নাটক রিভিউ: হঠাৎ বড়লোক।

in আমার বাংলা ব্লগ3 months ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।


আজ ২৮ সেপ্টেম্বর ২০২৪ ইংঃ রোজ শনিবার ।

বাংলায় ১৩ আশ্বিন ১৪৩১ খ্রিষ্টাব্দ।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........

আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজকে আমি নীলয় আলমগীর অভিনীত নাটক হঠাৎ বড়লোক নিয়ে কথা বলবো। এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনেই এই নাটকটি আমি আপনাদের মাঝে রিভিউ নিয়ে আসলাম।

নাটকটির সামাজিক ও শিক্ষানীয়। আমাদের সমাজে ঘটে যাওয়া বিষয়গুলো এ নাটকে তুলে ধরা হয়েছে। আমাদের সময় তো অনেক মানুষ আছে যারা গরিবদের মূল্যায়ন করতে চায়না এমন কি পরিবার থেকেও নানা রকম বাধা আসে নানা রকম কটুকথা কথা শুনতে হয়। সমাজের মানুষ মূল্যায়ন করতে চাই না। প্রিয় জন ছেড়ে চলে যায়। এই নাটকটি আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছে যে মানুষের মূল্যায়ন টাকায়। যার টাকা আছে তার মূল্যায়ন আছে। সবাই সম্মান করবে ভালো জায়গায় বসাতে চাইবে। এবং নেতা / বিচারক হিসাবেও তাকে প্রাধান্য দেবে যতই সে অজ্ঞ হোক না কেনো। কারন তার অনেক টাকা আছে। যাই হোক আর কথা না বাড়িয়ে এবার নাটকের রিভিউতে যাওয়া যাক।

নাটকের পোস্টার

1000003751.jpg

পোস্টের ধরননাটক রিভিউ
নাটকের নামহঠাৎ বড়লোক
পরিচালকমোহিন খান।
অভিনয়েনিলয় আলমগীর, তাসনুভা তিশা, মাসুম বাশার, সুমাইয়া আর্পা ও আরও অনেকেই।
দৈর্ঘ৪৫ মিনিট ০০ সেকেন্ড
মুক্তির সময়২৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ


1000003737.jpg

নাটকের শুরুতে দেখা যায় নায়কের বাড়িতে দুইজন লোক এসে নায়িকা অনেক ডাকাডাকি করে। নায়ক ঘর থেকে বের হলে তারা দুইজন মার মুখে ভঙ্গিতে তার সাথে কথা বলে। কারণ নায়ক তাদের কাছ থেকে ঢাকা ধার করে আজ এক বছর ধরে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। নায়ক তাদের হাত থেকে বাঁচার জন্য এক সপ্তাহের সময় চাই।

1000003738.jpg

টাকা ধার নেওয়ার কথা তার বউ জানতে চাইলে তার বউ তাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলে। এই কথা শোনার পর নায়ক তার বউকে অনেক অনুরোধ করে তাকে ছেড়ে চলে না যাওয়ার জন্য।

1000003739.jpg

এরপর একদিন নায়ক হঠাৎ রাস্তা দিয়ে আসছিল এমন সময় সে একটি ব্যাগের সাথে পা বেধে পড়ে যায়। পড়ে সে ব্যাগ খুলে দেখে তার ভেতর অনেক গুলা টাকা। এই টাকা দেখে নায়কের সাথে যে দুই জন হুমকি দিয়েছিলো তারা নায়কের দেহরক্ষি হিসাবে কাজে যুক্ত হয়।

1000003740.jpg

বাড়ি ফিরে এসে তার বউকে সে জানাই যে সে রাস্তায় অনেকগুলো টাকা কুড়িয়ে পেয়েছে এবং সে হঠাৎ বড়লোক হয়ে গেছে। তার বৌদি সকালবেলায় তাকে অনেক গালাগালি করছিলে এবং বাপের বাড়ি চলে যাওয়ার কথা বলেছিল তাই নায়ক তাকে কাবিন নামার ২ লক্ষ টাকা অতিরিক্ত আরো ১ লক্ষ টাকা দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিতে চাইলে নায়িকা তখন বলে আমি তোমার বাড়ি ছেড়ে কোথাও যাবো না আমি এখানেই থাকবো।

1000003742.jpg

নায়ক হঠাৎ বড়লোক হয়ে গেছে এ কথা সারাক্ষণ ছড়িয়ে পড়লে সেই গ্রামের আরেক জন বড় লোক তার মেয়েকে তার সাথে বিয়ে দেওয়ার চিন্তা করে। তার মেয়েকে নিয়ে নায়কের বাড়িতে আসে বিয়ের প্রস্তাব দিতে। কিন্তু নায়কের বউ এতে বাধা দেয়।

1000003743.jpg

পরে নায়িকা ওই মেয়ের সাথে আলাদা ভাবে দেখা করে এবং তাকে হুমকি দেয় যেনো সে তার স্বামীকে বিয়ে করার কথা আর না বলে। সেখানে তাদের দুই জনে একটু মারামারি ও হয়।

1000003745.jpg

জামাই এর অনেক টাকা হয়েছে শুনে শ্বশুর-শাশুড়ি নায়কের বাড়িতে চলে আসে এবং তারা তাদের ভুল স্বীকার করে। নায়ক সুযোগ পেয়ে তাদেরকেয়াচভহা রকম কথা শোনাতে থাকে। কারন তারাও নায়কের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল।রাতে খাবার খাওয়ার সময় নায়ক তার দেহরক্ষীকে খাবার খেয়ে পরীক্ষা করতে বলে কারণ সে তাদেরকে বিশ্বাস করে না তাকে হয়তো বিষ খেয়ে মরেও ফেলতে পারে।

1000003747.jpg

এরপর একদিন নায়ক চলে যায় তার বোনের জামাইয়ের বাড়িতে। গিয়ে দেখে তার বোনজামাই তার বোনকে টাকার জন্য অনেক মারধর করছে। সেখানে গিয়ে নায়ক তার বোন জামাইকে উচিত শিক্ষা দেয় এবং সে তার ভুল গুলা স্বীকার করে ভালো হয়ে যায়।

1000003749.jpg

গ্রামের সেই বড়লোক তার মেয়েকে নায়কের সাথে বিয়ে দিতে না পারার ফলে সে অন্য একটি বুদ্ধি বের করে।সে থানায় গিয়ে নাকে টাকা পাওয়ার বিষয়টা জানাই কারণ এই টাকাটা পুরোটাই অবৈধ। একদিন রাতে পুলিশ এখানে আসে এবং নায়েককে বলে সেই টাকা বের করে দিতে না হলে তাকে জেলে ঢোকানোর ভয় দেখায়। নায়ক সেই টাকা বের করে নিয়ে আসে। পরে সেই টাকা ভালো করে দেখে জানা যায় সেটা নকল ছিলো।

1000003750.jpg

কিন্তু এই কেউ বিশ্বাস করতে চাই না পড়ে নায়ক সব বিষয় খুকে বলে। নায়ক জানায় যে এটা তার সাধনা নাটক ছিল কারণ সে করেছিল বলে তার বউ তার ঘরে থাকতে চাইছিল না।কিন্তু নায়ক তার বউকে অনেক ভালবাসত যার কারণে এই মিথ্যে অভিনয় করতে বাধ্য হয়েছে। কোন দিকে তার শ্বশুর-শাশুড়ি গ্রামের লোকজনকেই তাকে দাম দিত না কিন্তু যখনই সে হঠাৎ বড়লোক হয়ে যায় তখন সবাই তাকে মূল্যায়ন করতে থাকে। সে বোঝাতে চাইছিল যে টাকা থাকলে সব কিছু আপন হয়ে যায় এবং সবই অনেক সম্মান করে।

এরপর নাটকটি শেষ হয়ে যায়.............


নাটক দেখার লিংক



নাটক দেখার পর আমার অনূভুতি ও রেটিং


নাটকটি আমার কাছে খুবই ভালো লাগছে। নীলয়ের নাটক গুলা আমার কাছে মোটামুটি ভালোই লাগে। এর আগে খুব একটা তার নাটক দেখতাম না। তবে বেশ কিছু দিন ধরেই সে অনেক ভালো ভালো নাটক আমাদেরকে উপহার দিয়ে আসছে। তার নাটক গুলা সত্যি অনেক প্রশংসনীয়। নাটকটির রেটিং ০৯/১০ দিলাম।
পোস্টের বিষয়নাটক
পোস্টকারীমোহাঃ আশিকুর রহমান
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা


আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার অমিল ও ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

1000003559.png

1000003558.png

Sort:  
 3 months ago 

এই নাটকটার রিভিউ সম্পূর্ণ পড়ে খুব ভালো লাগলো আমার কাছে। সময়ের কারণে যদিও নাটক খুব একটা দেখা হয় না, তবে রিভিউর মাধ্যমে নাটকের রিভিউ পোস্ট পড়ার জন্য চেষ্টা করি। এই নাটকের কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আমি ভাবছি সময় পেলেই নাটকটা আমি দেখবো। আশা করছি আপনি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর নাটকগুলো রিভিউ আমাদের মাঝে শেয়ার করে যাবেন। অনেক ধন্যবাদ এই নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

নাটক যেমন বিনোদন তেমন শিক্ষনীয় বিষয়। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর নাট্যকররা নাটক করে থাকেন যে নাটকগুলো দেখলে অনেক কিছু শেখা যায় অনেক কিছু বিনোদন পাওয়া যায়। ঠিক তেমনি একটা নাটক ছিল আজকের রিভিউ করা নাটকটা। নাটকটা কিন্তু দারুণ।

 3 months ago 

ভাইয়া নিলয় আলমগীরের খুবই সুন্দর একটি নাটক রিভিউ পোস্ট আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ভাইয়া নাটকটি দেখেই পুষ কয়েমের কথা মনে হয়ে গেল। কেননা এটা আমাদের সকলের অনেক আশা। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 months ago 

এই নাটকটা আমার যদিও দেখা হয়নি, কিন্তু নাটকের কয়েকটা শর্ট ভিডিও দেখেছিলাম। হঠাৎ বড়লোক নাটকটা যেমন অনেক সুন্দর ছিল তেমনি অনেক শিক্ষনীয় ছিল। আসলে মানুষ টাকাকে সবকিছুই মনে করে। যারটা কাছে সে সবার কাছে ভালো আর সবার কাছে সম্মানীয় ব্যক্তি।

 3 months ago 

নিলয় আলমগীরের নাটক গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার রিভিউ করা নাটকটি এখনো দেখা হয়নি তবে নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। সময় করে নাটক টি দেখে নেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 months ago 

হঠাৎ বড়লোক নাটকটি দেখা হয়নি। আপনার পোস্ট পড়ে ভালোভাবেই বুঝতে পারলাম ভাইয়া। আসলে টাকা হলে সবাই মূল্যায়ন করতে শুরু করে। দারুন একটি নাটক রিভিউ শেয়ার করেছেন ভাইয়া। পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।

 3 months ago 

হঠাৎ বড়লোক নাটকটি গতকাল ইউটিউব এ দেখলাম। নাটকটির গল্প বেশ ভালো লেগেছে। আপনি সুন্দর করে রিভিউ করেছেন। আবারো আপনার পোস্ট এর মাধ্যমে দেখতে পেয়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে এবং শিক্ষণীয় বিষয় নিয়ে তৈরি করা নাটকগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের নাটক টাও সেই রকমই একটা নাটক। টাকা থাকলে মানুষ মূল্যায়ন করে এই জিনিসটা নাটকে ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটা আগে কখনো দেখা হয়নি। আপনার রিভিউ এর মাধ্যমে দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.039
BTC 98204.12
ETH 3444.02
USDT 1.00
SBD 3.22