এ জার্নি বাই ট্রেন -৩(আলমডাঙ্গা বদ্ধভুমি)📸
হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে ট্রেন জার্নি এর তৃতীয় পর্ব আশা করি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করি।
বন্ধুরা গত পর্বে আমি দেখিয়েছিলাম আমরা আলমডাঙ্গা স্টেশনে নেমে নামাজ পরে বসে না থেকে সেখানের জনপ্রিয় জায়গা খুজছিলাম ঘুরতে যাওয়ার জন্য এর কারণ আমরা এখানে যে কাজে ঘুরতে এসেছি সেই কাজ করতে হলে আমাদের আরো কয়েক ঘন্টা অপেক্ষা করা দরকার তাই বসে না থেকে আমরা আশে পাশে ঘুরতে যায় একজন চাচা আমাদের কে একটা জায়গার নাম বলেন যেটা স্টেশন থেকে কিছুটা দূরে।
আমরা একটা ভ্যান গাড়িতে করে সেই জায়গাতে চলে আসি।এই জায়গাটার নাম হলো বদ্ধভুমি।এটার লোকেশন বলি,জায়গটা আলমডাঙ্গা স্টেশন এর পূর্বে লাল ব্রিজ নামক একটা ব্রিজ আছে আর সেই ব্রিজের নিচেই অবস্থিত। আপনারা ম্যাপে দেখতে পাবেন জায়গাটা। এখানে ঢুকতে কোনো টাকা লাগে না।আমরা সবাই এই বদ্ধভুমির মধ্যে প্রবেশ করলাম।প্রথমে যে টেম্পল বা উচু জায়গায় রয়েছে সেখানে গেলাম এবং কয়েকটি ছবি উঠলাম।
এরপরে সেখানে একজন মানুষ ছিল এটা পাহারা দেওয়ার জন্য আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম এই বদ্ধভুমি সম্পর্কে উনি বললেন এখানে যুদ্ধের সময় মানুষকে ধরে আনা হলো এবং কাউকে গলা অবদি মাটিতে পুতে রাখা হতো আবার কাউকে ঝুলিয়ে রাখা হতো এরপরে গন হাররে এখানে গুলি করে মেরে ফেলা হতো আসলে এইসব ইতিহাস শুনতে থাকলে শরিরের পশম শিউরে উঠে।তো আজ এই অবদি পরবর্তীতে পুরো জায়গাটা আপনাদের দেখাবো।ধন্যবাদ সবাইকে।
https://x.com/MdRaselAhm88197/status/1835923123637461076?t=zET1CEZ96VGT8eNTUhOtZg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.