বন্ধুর নতুন ফোন কেনা🤗

in আমার বাংলা ব্লগ18 days ago

হেলো বন্ধুরা

1000077260.jpg


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একটি দারুন ব্লগে।এই ব্লগে থাকছে একটা ফোন কেনার গল আশা করি আপনাদের ভালো লাগবে।

1000077128.jpg

1000076797.jpg

1000077326.jpg


বন্ধুরা বর্তমান যুগে অন্য সব কিছু ছাড়া চলা গেলেও ফোন ইন্টারনেট ছাড়া একদমই চলা যায় না।যেকোনো মুল্যে একটা ফোন প্রয়োজন আমাদের।ফোন আমাদের বিভিন্ন কাজে লাগে।একটা নতুন ফোন কেনার অনুভূতি সব সময় সুন্দর হয়ে থাকে।

1000076798.jpg

1000077005.jpg

1000077268.jpg

1000077270.jpg

1000077298.jpg

নতুন ফোন কেনার অনুভূতি সবসময়ই উত্তেজনাপূর্ণ এবং আনন্দের। এটি যেন একধরনের স্বপ্ন পূরণের মতো, বিশেষত যদি ফোনটি অনেকদিন ধরে পছন্দ করে থাকেন। নতুন ফোন হাতে নেওয়ার পর প্রথমবার সেটআপ করা, স্ক্রিনের ঝকঝকে উজ্জ্বলতা দেখা, নতুন ফিচার ব্যবহার করা—এ সবকিছুই খুবই বিশেষ অনুভূতি দেয়।

এর পাশাপাশি, এটি নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়—ফাস্ট পারফরম্যান্স, ভালো ক্যামেরা, গেমিং, কিংবা আপনার কাজের সুবিধার জন্য নতুন টেকনোলজি। এক কথায়, নতুন ফোন কেনার অনুভূতি যেন একটা "fresh start" এর মতো, যা জীবনের দৈনন্দিন কাজগুলোকে আরও সহজ ও উপভোগ্য করে তোলে।


আমার বন্ধু রাসেলের নতুন ফোন কেনার জন্য আমরা কুষ্টিয়া বড় বাজার সংলগ্ন একটা মোবাইল শোপে যায়।সেখানে গিয়ে আমরা ফোন চেক করতে থাকি বন্ধু Samsung a05 ফোন টা পছন্দ করে এটার দাম ছিল ১৯৪০০ টাকা বাংলাদেশি টাকায়।শেষ মেস বন্ধু তার নতুন ফোন হাতে পেলো আর তার অনুভূতি তো উপরেই লিখেছি।



আমার পরিচয়

1000043956.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 18 days ago 

ফোন ইন্টারনেট ছাড়া একটা ঘন্টাও থাকা সম্ভব নয়।আমরা সবাই এখন এতোটাই বেশি ফোন ইন্টারনেটে অভ্যস্থ হয়ে পড়েছি যে একদিন ফোন ছাড়া থাকলে মনে হয় দম বন্ধ হয়ে মারা যাবো।আমার তো মাঝে মাঝে মনে হয় একটা এক্সট্রা ফোন থাকা সকলেরই দরকার 😃 যাইহোক বন্ধুর সাথে ফোন কেনার সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই।

 18 days ago 

আপনাকেউ ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 17 days ago 

আসলেই নতুন ফোন কেনার অনূভুতি টা একেবারেই আলাদা। বিশেষ করে অন‍্যরকম একটা ভালোলাগা কাজ করে। আপনার বন্ধুর ফোনটা দেখে বেশ ভালো লাগল। আশাকরি সে যে উদ্দেশ্য নিয়ে ফোন কিনেছে সেটা পূরণ হবে। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.038
BTC 95931.40
ETH 3358.80
USDT 1.00
SBD 3.04