নাটক রিভিউ: হঠাৎ বড়লোক।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........
আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজকে আমি নীলয় আলমগীর অভিনীত নাটক হঠাৎ বড়লোক নিয়ে কথা বলবো। এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনেই এই নাটকটি আমি আপনাদের মাঝে রিভিউ নিয়ে আসলাম।
নাটকটির সামাজিক ও শিক্ষানীয়। আমাদের সমাজে ঘটে যাওয়া বিষয়গুলো এ নাটকে তুলে ধরা হয়েছে। আমাদের সময় তো অনেক মানুষ আছে যারা গরিবদের মূল্যায়ন করতে চায়না এমন কি পরিবার থেকেও নানা রকম বাধা আসে নানা রকম কটুকথা কথা শুনতে হয়। সমাজের মানুষ মূল্যায়ন করতে চাই না। প্রিয় জন ছেড়ে চলে যায়। এই নাটকটি আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছে যে মানুষের মূল্যায়ন টাকায়। যার টাকা আছে তার মূল্যায়ন আছে। সবাই সম্মান করবে ভালো জায়গায় বসাতে চাইবে। এবং নেতা / বিচারক হিসাবেও তাকে প্রাধান্য দেবে যতই সে অজ্ঞ হোক না কেনো। কারন তার অনেক টাকা আছে। যাই হোক আর কথা না বাড়িয়ে এবার নাটকের রিভিউতে যাওয়া যাক।
পোস্টের ধরন | নাটক রিভিউ |
---|---|
নাটকের নাম | হঠাৎ বড়লোক |
পরিচালক | মোহিন খান। |
অভিনয়ে | নিলয় আলমগীর, তাসনুভা তিশা, মাসুম বাশার, সুমাইয়া আর্পা ও আরও অনেকেই। |
দৈর্ঘ | ৪৫ মিনিট ০০ সেকেন্ড |
মুক্তির সময় | ২৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ |
নাটকের শুরুতে দেখা যায় নায়কের বাড়িতে দুইজন লোক এসে নায়িকা অনেক ডাকাডাকি করে। নায়ক ঘর থেকে বের হলে তারা দুইজন মার মুখে ভঙ্গিতে তার সাথে কথা বলে। কারণ নায়ক তাদের কাছ থেকে ঢাকা ধার করে আজ এক বছর ধরে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। নায়ক তাদের হাত থেকে বাঁচার জন্য এক সপ্তাহের সময় চাই।
টাকা ধার নেওয়ার কথা তার বউ জানতে চাইলে তার বউ তাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলে। এই কথা শোনার পর নায়ক তার বউকে অনেক অনুরোধ করে তাকে ছেড়ে চলে না যাওয়ার জন্য।
এরপর একদিন নায়ক হঠাৎ রাস্তা দিয়ে আসছিল এমন সময় সে একটি ব্যাগের সাথে পা বেধে পড়ে যায়। পড়ে সে ব্যাগ খুলে দেখে তার ভেতর অনেক গুলা টাকা। এই টাকা দেখে নায়কের সাথে যে দুই জন হুমকি দিয়েছিলো তারা নায়কের দেহরক্ষি হিসাবে কাজে যুক্ত হয়।
বাড়ি ফিরে এসে তার বউকে সে জানাই যে সে রাস্তায় অনেকগুলো টাকা কুড়িয়ে পেয়েছে এবং সে হঠাৎ বড়লোক হয়ে গেছে। তার বৌদি সকালবেলায় তাকে অনেক গালাগালি করছিলে এবং বাপের বাড়ি চলে যাওয়ার কথা বলেছিল তাই নায়ক তাকে কাবিন নামার ২ লক্ষ টাকা অতিরিক্ত আরো ১ লক্ষ টাকা দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিতে চাইলে নায়িকা তখন বলে আমি তোমার বাড়ি ছেড়ে কোথাও যাবো না আমি এখানেই থাকবো।
নায়ক হঠাৎ বড়লোক হয়ে গেছে এ কথা সারাক্ষণ ছড়িয়ে পড়লে সেই গ্রামের আরেক জন বড় লোক তার মেয়েকে তার সাথে বিয়ে দেওয়ার চিন্তা করে। তার মেয়েকে নিয়ে নায়কের বাড়িতে আসে বিয়ের প্রস্তাব দিতে। কিন্তু নায়কের বউ এতে বাধা দেয়।
পরে নায়িকা ওই মেয়ের সাথে আলাদা ভাবে দেখা করে এবং তাকে হুমকি দেয় যেনো সে তার স্বামীকে বিয়ে করার কথা আর না বলে। সেখানে তাদের দুই জনে একটু মারামারি ও হয়।
জামাই এর অনেক টাকা হয়েছে শুনে শ্বশুর-শাশুড়ি নায়কের বাড়িতে চলে আসে এবং তারা তাদের ভুল স্বীকার করে। নায়ক সুযোগ পেয়ে তাদেরকেয়াচভহা রকম কথা শোনাতে থাকে। কারন তারাও নায়কের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল।রাতে খাবার খাওয়ার সময় নায়ক তার দেহরক্ষীকে খাবার খেয়ে পরীক্ষা করতে বলে কারণ সে তাদেরকে বিশ্বাস করে না তাকে হয়তো বিষ খেয়ে মরেও ফেলতে পারে।
এরপর একদিন নায়ক চলে যায় তার বোনের জামাইয়ের বাড়িতে। গিয়ে দেখে তার বোনজামাই তার বোনকে টাকার জন্য অনেক মারধর করছে। সেখানে গিয়ে নায়ক তার বোন জামাইকে উচিত শিক্ষা দেয় এবং সে তার ভুল গুলা স্বীকার করে ভালো হয়ে যায়।
গ্রামের সেই বড়লোক তার মেয়েকে নায়কের সাথে বিয়ে দিতে না পারার ফলে সে অন্য একটি বুদ্ধি বের করে।সে থানায় গিয়ে নাকে টাকা পাওয়ার বিষয়টা জানাই কারণ এই টাকাটা পুরোটাই অবৈধ। একদিন রাতে পুলিশ এখানে আসে এবং নায়েককে বলে সেই টাকা বের করে দিতে না হলে তাকে জেলে ঢোকানোর ভয় দেখায়। নায়ক সেই টাকা বের করে নিয়ে আসে। পরে সেই টাকা ভালো করে দেখে জানা যায় সেটা নকল ছিলো।
কিন্তু এই কেউ বিশ্বাস করতে চাই না পড়ে নায়ক সব বিষয় খুকে বলে। নায়ক জানায় যে এটা তার সাধনা নাটক ছিল কারণ সে করেছিল বলে তার বউ তার ঘরে থাকতে চাইছিল না।কিন্তু নায়ক তার বউকে অনেক ভালবাসত যার কারণে এই মিথ্যে অভিনয় করতে বাধ্য হয়েছে। কোন দিকে তার শ্বশুর-শাশুড়ি গ্রামের লোকজনকেই তাকে দাম দিত না কিন্তু যখনই সে হঠাৎ বড়লোক হয়ে যায় তখন সবাই তাকে মূল্যায়ন করতে থাকে। সে বোঝাতে চাইছিল যে টাকা থাকলে সব কিছু আপন হয়ে যায় এবং সবই অনেক সম্মান করে।
এরপর নাটকটি শেষ হয়ে যায়.............
পোস্টের বিষয় | নাটক |
---|---|
পোস্টকারী | মোহাঃ আশিকুর রহমান |
ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
লোকেশন | পাবনা |
এই নাটকটার রিভিউ সম্পূর্ণ পড়ে খুব ভালো লাগলো আমার কাছে। সময়ের কারণে যদিও নাটক খুব একটা দেখা হয় না, তবে রিভিউর মাধ্যমে নাটকের রিভিউ পোস্ট পড়ার জন্য চেষ্টা করি। এই নাটকের কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আমি ভাবছি সময় পেলেই নাটকটা আমি দেখবো। আশা করছি আপনি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর নাটকগুলো রিভিউ আমাদের মাঝে শেয়ার করে যাবেন। অনেক ধন্যবাদ এই নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
নাটক যেমন বিনোদন তেমন শিক্ষনীয় বিষয়। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর নাট্যকররা নাটক করে থাকেন যে নাটকগুলো দেখলে অনেক কিছু শেখা যায় অনেক কিছু বিনোদন পাওয়া যায়। ঠিক তেমনি একটা নাটক ছিল আজকের রিভিউ করা নাটকটা। নাটকটা কিন্তু দারুণ।
ভাইয়া নিলয় আলমগীরের খুবই সুন্দর একটি নাটক রিভিউ পোস্ট আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ভাইয়া নাটকটি দেখেই পুষ কয়েমের কথা মনে হয়ে গেল। কেননা এটা আমাদের সকলের অনেক আশা। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
এই নাটকটা আমার যদিও দেখা হয়নি, কিন্তু নাটকের কয়েকটা শর্ট ভিডিও দেখেছিলাম। হঠাৎ বড়লোক নাটকটা যেমন অনেক সুন্দর ছিল তেমনি অনেক শিক্ষনীয় ছিল। আসলে মানুষ টাকাকে সবকিছুই মনে করে। যারটা কাছে সে সবার কাছে ভালো আর সবার কাছে সম্মানীয় ব্যক্তি।
নিলয় আলমগীরের নাটক গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার রিভিউ করা নাটকটি এখনো দেখা হয়নি তবে নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। সময় করে নাটক টি দেখে নেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
হঠাৎ বড়লোক নাটকটি দেখা হয়নি। আপনার পোস্ট পড়ে ভালোভাবেই বুঝতে পারলাম ভাইয়া। আসলে টাকা হলে সবাই মূল্যায়ন করতে শুরু করে। দারুন একটি নাটক রিভিউ শেয়ার করেছেন ভাইয়া। পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।
হঠাৎ বড়লোক নাটকটি গতকাল ইউটিউব এ দেখলাম। নাটকটির গল্প বেশ ভালো লেগেছে। আপনি সুন্দর করে রিভিউ করেছেন। আবারো আপনার পোস্ট এর মাধ্যমে দেখতে পেয়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে এবং শিক্ষণীয় বিষয় নিয়ে তৈরি করা নাটকগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের নাটক টাও সেই রকমই একটা নাটক। টাকা থাকলে মানুষ মূল্যায়ন করে এই জিনিসটা নাটকে ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটা আগে কখনো দেখা হয়নি। আপনার রিভিউ এর মাধ্যমে দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।