হাসির গল্প "বাজার ফেরত" এর দ্বিতীয় পর্ব।।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হ্যালো বন্ধুরা ?


আমি আনিসুর রহমান।আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,প্রচন্ড গরমের মাঝে আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি। গত দুই দিন আগে আমি আপনাদের মাঝে হাসির গল্প বাজার ফেরত এর প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছিলাম।গল্পটি আপনাদের ভালো লেগেছিল।যার দরুন আজ আমি আপনাদের মাঝে আবারও সেই গল্পটির দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি।আশাকরি,গল্পটির এই পর্বও আপনাদের ভালো লাগবে।


প্রথম পর্ব


1000012109.jpg

Source


আজ সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পরছে।তাই পরিবারের সকলেই ঘুমিয়ে ছিল।তাই সকালে চা খাওয়া জন্য আর কাউকে ডাক দেইনি।ঘুম থেকে উঠে বাসার নিচের চা দোকানে গিয়ে বসলাম।পাশে আমার মতো বসা ছিল আমার পাশের ফ্লাটের এক প্রতিবেশী।দুজনের জন্যই চা অর্ডার দিয়ে কথা বলতে শুরু করলাম।

এমন সময় আমার প্রতিবেশি আমাকে বললেন,বুঝলেন ভাই সাহেব,সংসারে মান-সম্মান নিয়ে বেঁচে থাকতে হলে বুদ্ধি থাকতে হবে।বুদ্ধি না থাকলে খুব বিপদ।আমার বুদ্ধি আছে। আর সেই বুদ্ধি আমি সময় মতো খাটাচ্ছি বলে নিরাপদে আছি এবং খুবই শান্তিতে আছি।

আমি প্রতিবেশীর কথা শুনে জানতে চাইলাম সম্প্রতি তিনি কী ধরনের বুদ্ধি খাটিয়েছেন।প্রতিবেশী আমার কথার প্রতি উত্তরে বললেন,আমার বউ আমার বাজার করা নিয়ে বেশ কদিন ধরেই গোস্সা প্রকাশ করছিল।কারণ,আমি বড় মাছের পরিবর্তে ছোট ছোট মাছ আনছি।আমি প্রতিবেশীর কথা শুনে বললাম, এটা তো অবশ্যই সংসারে অশান্তির কারণ হবার কথা।রান্নাবান্নার কাজে বউরা যদি প্রয়োজনীয় জিনিস না পায় তবে ঝামেলা বাধাবে না?

প্রতিবেশী আমার কথা শুনে হেঁসে বললেন, আরে নারে ভাই,কোন অশান্তি নেই।কারণ,আমি সেই রকমই একটা বুদ্ধি খাটিয়েছি।আমি প্রতিবেশীর কথা শুনে জানতে চাইলাম,কি ধরণের বুদ্ধি খাটিয়েছেন। প্রতিবেশী আমার কথার প্রতি উত্তরে বললেন,আমার বউয়ের চোখের পাওয়ারে খানিকটা সমস্যা আছে।যে কারণে ডাক্তার তাকে চশমা নিতে বলেছিল।

আমি তাকে চশমা কিনে দেওয়ার পাশাপাশি চোখের স্বাস্থ্যবর্ধক খাবার খাওয়ার ব্যাপারে জোর মনোযোগ দিয়েছি।এখন প্রায় সময় বড় মাছের বদলে ছোট ছোট মাছ কিনে নিয়ে যাচ্ছি। বড় মাছের কথা উঠলেই বলে দিচ্ছি,ছোট মাছ তো চোখের জন্য ভালো এবং খুবই দরকারী।যা চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। ফলে বউও এখন আর বড় মাছের জন্য একদমই হাউকাউ করে না। সংসারে পর্যাপ্ত শান্তি বিরাজমান।


আজ এই পযর্ন্তই।অন্য দিন এর পরবর্তী পর্ব নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হবো।ভালো থাকবেন। সুস্থ থাকবেন।


আমার পরিচিতি


9550.jpg

আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



আল্লাহ হাফেজ


Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58447.11
ETH 2624.03
USDT 1.00
SBD 2.45