সুস্বাদু ও মজাদার রেসিপি "লাউ শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি "।। [১০% লাজুক শিয়ালের জন্য ]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু


হায় বন্ধুরা

কেমন আছেন?


আশাকরি,আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে "লাউ শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি"রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। লাউ শাকে আয়রন থাকার কারণে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ এবং লোহিত রক্ত কনিকার সংখ্যা বাড়িয়ে রক্ত তৈরিতে সাহায্য করে।লাউ শাকে রয়েছে উচ্চ মাত্রার ভিটামিন-সি। যা বিভিন্ন ধরনের সংক্রমণ ও ঠাণ্ডা প্রতিরোধে সাহায্য করে।লাউ শাকে প্রচুর আঁশ থাকার কারণে কোষ্ঠকাঠিন্য দূর করে।আর চিংড়ি মাছে আছে প্রোটিন এবং মিনারেলস যা আমাদের সুস্থ রাখতে সাহায্য করে। নিয়মিত চিংড়ি খেলে ভিটামিনের চাহিদা পূরণ হবে। হৃৎপিণ্ড ভাল রাখতে সাহায্য করে এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাদ্য।তাই "লাউ শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি"রেসিপিটি খুবই পুষ্টিাকর ও স্বাস্থ্যসম্মত। আশাকরি,রেসিপিটি আপনাদের ভালো লাগবে।


received_1139827699988829.jpegreceived_3219486944936126.jpeg



উপকরণের তালিকা


ক্রমিক নং উপকরণের নাম পরিমাণ
চিংড়ি মাছ ১৫০ গ্রাম
লাউ শাক ৭-৮ টি পাতা
আলু ২ টি
পেঁয়াজ কুচি ২ টির
কাঁচা মরিচ ৫-৬ টি
ধনিয়া পাতা সামান্য পরিমাণ
হলুদ ফাঁকি ১/২ চামচ
মরিচ ফাঁকি ১ চামচ
জিরা ফাঁকি ১ চামচ
১০ লবন স্বাদমতো
১১ সয়াবিন তেল পরিমাণ মতো

উপকরণের ছবি


received_5699998243400509.jpegreceived_641884044111863.jpeg
PXL_20221009_070256718.jpgPXL_20220814_133530812.jpgPXL_20221014_163719289.jpg
PXL_20220910_033905419.jpgPXL_20220910_032531775.jpg

রেসিপির প্রস্তুত প্রণালীর প্রতিটি ধাপ নিচে তুলে ধরা হলোঃ



প্রথম ধাপ


received_641884044111863.jpegreceived_1758954607816911.jpeg


প্রথমে লাউ শাক থেকে শাকের ডাটি বেছে নিবো।আলু দুটো এবং শাকের ডাটি টুকরো করে একটি পাত্রে ধুয়ে নিবো।

দ্বিতীয় ধাপ


PXL_20221007_044425945.jpgreceived_505066077840594.jpeg



চুলাতে একটি করাই বসিয়ে সয়াবিন তেল দিয়ে নিবো।

তৃতীয় ধাপ


PXL_20220929_164446228.jpgreceived_657251692598940.jpeg


তেল একটু গরম হলে কুঁচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিবো।পেঁয়াজ একটু ভাজা হলে আগে থেকে ভালো করে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিবো।

চতুর্থ ধাপ



received_768373764267087.jpeg


এরপর চিংড়ি মাছ ও পেঁয়াজ কুঁচি একটু ভাজা হলে লবন দিয়ে দিবো।

পঞ্চম ধাপ


received_5460482870707819~2.jpeg



হলুদ ও মরিচ ফাঁকি একসাথে দিয়ে দিবো।

ষষ্ঠ ধাপ


received_862653444732209.jpeg



এরপর জিরা ফাঁকি দিয়ে দিবো।

সপ্তম ধাপ



received_631866145183927.jpeg


আদা ও রসুন বাটা একসাথে মিশিয়ে দিয়ে দিবো।

অষ্টম ধাপ


received_687118612379817.jpegreceived_647262040447720.jpeg


এরপর আগে থেকে ধুঁয়ে রাখা শাকের ডাটির টুকরো এবং আলুর টুকরো দিয়ে দিবো।

নবম ধাপ


received_3391517557801851.jpeg



এরপর একটু জ্বাল দিয়ে কসিয়ে নিবো।

দশম ধাপ


received_555126533279705.jpegreceived_578668230699418.jpeg



এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিবো।

একাদশ ধাপ


received_782714586148627.jpeg


এরপর একটু জ্বাল দিবো যাতে আলু ও শাকের ডাটি হাফ সিদ্ধ হয়ে যায়।

দ্বাদশ ধাপ


received_444532424327395.jpeg


এরপর যখন শাক থেকে ডাটি আলাদা করা হয়েছিল।সেই শাকগুলো ধুঁয়ে রাখা ছিল। তা দিয়ে দিবো।

ত্রেয়দশ ধাপ


received_620511182846786.jpegreceived_356512443301451.jpeg



এরপর সবগুলো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিবো।

চর্তুদশ ধাপ


received_468933998540503.jpeg



এরপর কাঁচা মরিচ দিয়ে দিবো।

শেষ ধাপ


received_1034304947247278.jpegreceived_852402892595306.jpeg


এরপর কুঁচি করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিবো। এভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও মজাদার রেসিপি "লাউ শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি"।

পরিবেশন


received_1139827699988829.jpegreceived_3219486944936126.jpeg


পরিশেষে আমি চেষ্টা করেছি সুস্বাদু ও মজাদার করে "লাউ শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি"রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। জানি না কতটুকু পেরেছি। আমার তৈরি করা "লাউ শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি "রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সহযোগিতায় মূলক একটি মন্তব্য আমাকে সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগাবে।



ফটোগ্রাফির বিবরণ


Photographer @anisshamim
Device Google Pixel 4a

আমার পরিচিতি


PXL_20210326_120329396.MP.jpg

আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


আল্লাহ হাফেজ


Sort:  
 2 years ago 

ভাইয়া আপনি ঠিক কথা বলেছেন, লাউ শাকের রয়েছে অনেক প্রাকৃতিক পুষ্টি গুণ যা শরীরের জন্য খুবই ভাল। তবে ভাইয়া, আমি লাউ শাক বিশেষ করে ভাজি করে খেয়েছি কখনো চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করে খায় নি।ভাইয়া, আপনার রান্না করা লাউ শাক দিয়ে চিংড়ি মাছের এই সুস্বাদু রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে খেতে। ধন্যবাদ,এত সুস্বাদু একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।।

 2 years ago 

লাউ শাক দিয়ে চিংড়ি মাছের তরকরি করে রেসিপিটি খেয়ে দেখবেন খুব সুস্বাদু ও মজা লাগবে।অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর ও চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

লাউ শাকের অনেক গুলো গুণাবলীর কথা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন।আপনি ঠিক বলেছেন আসলেই ঠান্ডা জনিত সমস্যার জন্য আমরা লাউ খেয়ে থাকি।তাহলে লাউ শাকের মধ্যেও সে গুণাবলী অবশ্যই থাকবে।আর চিংড়ি মাছের গুণাবলী তো বলে শেষ করা যায় না।চিংড়ি মাছে অনেক ওমেগা, মিনারেলস রয়েছে।আসলে আমাদের দেখতে হবে একটা খাবার আমাদের শরীরের জন্য কতটা উপকারী।আপনি খুব সুন্দর একটি স্বাস্থ্যকর এবং উপকারিতা মূলক রেসিপি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন।বুঝিয়ে দিয়েছেন কিভাবে চিংড়ি দিয়ে লাউ শাক রান্না করা হয়।সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 
আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্য আমাকে আরো সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য উৎসাহিত করবে। আপনার এত সুন্দর ও চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
 2 years ago 
আপনি ঠিক বলেছেন লাউ শাক এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান।আমরা খাবারের তালিকায় অনেক কিছুই রাখি, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে কোন খাবারগুলো আমাদের দেহের জন্য উপকারী এবং পুষ্টিগুণে ভরা। চিংড়ি দিয়ে লাউ শাক রান্না আমার খাওয়া হয়নি, তবে এত সুন্দর একটি পুষ্টিগুণ উপাদানের ভরা সবজি রান্না আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

লাউ বলেন আর লাউ শাক বলেন ভাই দুইটাই আমার অনেক পছন্দের। তবে লাউশাকের এতো গুণাগুণ আছে সেটা জানতাম না। লাউশাক আলু এবং চিংড়ির রেসিপি টা বেশ ভালো হয়েছে। দারুণ তৈরি করেছেন রেসিপি টা ভাই। চিংড়ি আমার অনেক পছন্দের মাছ।

 2 years ago 

আমার তৈরি করা "লাউ শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি "রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাইয়া।আপনাকে ও অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর ও চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।আপনার জন্য ও অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 2 years ago 

লাউ শাকে আয়রন থাকার কারণে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ এবং লোহিত রক্ত কনিকার সংখ্যা বাড়িয়ে রক্ত তৈরিতে সাহায্য করে।

লাউ শাক খেতে আমি অনেক পছন্দ করি। কিন্তু লাউশাকের পুষ্টিগুণ সম্পর্কে জানা ছিল না। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে লাউশাক খুবই গুরুত্বপূর্ণ জেনে ভালো লাগলো। আশা করছি এখন থেকে নিয়মিতভাবেই লাউ শাক খাওয়ার চেষ্টা করব। চিংড়ি মাছের সাথে লাউ শাকের এই রেসিপি দারুন হয়েছে ভাইয়া।

 2 years ago 

নিয়মিতভাবেই আমাদের সকলেরই লাউ শাক খাওয়ার দরকার।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু,এত সুন্দর ও চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64349.87
ETH 2775.11
USDT 1.00
SBD 2.65