"আমার ফটোগ্রাফি পর্ব - ৫৪ \\ ৬ টি ছবি নিয়ে একটি অ্যালবাম \\ ১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


GridArt_20231127_010900393.jpg


১৩অগ্রায়ন , ১৪৩০ বঙ্গাব্দ
২৬অক্টোবর , ২০২৩ খ্রিস্টাব্দ
১৩জমাদিউস আউয়াল ১৪৪৫ হিজরী
রবিবার।
হেমন্তকাল ।


আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।


তাহলে চলুন শুরু করা যাক


IMG_20230826_182410-01.jpeg

Device :vivo y50
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

বর্ষাকাল আসলে ই নদীর পাড়ের মানুষের ভিন্ন এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকাবাজ যেটা সবার কাছে খুবই পরিচিত যেটা মানুষের মধ্যে টানটান উত্তেজনা পূর্ণ মুহূর্ত কাজ করায়। যেটা উপভোগ করতে আমিও পছন্দ করি প্রতি বছর এই সময় নৌকা বাইচের দৃশ্য দেখতে পাই।


IMG_20230826_180140-01.jpeg


Device : vivo y50
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
এইতো আমাদের বাসা থেকে কয়েক কিলোমিটার দূরে ছোট্ট নদীর পাড়ে দাঁড়ানো একটা জায়গা যেখানে বিকেল মুহূর্তে বসে আড্ডা দেওয়া যায় সুন্দর মুহূর্ত উপভোগ করা যায় বসার জন্য দারুন পরিবেশ তৈরি করা হয়েছে মোদির ফাঁকা স্থানে এই সুন্দর গোল ঘর তৈরি করা হয়েছে সেই মুহূর্তের সুন্দর দৃশ্য।

IMG_20220407_081052-01.jpeg


Device : vivo y50
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
পুকুরের পানি যখন কমে যায় তখন মাছগুলো ছোটাছুটি করে এই দৃশ্যটি দেখে পুকুর পাড়ে বসে থাকা যায় না মাছ ধরতে আমার কাছে খুবই ভালো লাগে যেটা এক ধরনের শখ বটে বরশি দিয়ে মাছ ধরার যেমন মজা আছে তেমনটাই এরকম মাছ ধরার মজাটাই আলাদা সবকিছু হাতের মুঠোয় থাকে শুধু মাছকে ধরতে হবে সেই দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছে।

IMG_20220406_144703-01.jpeg


Device : vivo y50
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
গ্রামে অসংখ্য পুকুর থাকে এক সময় পানি কমে গেলে সেখানে এইভাবে শেষ প্রক্রিয়ার মাধ্যমে পুকুরের মাছ ধরা হয় ছোট্টবেলা যখন এইভাবে মাছ ধরা দেখতাম অপেক্ষায় থাকতাম কখন পানি কমবে বারবার সেই বিষয়টি মাথায় কাজ করতো সেই স্মৃতি বিজড়িত দিনের কথা মনে পড়লে আবার ফিরে যেতে মন চায় যেগুলো এখন অতীত সেই শেষ পরকের মাধ্যমে পুকুর থেকে পানি বাইরে দেওয়া হচ্ছে।

1630255622921-01.jpeg


Device : vivo y50
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
অনেকদিন আগে পাহাড়ি অঞ্চলে ঘুরতে গিয়েছিলাম পাহাড়ি ঝর্ণার এই দৃশ্য দেখলে যে কেউ সেখানে গিয়ে সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য মুখিয়ে থাকবে যাই হোক অনেক আগের কথা খুবই মিস করি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

MVIMG_20211108_175012-01.jpeg


Device : vivo y50
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

একটি দিনের শুরুর মুহূর্ত সূর্য উদয়ের মাধ্যমে শেষ হয় সূর্যাস্তের মাধ্যমে এই দুইটা মুহূর্তই আমার কাছে উপভোগ করতে খুবই ভালো লাগে বিশেষ করে সূর্যাস্তের মধ্যে আকাশের এই লালচে ধারণ ভিন্ন এক সৌন্দর্য ফুটিয়ে তোলে যেটা প্রতিনিয়ত উপভোগ করা হয়ে থাকে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।



20201128165947_IMG_0479.jpg

আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

আপনি তো দেখছি, আজকে দারুন ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে, ফটোগ্রাফি করাও কিন্তু একটা আর্ট। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকাভাজ ফটোগ্রাফি, আপনি কি সুন্দর ভাবে তুলে ধরেছেন এবং এই খেলাটি আমার বাস্তবে দেখা খুবই ইচ্ছা। ছোট্ট নদীর পাড়ে দাঁড়ানো জায়গাটি আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি যেতে চাই এই জায়গায়। দারুন ছিল জায়গাটি। সর্বোপীয় পুকুরে নেমে মাছ ধরার মুহূর্তটি আমার ভীষণ ভালো লেগেছে, আমিও মাছ ধরতাম। ছেলেবেলার কথা মনে পড়ে গেল। পাহাড়ি ঝর্ণার এ দৃশ্যটি আমাকে মুগ্ধ করল, কি সুন্দর লাগতেছে প্রাকৃতিক সৌন্দর্যগুলো ফুটে উঠেছে, আকাশের সৌন্দর্য এক কথায় অসাধারণ। সূর্যাস্তের দারুন একটা ছবি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন এবং এখানে লালচে ধারণ ভিন্ন এক সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সব মিলিয়ে আপনার ফটোগ্রাফি দারুন ছিল। ভীষণ ভালো লাগলো। আরেকটা কথা বলতে চাই,@sheheran জন্য অনেক শুভকামনা রইল। আপনি প্রতিনিয়ত ৫ % বেনিফিশিয়ারি যুক্ত করতেছেন। ইনশাল্লাহ সে বড় হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এই কামনা করি।

Posted using SteemPro Mobile

 last year 

ঐতিহ্যবাহী খেলার নৌকাবাজ কখনও নিজের চোখের সামনে দেখিনি। পাহাড়ি অঞ্চলে ঘুরতে গিয়ে যে ফটোগ্রাফি করেছেন তা মুগ্ধ করার মত। আর শেষে ফটোগ্রাফিটির কথা না বললেই নয় , সূর্যের চারপাশে লালছে আভার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে।

 last year 

সবসময়ই আপনি খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করে আসছেন। আজকেও একদম অন্যরকম এবং অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ এই ফটোগ্রাফিগুলো একদমই ইউনিক হয়েছে৷ কখনো এই এই ফটোগ্রাফিগুলো দেখা হয়নি৷ আর আপনি শেষের দিকে যে সূর্যোদয়ের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে৷

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 last year 

দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া সত্যি চমৎকার ছিল। বর্ষাকালে মাছ ধরার ছবিগুলো বেশ সুন্দর ছিল তবে সর্বশেষ ফটোগ্রাফিটা আমার কাছে সেরা মনে হয়েছে।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। প্রকৃতির অপরূপ সুন্দর আমাদের সেগুলো ফুটিয়ে তুলেছেন, বিশেষ করে নৌকা বাইচের দৃশ্য ও পুকুর মাছ ধরার দৃশ্য অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

 last year 

অনেকদিন পরে আপনার ফটোগ্রাফি সৌন্দর্য উপভোগ করতে পেরে সত্যি খুব ভালো লাগলো।
অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন বিশেষ করে পাহাড় থেকে ঝরনার দৃশ্য এবং পুকুরে মাছ ধরার দৃশ্য সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে।

Posted using SteemPro Mobile

 last year 

পুকুরের পানি কমিয়ে ফেলে এইভাবে মাছ ধরার আলাদা একটা মজা আছে। আমি একসময় ধরেছি। বর্ষার সময়ে নৌকা বাইচ নদীর উপরে ঐ জায়গা টা পাহাড়ের ঝর্ণা এবং শেষে সূর্যাস্তের ফটোগ্রাফি। সবগুলো ফটোগ্রাফি চমৎকার ছিল ভাই। অনেক সুন্দর করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 last year 

আপনি ছয়টি ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম তৈরি করেছেন। যে অ্যালবামে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ছিল। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে আমার তো মনটা একেবারে জুড়িয়ে গিয়েছে। আপনি অনেক সুন্দর করে প্রত্যেকটা ফটোগ্রাফি করেছেন যা দেখেই বুঝতে পারছি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। ফটোগ্রাফির ছোট্ট বর্ণনা তুলে ধরার জন্য ধন্যবাদ।

 last year 

ছোটকালে দেখতাম আমাদের এদিকে ও এরকম নৌকার খেলা হত কিন্তু এখন আর এই খেলাটি হয় না। তবে আজকে আপনি ভিন্ন রকম কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো সত্যি অসাধারণ হয়েছে। পাহাড়িয়া অঞ্চলে ঘুরতে গিয়ে ফটোগ্রাফি করেছেন। পাহাড়ি ঝর্ণার দৃশ্য বেশি ভালো লাগলো আমার কাছে। সবগুলো ফটোগ্রাফি দেখে চমৎকার বর্ণনা দিয়ে উপস্থাপনা করছেন তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.18
JST 0.032
BTC 91753.94
ETH 3331.64
USDT 1.00
SBD 2.86