You are viewing a single comment's thread from:

RE: পরীক্ষা নিয়ে ছোটবেলার মজার ঘটনা ও চিন্তা।

in আমার বাংলা ব্লগ2 years ago
পরীক্ষা নিয়ে আপনার ছোটবেলার মজার ঘটনা পড়ে খুবই ভালো লাগলো আপু।আপনি তো ছোটবেলার কথা বলেছেন। আমার তো এখনও পরীক্ষার সময় হলে ভয় লাগে,কতক্ষণ পরীক্ষা শেষ হবে তারজন্য মনটা ছটফট করতে থাকে।কিছুদিন আগেও আমার বাংলা ব্লগের পরীক্ষার সময় এমন লেগেছিল।ছোটবেলায় যখন পরীক্ষা আসতো সন্ধ্যা হলেই ঘুম এসে যেত এবং কিছুই ভালো লাগতো না কিন্তু শেষের পরীক্ষায় খুবই ভালো লাগতো। কারন অনেক দিন বন্ধ পাবো,নানা বাড়ি বেড়াতে যাবো আরও কত কি।নিন্দুকেরা আপু অনেক কিছুই বলে পরীক্ষা দিতে ভালো লাগে আরও কত কি।কিন্তু দেখবেন তারাই পরীক্ষা এলে বেশি ভয় পায়/পেত।অবশ্য এ নিয়ে একটি প্রচলিত কথা আছে-


আগাছার কথা বেশি।



আপু একটা কথা ঠিকই বলেছেন এবং আমিও লক্ষ্য করেছি যখন রেসিপি পোস্ট করা হয় তখন কমেন্টের ছড়াছড়ি ।কিন্তু জেনারেল পোস্ট নেই বললে চলে।এতে জেনারেল পোস্টের প্রতি উৎসাহ অনেকেরই কমে যাচ্ছে।

Sort:  
 2 years ago 

হ্যা এটা সত্যিই একটা গুরুতর সমস্যা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59484.75
ETH 2614.53
USDT 1.00
SBD 2.41