You are viewing a single comment's thread from:

RE: কোটা আন্দোলনে জনসাধারণের ভোগান্তি

in আমার বাংলা ব্লগ29 days ago

বাংলাদেশে আসলে সম্প্রতি যানজট সমস্যা আর সড়ক যোগাযোগ, বাস পরিবহন মালক ও ট্রান্সপোর্ট সেক্টর পুরোটাতেই লাগামহীন সমন্বয়হীনতা লক্ষ্য করা গিয়েছে। এটি জনসাধারণের জন্য ভোগান্তির হলেও নতুন কিছু নয়। তবে, সামগ্রিক বাস্তবতাকে মেনে নেওয়া ছাড়া অন্য উপায় দেখছি না।

কোটা আন্দোলন একটি চলনসই সুরাহার মধ্যে পৌঁছাবে তা আশা করি। রাষ্ট্রপক্ষ ও বিচার বিভাগ কার্যকর সমাধান আনবে, তার দিকে চেয়ে আছি। তবে আক্ষেপের যে বিষয়টা বললেন,

কি আর করার এখন তো মনে হয় বাংলাদেশের জন্মগ্রহণ করে অনেক বড় পাপ করেছি

এটি তরুণ প্রজন্মের সংখ্যাগরিষ্ঠদেরই মনের কথা। দিনদিন কিছু বিষয়ে হাল অবস্থা খারাপতর হয়ে চলেছে। তার থেকে উত্তরণের পথ খুঁজে চলাই উত্তম।

ধন্যবাদ জানাই। দারুণ একটি বাস্তবসিদ্ধ বিষয় ও মতামত তুলে ধরার জন্য৷

Sort:  
 24 days ago 

মনের অনেকটা আক্ষেপ নিয়েই এই কথাটি বলেছি ভাই, তা না হলে আমিও তো আমার এই দেশকে অনেক বেশি ভালোবাসি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 57276.13
ETH 2437.84
USDT 1.00
SBD 2.39