নাটক রিভিউ: সাহেব নামে গোলাম পর্ব-০২।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........
আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে সাহেব নামে গোলাম নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলবো। বেশ কিছু দিন আগে আমি এই নাটকের প্রথম পর্ব আপনাকদের মাঝে শেয়ার করেছিলাম। নামকটির প্রথম পর্ব দেখে আমি অনেক মজা পেয়েছিলাম। আসলেই ইফতির নাটক গুলা খুবই ভালো হয়।
আমি সব সময় বলি যে ঈগল টিমে নাটক আমার কাছে অনেক ভালো লাগে। আর এই ভালো লাগার প্রধান কারন হলো তাদের নাটক গুলা সামাজিক কোন রকম অশ্লীল দৃশ্য কোন কথা বার্তা নেই। সাহেব নামে গোলাম নাটকটি তারা ইসলামিক নাটক হিসাবে পরিচালিত করছে।আপনারা অনেকেই হয়তো এই ঈগল টিমের নাটক দেখেন। আশা করছি আমি যেটা বলতে চাইছি সেটা হয়তো বুঝতে পেরেছেন। যাই আর বেশি কথা বাড়াবো না এবার আমি কাজের কথায় যায়।
পোস্টের ধরন | নাটক রিভিউ |
---|---|
নাটকের নাম | সাহেব নামে গোলাম পর্ব-২। |
পরিচালক | মো: হাসান হাফিজুর রহমান। । |
অভিনয়ে | ইফতি ও সাগরিকা। |
দৈর্ঘ | ৪৬ মিনিট ১৭ সেকেন্ড |
মুক্তির সময় | ১৯ নভেম্বর ২০২৪ খ্রিঃ |
নাটকের শুরুতে গ্রামের মেম্বার, শুভ ও কিছু লোকজন নিয়ে চেয়ারম্যানের বাড়িতে আসতে দেখা যায়। তাদের আসার কারন হলো সাহেব যে শুভকে মেরেছে তার বিচার করতে। চেয়ারম্যান ছিলো খুবই সৎ যার কারনে সবার মুখে কথা শুনে বিচার করার সিদ্ধান্ত নেয়। এরপর সেখানে সাহেবকে ডাকা হয়। সেখানে সাহেব উপস্থিত হলে তার মুখ থেকে সব কিছু শোনা হয়। সাহেব বলে আমি একটি নিরিহ মেয়েকে বাঁচতে তাকে মেরেছি প্রমান হিসাবে আপু মনি ছিলো। এরপর চেয়ারম্যানের মেয়ে স্বীকার করে যে সাহেব যেটা বলছে সেটা সত্য। এরপর চেয়ারম্যান সাহেবকে দিয়ে শুভর গলায় চুতার মালা পরিয়ে দেয়। এতে করে শুভ অনেক রেগে যায়।
এর পরের দিন নায়িকা তার প্রেমিকের সাথে দেখা করতে যায়। শুভ তাকে বলে তুমি যদি এই কথাটা অস্বীকার করতে তাহলে আমি সব কিছু পালটে দিতাম। জুতার মালা গলে লাগানোর পরও সে নায়িকাকে সে কিছুই বলে না। কারন সে তার বাবার সম্পত্তি হাতানোর জন্য সব কিছুই সহ্য করছে। তার বন্ধুদের বলে আমি কাটা দিয়ে কাটা তুলতে চাই। যে করেই হোক সাহেবকে চেয়ারম্যান বাড়ি থেকে তাড়াতে হবেই।
এরপর সাহেবকে ডেকে চেয়ারম্যান বলে সাহেব তুমি একটু সাবধানে থাকবা। তোমার কিছু হলে আমি অসহায় হয়ে পড়বো। এই গ্রামের ভেতর তোমার অনেক শত্রু বেড়ে গেছে। তাই যখনই যেখানে যাবে চোখ কান খোলা রাখবে। সাহেব বলে আপনি চিন্তা করবেন না আমি আল্লাহর নাম নিয়ে চলি আমার কোন ক্ষতি হবে না।
এর পরের দৃশ্যে দেখা যায় অনেক দিন পর চেয়ারম্যানের বোন তাদের বাড়িয়ে আসতে। দীর্ঘ দন পর তার বোনকে দেখে চেয়ারম্যান অনেক খুশি হয়। কিছুক্ষন পরে সেখানে নায়িকা চলে আসে। তার ফুফুকে দেখ নায়িকা অনেক খুশি হয়। খুশি হওয়ার কারন হলো ফুফুকে দিয়ে সে সাহেবকে এই বাড়িতে তাড়ানোর পরিকল্পনা করে। এমনকি তাকে বের করে দিতে পারলে ১ লক্ষ টাকা দিতে চাই নায়িকা। কিন্তু নায়িকা জানে না যে তার ফুফু তাদের সর্বনাশ করার জন্য।
এদিকে নায়িকার ফুফু সাহেবকে নিয়ে নানা রকম কাজ কাম করে নিয়ে বেড়ায় যাতে সাহেব নায়িকার সাথে সাথে থাকতে না পারে। নায়িকা এটাই চাই যে সাহেব যেনো তার সাথে না থাকে। কিন্তু নায়িকা যে ভুল করছে সেটা সে বুঝতে পারে না।
এদিকে শুভ আর নায়িকা চুটিয়ে প্রেম করে বেড়ায়। সাহেবকে তার সাথে না থাকায় তাদের অনেক অনেক সুবিধা হয়। নায়িকা বলে খুব দ্রুত সাহেবকে আমাদের বাড়ি থেকে বের করে দেবো তুমি কোন চিন্তা করো না।
এরপর দেখা যায় নায়িকার ফুফুকে গ্রামের মেম্বারের সাথে দেখা করতে। সে তার সাথে পরিকল্পনা করে সাহেবকে চেয়ারম্যান বাড়ি থেকে বের করার। তাদের দুই জনের লক্ষ্য হলো চেয়ারম্যানের সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার।
এরপর নায়িকার ফুপু তার মেয়েকে স্যারের সাথে বাজারে পাঠিয়ে দেয় প্রাকটিক্যাল খাতা সহ যাবতীয় জিনিস পত্র কেনার জন্য। আসলে সাহেব কে তার মেয়ের সাথে ধরিয়ে দেওয়ার জন্য। এরপর নায়ক আর নায়িকার ফুফুর মেয়ে পথে যাচ্ছিলো এমন সময় নায়িকার ফুফুর মেয়ে হঠাৎ চিৎকার করে ওঠে আমাকে বাঁচান। এরপর সেখানে অনেক গুলা লোক জমা হয়ে যায়।
এরপর নাটকটি শেষ হয়ে যায়............
নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যেহেতু সামনে আরও পর্ব আছে সেহেতু নাটক দেখতে অনেক মজার হবে আশা করছি। এখানে হয়তো নায়ক ছিলো না হয়তোবা তার সাথের ছেলে হবে। পরের পর্বটি দেখার আগ্রহ অনেক বেড়ে গেলো। নাটকের রেটিং হিসেবে ০৯/১০ দিলাম।
পোস্টের ধরন | নাটক রিভিউ। |
---|---|
ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
লোকেশন | পাবনা |
Upvoted! Thank you for supporting witness @jswit.
সাহেব নামের গোলাম নাটকটি আমি প্রথম থেকেই দেখছি। আজকে ১০ নাম্বার পর্ব দেখা শেষ করলাম।আর আজকে আপনি সাহেব নামের গোলাম নাটকের দ্বিতীয় পর্ব খুব সুন্দর ভাবে রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করলেন।নাটকের খুঁটিনাটি বিষয়বস্তু আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার অপেক্ষায় রইলাম।
আপনি এই নাটকের ১০ তম পর্ব দেখা শেষ করেছেন জেনে অনেক ভালো লাগলো ভাই। এত গুলা পর্ব দেখার পর আমার রিভিউটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর মতামত শেয়ার করার জন্য।
নাটক সব সময় মানুষকে আনন্দিত করেন এবং তার পাশাপাশি অনেক শিক্ষা দিয়ে থাকে। ঠিক তেমনি একটা নাটক আপনি আমাদের মাঝে রিভিউ করেছেন। আপনার এই নাটক রিভিউ টা আমার কাছে বেশ ভালো লেগেছে। আজকে আপনি অনেক সুন্দর ভাবে সাহেব নামের গোলাম নাটকের দ্বিতীয় পর্ব রিভিউ করে দেখিয়েছেন দেখে খুব ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এর সুন্দর করে আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য।
আজ তুমি সাহেব নামে গোলাম নাটকের ২ তম পর্ব আমাদের মাঝে শেয়ার করলে।তোমার শেয়ার করা নাটক রিভিউ পড়ে অনেক ভালো লাগলো।তুমি নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে রিভিউ করেছো।তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা নাটক রিভিউ শেয়ার করার জন্য।
তোমাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি।
নাটকের রিভিউ যদি পড়া হয়, তাহলে নাটক আর দেখা লাগে না। কারণ রিভিউর মাধ্যমে নাটকের পুরো কাহিনীটা সুন্দরভাবে জেনে নেওয়া যায়। সবাই অল্প সময়ের মধ্যে এই নাটকটার রিভিউ পোস্ট পড়ে নাটকের পুরো কাহিনীটা জেনে নিতে পারবে। আশা করছি আপনি এরকম সুন্দর সুন্দর নাটকগুলো রিভিউ আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করে যাবেন। এটা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
শুকরিয়া ভাই ভালো থাকবেন।
আজকে দেখছি আপনি নামে গোলাম নাটকের ২য় পর্ব শেয়ার করেছেন। নাটকের কাহিনী পড়ে অনেক ভালো লাগলো আমার। প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে প্রথম পর্বটি দেখা হয়েছিল, দ্বিতীয় পর্বটিও সময় করে দেখে নিব।
আপনি আজকে খুবই সুন্দর একটা নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। এই নাটকের প্রতিটা পর্ব আমার দেখা হয়েছে। আর আপনার মাধ্যমে নাটকটার রিভিউ পড়তে পারছি এতে খুব ভালো লাগছে। নাটকটার দ্বিতীয় পর্ব টা অনেক সুন্দর ছিল। আশা করছি আপনি একে একে নাটকের প্রতিটা পর্বের রিভিউ আমাদের মাঝে শেয়ার করবেন
জ্বি আপু চেষ্টা করবো প্রতিটি পর্ব আপনাদের মাঝে শেয়ার করার। ধন্যবাদ আপু ভালো থাকবেন।
ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।সাহেব নামে গোলাম আমি প্রতিটা পর্ব দেখেছি কিন্তু নাটকের রিভিউ আমি শেয়ার করতে পারি নাই।যাইহোক আপনার পোস্টে নাটকটা পড়ে আরো খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
আমার রিভিউ আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। শুকরিয়া ভাই ভালো থাকবেন।