যদি ও বিদ্যুৎহীন একটি দিন টাইটেলে লিখেছেন। কিন্তু পুরো লেখাটি পড়ে বুঝতে পারলাম রাত ১১.৩০ মিনিট পযন্তও কারেন্ট ছিল না।আর ১১.৩০ মিনিটেও যে কারন্ট এসেছে তাতে মোবাইল বা ল্যাপটপ কিছুই চার্জ দেওয়া যায়নি। সেই হিসাবে রাতে ও কারেন্ট ছিল না।আসলে বর্তমানে কারেন্ট ছাড়া সময় পার করা একেবারেই মুশকিল। কারন কারেন্ট ছাড়া তো মোবাইল বা ল্যাপটপ চার্জ দেওয়া যায় না।সর্বোপরি,আপনার একা নয় যেখানেই কারেন্ট ছিল না,আমার জানা মতে প্রত্যেকেই অনেক কষ্ট করেছিল।আসলে আপনার নিচের উক্তির মাধ্যমেই তা ফুটে উঠেছে।
আমরা যতটাই আধুনিক হয়ে যায় না কেন প্রকৃতির কাছে আমরা অসহায়।
একেবারে ঠিকই বলেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।।