You are viewing a single comment's thread from:
RE: একটি সুখের সংসার তছনছ। ( পর্ব ১ )
একটি সুখের সংসার তছনছ এর প্রথম পর্বটি পড়ে করিম সাহেবের জন্য মায়া লেগে গেল।আর গল্পটি পড়ে মনে হয়েছে তিনি সহজ সরল ও ভালো লোক।আর যাকে ওমানে নিয়েছে তাদের পরিবারের কেউই সম্ভবত ভালো না।যারা বিদেশ যাওয়ার পুরো টাকা দুই বছরে দিতে পারল না। নতুন করে ভিসা লাগিয়ে দিলে ও যে দিবে না, তা পরিস্কার। তারপর ও করিম সাহেবের স্ত্রীর উপর হাত ও তুলেছে এবং করিম সাহেব ছেলে আরিফ যখন ঘুম থেকে উঠে বাহিরে বের হয়েছে তার সাথে ও ঝগড়া করছে।অবশেষে কি হয়েছে তা জানার জন্য পরবর্তী পর্বের অপেক্ষা রইলাম।
কোন মানুষের উপকার করলে তার প্রতিদান এভাবে দিতে হয় তা করিম সাহেবকে দেখলে বোঝা যায়। সত্যি দুই বছরে সে করিম সাহেবের ভিসার টাকা দিতে পারলেন না সে কিভাবে পরে তার টাকা দেবেন। আশা থাকবেন পরের পর্বের জন্য ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।