ইভটিজিং একটি সামাজিক অপরাধ যা নৈতিকতার প্রশ্নও বটে। সামাজিকভাবে অবক্ষয় শুরু হয় এর দ্বারা আর কৈশোর যৌবনের মাঝামাঝি সময়ে থাকা কিশোর কিশোরীরা এর চর্চার সাথে বেশি জড়িত।
আমি মনে করি, ইভ টিজিং সম্পূর্ণ ভালোবাসার থেকে বিপরীতধর্মী একটি বিষয়, ভালোবাসার সংজ্ঞা দেয়া যায় না, ইভ টিজিংয়ের সংজ্ঞা আছে।
তবে, এখনকার আধুনিক সমাজে তা অহরহ ঘটছে, অথচ প্রতিকার পাওয়া যাচ্ছে না বা মানসিকতার পরিবর্তন আনার চেষ্টা চলছে না দেখে কিছুটা হতাশ আমি। তবে আশা করি, সমাজের নৈতিকতা বদলানোর সাথে এরও বদল ঘটবে।
এ বিষয়টি সামনে আনার জন্য ধন্যবাদ জানাতে চাই আপনাকে। খুবই বাস্তবসম্মত একটি লেখা ছিল। 💐👏