নাটক রিভিউ: পুতুল বউ পর্ব-২(শেষ)
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা।
আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে পুতুল বউ নাটকের শেষ পর্ব নিয়ে কথা বলবো। অনেক দিন আগে এই নাটকের প্রথম পর্ব আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। নাটকটি আমার কাছে অনেক ভালো লেগেছিলো। নাটকটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি খুব মনোযোগ দিয়ে দেখেছি।কারন নাটকের ভেতর অনেক কাহিনি ছিলো। প্রথম থেকে শেষ পর্যন্ত নাটকটি টান টান উত্তেজনা পূর্ন ছিলো।
ঈগল টিমে নাটক আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে এরা বেশ কিছু নাটক বের করেছে যা দর্শকনের মন জয় করে নিয়েছে। ঈগল টিমের নাটকের ভেতর কোন বাজে কথা, অশ্লীল দৃশ্য কোন কিছুই দেখা যায় না। এর জন্যই আমার কাছে নাটকটি বেশি ভালো লাগে। তাদের নাটকের ভেতর কিছু শিক্ষানীয় বার্তা থাকে। তাছাড়া আমাদের পারিবারিক জিবনের কিছু সমস্যার কথাও তুলে ধরা হয়। আপনারা হয়তো অনেকেই গোল টিমে নাটক গুলো দেখেছেন। আশা করি আপনাদের কাছে ও এই নাটক গুলো অনেক ভালো লাগে। তাহলে চলুন কথা না বাড়িয়ে নাটকটা আপনাদের মাঝে রিভিউ করে ফেলি।
পোস্টের ধরন | নাটক রিভিউ |
---|---|
নাটকের নাম | পুতুল বউ পর্ব-০২(শেষ পর্ব) |
পরিচালক | ইয়াসিন। |
অভিনয়ে | আজমাইন ও সাগরিকা। |
দৈর্ঘ | ৩৩ মিনিট ২৬ সেকেন্ড |
মুক্তির সময় | ১৬ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ |
নায়েক এবং নায়িকা যখন বাসর ঘরে বসে ছিল তখন নায়কের মা এসে নায়িকা সাথে অনেক বাজে ব্যবহার করতে থাকে। নায়িকা কে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে কিন্তু নায়ক সেখানে বাধা দেয়। কিন্তু নায়কের মা নায়কের কথা না শুনে উল্টা তাদেরকে ঘর থেকে বের করে দেয় এবং নায়িকার মা সেই ঘরে শুয়ে পড়ে।
পরদিন সকালে দেখা যায় নায়িকা নামাজ শেষ করে আল্লাহর কাছে সবকিছু সমাধানের জন্য দোয়া করছে। আসলে নায়িকা খুবই একটা ভালো মনের মানুষ। সে সবাইকে একসাথে নিয়ে চলতে চেষ্টা করছে।
এদিকে নায়িকার বাবা নায়িকার বাবার কাছে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে। কারণ সব বাবারাই তার মেয়েদেরকে অনেক ভালবাসে। নাকের বাবার কাছে নায়িকার বাবা জানতে চায় তার মেয়ে কেমন আছে। খারাপ থাকা সত্বেও নায়কের বাবা বলে আপনার মেয়ে অনেক ভালো আছে আপনি কোন টেনশন করবেন না।
নায়িকা ও নায়ক গেস্টরুমের ফ্লোরে শুয়ে ছিল এমন সময় নায়কের বোন নায়িকার গায়ে ঠান্ডা পানি ঢেলে দেও। তারপরও নায়িকা কিছুই বলে না। নায়ক ঘটনা জানতে চাইলে নায়িকা সেটাকে ঢেকে রাখার চেষ্টা করে।
পরের দিন সকালে নায়কের বাড়িতে পাশের ফ্ল্যাটের এক ভাবি আসে। শেষে নায়িকার মাকে বলে তোমার ছেলেকে বিয়ে দিয়েছো কিন্তু আমরা কিছু জানতে পারলাম না। প্রথমের দিকে নায়েকের মা অস্বীকার করে। নায়িকাকে দেখিয়ে পাশের বাড়ির ভাবি তখন জিজ্ঞাসা করে এটা কি তোমার বৌমা। তখন নায়কের মা বলে না এটা আমার বৌমা না এটা আমার আমাদের বাড়ির নতুন কাজের মেয়ে।
নায়কের বাবা অফিস থেকে ফিরে এসে দেখেন নায়িকা মন খারাপ করে বসে আছে। সে জানতে চায় তুমি কেন মন খারাপ করে বসে আছো মা? নায়িকা তখন সব ঘটনা খুলে বলে তখন নায়কের বাবা বলে তুমি টেনশন করো না একদিন সবকিছু ঠিক হয়ে যাবে।
এদিকে নায়িকাকে নায়কা জীবন থেকে চিরদিনের জন্য সরিয়ে ফেলার জন্য নায়কের মা এবং নায়কের বোন প্লান করে। এই কথা নায়িকা শুনে ফেলে। তারা নায়িকাকে ঘুমের ঘরে মেরে ফেলার জন্য বুদ্ধি করে। এদিকে নায়িকা সব ঘটনা শুনে ফেলার পর তার শাশুরকে বলে এবং নায়িকা অন্য একটা ফন্দি আটে। সে তার শশুরকে কয়েকটা মোটা কোলবালিশ নিয়ে এসে দিতে বলে।
এরপর নায়িকার মা ও বোন তাদের পরিকল্পনা মত কাজ করে নায়িকাকে বালির চাপা দিয়ে মেরে ফেলে। এরপর একটি বস্তায় ভরে দূরে একটি জঙ্গলে ফেলে দিতে যাই। কিন্তু হঠাৎ করে সেখানে পুলিশ চলে আসে যার কারণে নায়কের মা ও বোন ধরা পড়ে যায়। এরপর তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়। এবং তাদেরকে যারা করা হয় তারা কেন এ কাজটা করেছে। প্রথমের দিকে তারা স্বীকার করতে চায় না এরপর সেখানে নায়িকা উপস্থিত হয়ে যায় এটা দেখে তারা দুই জনে অবাক হয়ে যায়। এরপর পুলিশ তাদেরকে জেলে দেওয়ার কথা বলে। কিন্তু নায়িকা পুলিশকে বলে আমি তাদেরকে মাফ করে দিয়েছি এখন আপনার যদি কোন সমস্যা না থাকে তাহলে আপনি তোদেরকে মাফ করে দেন। এটা শুনে নায়িকার মা এবং বোন তাদের ভুল বুঝতে পারে। পরবর্তীতে পুলিশ তাদের দুজনকে ছেড়ে দেয়।
বাড়ি আসার পর নায়ক নায়িকাকে আবার নতুন করে বিয়ে দেয় তার মা। এরপর তাদের সংসার আর কোনরকম অশান্তি থাকে না। এরপর নাটকটি শেষ হয়ে যায়।
ব্যক্তিগতভাবে নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত নাটকটির ভিতরে অনেক বিনোদন এবং শিক্ষা নিয়ে বিষয় ছিল যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের সমাজে এমন ঘটনা অহরহ দেখা। সবাই মনে করে গ্রামের মেয়ে শহরে গিয়ে মানিয়ে চলতে পারবে না। কিন্তু এটা একদমই ভুল কথা। মানুষ পরিবেশ পেলে পারে সবকিছুই মানিয়ে নিতে সক্ষম। নাটকের রেটিং হিসেবে ০৯/১০ দিলাম।
পোস্টের ধরন | নাটক রিভিউ। |
---|---|
ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
লোকেশন | পাবনা |
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুব সুন্দর একটি নাটক রিভিউ করেছেন ভাইয়া। পুতুল বউ নাটকের প্রথম পর্বটি আমার পড়া হয়েছে। এই পর্বটিও পড়লাম খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে গুছিয়ে বিস্তারিত ভাবে আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। সুন্দর নাটক রিভিউ করে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমার নাটক রিভিউ আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। শুকরিয়া আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
ভাইয়া আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন। বর্তমান ঈগল টিম আমাদেরকে অনেক সুন্দর সুন্দর নাটক উপহার দিচ্ছে। আপনার শেয়ার করা নাটকটি এখনো দেখা হয়নি।খুব শীঘ্রই নাটকটি দেখে নিবো ভাইয়া।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
জ্বি ভাই আপনি ঠিক কথা বলেছেন। ঈগল টিম বেশ দারুন নাটক তৈরি করছে। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
সময়ের কারণে যদিও নাটক খুব একটা দেখা হয় না, তবে রিভিউর মাধ্যমে নাটকের রিভিউ পোস্ট পড়ার জন্য চেষ্টা করি। এই নাটকের কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আমি ভাবছি সময় পেলেই নাটকটা আমি দেখবো। আশা করছি আপনি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর নাটকগুলো রিভিউ আমাদের মাঝে শেয়ার করে যাবেন। অনেক ধন্যবাদ এই নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
মানুষের কাছে এখন সময়ের অনেক অভাব। যাই হোক তারপর আপনি নাটকের রিভিউ পড়ার চেষ্টা করেন শুনে অনেক ভালো লাগলো ভাই। শুকরিয়া আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য ভালো থাকবেন।
এটা একদম ঠিক বলেছেন, ঈগল টিমের নাটকের ভেতর কোন বাজে কথা, অশ্লীল দৃশ্য কোন কিছুই দেখা যায় না। ওদের নাটকগুলো আমারও দেখা হয়। পুতুল বউ নাটকটাও দেখেছিলাম। আজকে আপনার রিভিউ দেখে ভালো লাগলো। খুব সুন্দরভাবে পুরো নাটকের রিভিউ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
আমার কথায় আপনি সহমত পোষণ করেছেন দেখে অনেক ভালো লাগলো আপু। অনেক অনেক শুকরিয়া আপু অনেক সুন্দর করে আমার পোস্টে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
আজ তুমি অনেক সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করেছ আমাদের মাঝে। তোমার শেয়ার করা নাটক রিভিউটি পড়ে অনেক ভালো লাগলো। এই নাটকের প্রথম পর্ব আমি দেখেছিলাম তবে দ্বিতীয় পর্বটা যদিও দেখা হয়নি। সময় করে অবশ্যই দ্বিতীয় পর্বটি দেখে নেব। তোমাকে অসংখ্য ধন্যবাদ এত দারুন একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য।
শুকরিয়া জানাচ্ছি তোমাকে এত সুন্দর করে তোমার মতামত গুলা আমার পোস্ট শেয়ার করার জন্য।