আসলে ঠিকই দাদা, অর্থ ছাড়া যেন কিছুই চলে না।আর দিন দিন জীবনযাত্রার এত ব্যয় বাড়ছে যে অনেকেরই সংসার চালাতে হিমসিম খাচ্ছে। আর মাঝে মধ্যে অনেক সময় কিছু অতিরিক্ত টাকার প্রয়োজন পড়ে।সেই ক্ষেত্রে সঞ্চয়ের বিকল্প নেই। আর এ বিষয় বাড়ির গিন্নিদের মাটির ব্যাংকে টাকা রাখার কৌশলটি চমৎকার। কারন অল্প অল্প থেকেই বৃহত্তের সৃষ্টি।তাই অল্প অল্প পুঁজি থেকে যখন একটি বড় এমাউন্ট হয়।তা অনেক উপকারে আসে।দাদা, দুই দিন আগে আমিও একটি সমস্যা পড়েছিলাম।বাসার গিন্নি আমাকে মাটির ব্যাংক এনে দিয়ে তা ভেঙে তার জমানো টাকা আমাকে দেয়।আসলে ও যে টাকা জমিয়েছে আমি কখনও জানিনি।আসলে সেই টাকাটা আমার যে কি উপকারে এসেছে বলে বোঝাতে পারবো না। অসংখ্য ধন্যবাদ দাদা, এত সুন্দর একটি অভিজ্ঞতার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।