বাংলার আপেল নামটা কিন্তু খুবই চমৎকার হয়েছে ভাই।আপনার দাদারা যে কতটা মজার মানুষ তাদের ফলের নাম দেওয়ার ধরন শুনলেই বোঝা যায়। আসলে এটি আপেল না হলেও কিন্তু আপেলের থেকে গুনাগুন কম নয়।পাশাপাশি বাঁধাকপি, কাঁচা মরিচ ও শিমের জমি ও ঘুরে দেখে আসলেন ভাই। দাদারা এসবের কোন নাম দিয়েছে কিনা।হা হা হা।আপনার পুরো লেখাটি পড়ে খুবই মজা পেলাম ভাই।আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
হিহিহিহি,, আর কোন নাম দেয় নি ভাই, দিলে তো বোকা বানাতে আমাকেই আগে বলতো। অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ভাই। শুভেচ্ছা রইলো।
তবে নামটা কিন্তু দারুণ হয়েছে দাদা। দেখতেও অনেক আপেল মতো।অসংখ্য ধন্যবাদ দাদা,এত সুন্দর করে মন্তব্যের ফিডব্যাক দেওয়ার জন্য।