক শিক্ষার পরিচয় বহন করে। ব্যাপারটার সাথে আমিও কিন্তু একমত। একটা শিশু ছোট থেকে যখন বড় হয় তখন তাকে যা যা পরিবার থেকে শিখানো হয় সে সেইটাই করে। এক কথায় শিশু হচ্ছে একটা আয়নার মতো , পরিবারের সকল শিক্ষা দীক্ষাই তার মধ্যে প্রতিফলিত হবে। যদিও কিছু কিছু সময় পরিবারকে দায়ী করা বোকামি হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই এইসবের জন্য পরিবার দায়ী। এইগুলো নিয়ে একটু পরই আলোচনা করছি। আর সত্যি কথা বলতে সম্মান হচ্ছে মন থেকে দেয়ার জিনিস। উপরে উপরে সম্মান দেখিয়ে এবং পিছ থেকে তার অমঙ্গল কামনা করার মানেই হয়না।

অনেক সময় দেখা যায় পরিবার থেকে সঠিক শিক্ষার পাওয়ার পরও সঙ্গীর কারণে চলা ফেরা এবং আচার ব্যবহার খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ছেলে মেয়েরা কাদের সাথে চলা ফেরা করছে। সঙ্গ দোষে যে লোহাও ভাসে সেটা আমাদের কম বেশি সবারই জানা আছে। তবে এই বন্ধুত্ব করার বিষয়টাও সে একটা সময় বেছে শুনে বাছাই করবে তবে সেটার জন্য তার পর্যাপ্ত পরিমান বয়স হওয়া লাগে। এই ধরুন ১৫ থেকে ১৮ বা ১৯ বছর পর্যন্ত যদি একটা ছেলে বা মেয়েকে চোখে চোখে রাখা যায় তাহলে সত্যি বলতে সে নিজের থেকেই বুঝতে পারবে কোন জিনিষটা তার জন্য ভালো হবে আর তার কার কার সঙ্গেই বা চলা উচিত।

আর যদি পরিবার নিয়ে কিছু কথা বলি , তাহলে ছোট থেকেই তাকে যা শিক্ষা দেয়া হবে সে সেটাই বড় হয়ে প্রতিফলিত হবে। আবার অনেক ক্ষেত্রেই তাকে ভালো কিছু শিক্ষা দেয়ার পরও তার সামনে আমরা সেইসব কাজ গুলোই করে ফেলি যেগুলো আমরাই শিখিয়েছি তাকে এইসব করা খারাপ। তবে আমাদের থেকে এইসব করতে দেখে তারাও আস্তে আস্তে শিখে যায়। তাই সত্যি বলতে সব দিক থেকেই আমাদের সতর্ক হতে হবে। কেননা আমরা কেউই চাইনা আমাদের ছেলে বা মেয়ে দিন দিন খারাপ কোনো কিছুর দিকে ধাবিত হোক।

তাই আমরা সব সময় চেষ্টা করবো সব সময় আমাদের সন্তানদের ভালো কিছু শিক্ষা দিতে , যাতে করে সে সকলকে সম্মান এবং ভালোবেসে যেতে পারে। সবাই যাতে একজন আদর্শ ব্যক্তি মানে এবং তাকে অনুসরণ করে। এবং এতে করে আমাদেরই গর্ব বোধ হবে। আজ এই পর্যন্তই , আশা করছি আজকের পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ এতক্ষন অব্দি পোস্টটি পড়ার জন্য।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 months ago 

আপু খুব সুন্দর কথা বলেছেন, একটা শিশু আয়নার মতো পরিষ্কার আর সে যা কিছু শিখে সব তার পরিবার থেকেই শিখে। পরিবার তাকে যেই শিক্ষা দেয় সে তাই শিখে। কোনো পরিবার চায় না তার সন্তান খারাপ শিক্ষা পাক। কিন্তু যখন সে বড় হয় তখন সে খারাপ বন্ধু বান্ধবের আড্ডায় খারাপ পথে চলে যায়। তারজন্য ও কিন্তু পরিবার দায়ী। কারণ সন্তান কে ভালো বন্ধু নির্বাচন করে দেওয়ার দায়িত্ব পরিবারের। কিন্তু যেই সময় বন্ধু নির্বাচন করার সময় আসে তখন পরিবার সন্তান কে একা ছেড়ে দেয়। সেজন্যই পরিবার থেকে ভালো শিক্ষা পেলেও তারা খারাপ সঙ্গীর সাথে মিশে খারাপ হয়ে যায়। ঠিক বলেছেন আপু আমাদের সবার উচিত সন্তানদের ভালো শিক্ষা দেওয়া যাতে সে সবাইকে সম্মান করে ও ভালোবাসে।

 2 months ago 

বড়দের সম্মান দেওয়া এই শিক্ষাগুলো পারিবারিক থেকেই গড়ে ওঠে এ কথাটা আপনি ঠিক বলেছেন এবং আপনার কথার সাথে আমি একমত । আসলে পড়াশোনা শিক্ষার চেয়ে পারিবারিক শিক্ষা টাই আমার মনে হয় আগে কারণ একটা সমাজের সুস্থ সবল ভাবে চলার জন্য সুন্দর ব্যবহার এবং পারিবারিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ।

 2 months ago 

বাহ্! দারুণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন আপু। প্রতিটি শিশুর জন্য পারিবারিক শিক্ষাটা খুবই জরুরী। কারণ প্রতিটি শিশু বেসিক শিক্ষা পরিবার থেকেই পেয়ে থাকে। তাছাড়া বর্তমান যুগে কিছু কিছু ছেলে মেয়ে সঙ্গ দোষে বাজে পথে পা বাড়াচ্ছে। তাই যতোটা সম্ভব সন্তানদের খোঁজ খবর রাখা উচিত। কারণ একটি সন্তান যদি খারাপ পথে চলে যায়, তাহলে পরিবারের সবাইকে দুর্ভোগ পোহাতে হয়। যাইহোক দারুণ লিখেছেন আপু। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58440.50
ETH 2618.70
USDT 1.00
SBD 2.39