You are viewing a single comment's thread from:

RE: অপচয় কে না বলুন!!!!

in আমার বাংলা ব্লগ3 years ago

অপচয় বন্ধ করি, অন্যকে ডোনেট করি।

বর্তমানে অপচয়ের লেবেল টা অনেক উপরে চলে গেছে।আর মানুষ তো এখানে ওখানে খেতে গেলেই অপচয় করবে। অপচয় টা যেনো এখন ফ্যাশন হয়ে গেছে।যারা অপচয় করে তাদের শুভ বুদ্ধি উদয় হোক।

আমি সব সময় আপনার প্রতিটা নির্দেশ মেনে চলার চেষ্টা করি আপনার নির্দেশ গুলো আমাকে দারুন ভাবে অনুপ্রাণিত করে।তাইতো নিজে অপচয় নআ করে বাকি টাকা দিয়ে অন্যর সাহাযে এগিয়ে যাউ সবই আপনার নির্দেশনা ভাইয়া।দোয়া রইলো আপনার জন্য।আমার জন্যও দোয়া করবেন আপনার নির্দেশ যেনো মেন্ব অন্যর পাশে দারাতে পারি।

Sort:  

অপচয় খুবই খারাপ একটি গুন।
আর আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী আছি সেক্ষেত্রে তো বলা হয়েছে - "অপচয়কারী সয়তানের বন্ধু"।

কিন্তু বর্তমান সময় এ অনেকে জেনে বা না জেনেই অপচয় করে ফেলছে অপরদিকে কতজন আছে যারা এখনও এক বেলাও একটু পেট ভরে খেতে পারছে না।

আপ্পনার প্রত্যেকটি কথার সাথে আমি সহমত জ্ঞাপন করছি ভাইয়া

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 62033.06
ETH 3004.78
USDT 1.00
SBD 2.48