সুস্বাদু ও মজাদার রেসিপি "রুই মাছের কালিয়া "।। [১০% লাজুক শিয়ালের জন্য ]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হায় বন্ধুরা


কেমন আছেন?


আশাকরি,আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।কথায় আছে,আমরা মাছে ভাতে বাঙালী।আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন রুটিন হিসাবে মাছ কে সবচেয়ে বেশি প্রধান্য দেওয়া হয়। আর রুই মাছের পুষ্টিগুণ প্রচুর রয়েছে। মাছে কম ক্যালরি থাকায় সবাই মাছ খেতে পারে। মাছের তেল ওমেগা ৩ ফ্যাটি এর একটি ভালো উৎস, যা মস্তিস্ক খাদ্য নামে পরিচিত। মাছের শতকরা ২০ ভাগই আমিষ রয়েছে। মাছে আছে প্রচুর ভিটামিন ও খনিজ লবণ তাছাড়াও খনিজ তেল,মাছে চর্বি, আয়রন, ক্যালসিয়াম এবং ফসফরাস ইত্যাদি পাওয়া যায়। আজ আমি আপনাদের মাঝে "রুই মাছের কালিয়া"রেসিপি নিয়ে হাজির হয়েছি।


আজকাল অনেকেরই সারা দিন কম্পিউটারের সামনে কাটাতে হয়। তা ছাড়া স্মার্টফোন তো আছেই। এগুলির আলো চোখের উপর নানা ধরনের প্রভাব ফেলে। দৃষ্টিশক্তি কমে যায়, চোখ শুকিয়ে যায়। চোখের এই ধরনের সমস্যা কমতে পারে,রোজ রুই মাছ খেলে।যাঁরা হাড়ের ব্যথায় ভোগেন, তাঁরা রোজ রুই মাছ খেলে সমস্যা কমতে পারে। এর কিছু উপাদান হাড়ের সংযোগস্থল নমনীয় করে তোলে। ফলে ব্যথা কমে।যাইহোক,আজ আর কথা না বাড়িয়ে "রুই মাছের কালিয়া "রেসিপিটির প্রস্তুত প্রনালীর প্রতিটি ধাপ আপনাদের সামনে তুলে ধরছি। আশাকরি,রেসিপিটি আপনাদের ভালো লাগবে।


received_486477720078075.jpegreceived_445816087452458.jpeg


উপকরণের তালিকা ও ছবি


ক্রমিক নং উপকরণের নাম পরিমাণ
রুই মাছের টুকরো ৫ পিছ
পেঁয়াজ কুঁচি ৭-৮ টি
কাঁচা মরিচ ৭-৮ ট
টমেটো ২ টি
পোস্ত দানা ১ চামচ
সরিষা ১ চামচ
জিরা ১ চামচ
ধনিয়া ফাঁকি ১ চামচ
হলুদ ফাঁকি ১ চামচ
১০ মরিচ ফাঁকি ১ চামচ
১১ টমেটো সস ৩ চামচ
১১ আদা বাটা ১ চামচ
১২ রসুন বাটা ১ চামচ
১৩ লবন স্বাদমতো
১৪ সয়াবিন তেল ১ কাপ
PXL_20221014_062422059.jpgPXL_20220910_032512065.jpgPXL_20220814_133842679.jpg
PXL_20220814_133530812.jpgreceived_461273605841907.jpeg
received_1411423575988381.jpegreceived_710748303354843.jpeg
PXL_20221019_053712413.jpgPXL_20221019_053018279.jpg
PXL_20221019_052945832.jpgPXL_20221019_052918352.jpgPXL_20220910_033905419.jpg

রেসিপির প্রস্তুত প্রণালীর প্রতিটি ধাপ নিচে তুলে ধরা হলোঃ



প্রথম ধাপ


PXL_20221019_053018279.jpgPXL_20221019_052945832.jpgPXL_20221019_052918352.jpg
PXL_20221019_071423710.jpgPXL_20221019_071627640.jpgPXL_20221019_063611747.jpg


প্রথমে সরিষা,পোস্ত দানা এবং জিরা নিয়ে বেন্ডারের সাহায্যে একটি নতুন মসলা বানিয়ে নিবো।

দ্বিতীয় ধাপ


PXL_20221014_062417631.jpgPXL_20221014_064850513.jpg


রুই মাছের টুকরোগুলো হালকা হলুদ ও মরিচের ফাঁকি এবং লবন দিয়ে মাখিয়ে কিছুক্ষনের জন্য রেখে দিবো।



তৃতীয় ধাপ


PXL_20221009_070436193.jpgPXL_20221014_064319583.jpg



চুলাতে একটি ফ্রাইপ্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে নিবো।


চতুর্থ ধাপ


PXL_20221014_064523572.jpgPXL_20221014_064505337.jpgPXL_20221014_064501491.jpg


তেল একটু গরম হলে একে একে রুই মাছের টুকরোগুলো দিয়ে দিবো।

###
পঞ্চম ধাপ


PXL_20221014_065116939.jpgPXL_20221014_064949089.jpg



রুই মাছের এপিট ও ওপিঠ ভালো করে ভেজে নিবো।


ষষ্ঠ ধাপ



received_499650512050870.jpeg

রুই মাছের টুকরোগুলো ভালো করে ভাজা হলে একটি প্লেটে নামিয়ে নিবো।



সপ্তম ধাপ


PXL_20221016_023018804.jpgPXL_20220910_040010308.jpgPXL_20220910_040027043.jpg



চুলাতে একটি করাই বসিয়ে সয়াবিন তেল দিয়ে নিবো।


অষ্টম ধাপ


received_657258822682340.jpegreceived_1845249222490479.jpeg


এরপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি ও লবন দিয়ে দিবো।



নবম ধাপ


received_1163611057608593.jpegreceived_838416734002547.jpeg



এরপর টমেটো সস দিয়ে মিশিয়ে একটু কসিয়ে নিবো।


দশম ধাপ


received_475109837727397.jpegreceived_1303003377109266.jpeg



এরপর মরিচ ও হলুদ ফাঁকি দিয়ে দিবো।


একাদশ ধাপ


received_775339156868525.jpeg



ধনিয়া ফাঁকি দিয়ে দিবো।


দ্বাদশ ধাপ


received_487663759750761.jpeg


আদা ও রসুন বাটা দিয়ে দিবো।


ত্রেয়দশ ধাপ


received_659800812229821.jpegreceived_771535110555869.jpegreceived_1424346068089814.jpeg


এরপর টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে মসলার সাথে ভালো করে মিশিয়ে নিবো।



চর্তুদশ ধাপ


received_5669702453093769.jpeg

এরপর প্রথমে সরিষা, পোস্ত দানা এবং জিরা ব্লেড করে যে মসলা বানানো হয়েছে তা দিয়ে দিবো।



পঞ্চদশ ধাপ


received_477144794177400.jpeg

এরপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে একটু কসিয়ে নিবো।



ষষ্ঠদশ ধাপ


received_3221878118077223.jpeg



এরপর পরিমাণ মতো পানি দিয়ে নিবো।


সপ্তদশ ধাপ


received_1277837392977589.jpegreceived_1125196121754056.jpeg


এরপর আগে থেকে ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো দিয়ে দিবো।



শেষ ধাপ


received_633742728225867.jpegreceived_687798809044900.jpeg


এরপর কাঁচা মরিচ দিয়ে একটু জ্বাল দিয়ে নিবো। এভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও মজাদার রেসিপি "রুই মাছের কালিয়া"।



পরিবেশন


received_486477720078075.jpegreceived_445816087452458.jpeg


পরিশেষে আমি চেষ্টা করেছি সুস্বাদু ও মজাদার করে "রুই মাছের কালিয়া "রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। জানি না কতটুকু পেরেছি। আমার তৈরি করা "রুই মাছের কালিয়া " রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সহযোগিতামূলক একটি মন্তব্য আমাকে আরো সুন্দর ও মজাদার রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে।



ফটোগ্রাফির বিবরণ


Photographer @anisshamim
Device Google Pixel 4a

আমার পরিচিতি


PXL_20210326_120329396.MP.jpg

আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।

আল্লাহ হাফেজ



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

আপনি ঠিক বলেছেন ভাইয়া আমাদের শরীরের মস্তিষ্ক সচল রাখতে মাছের জুড়ি নেই।প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় কোন না কোন প্রকারের মাছ থেকেই থাকে।আমরা আসলেই মাছে-ভাতে বাঙালি।তাই মাছ ছাড়া আমাদের চলে না।রুই মাছের কালিয়া ভুনা করেছেন দেখে আমার খুব ভালো লাগলো।এই ধরনের ভুনা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে।খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ ব্যাখ্যা করেছেন।

 2 years ago 
আসলে এ ধরনের রেসিপি সাধারণত কোন বিশেষ অনুষ্ঠান হলে বাসায় করা হয়।খেতে কিন্তু খুবই মজা। অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।আপনার জন্য শুভকামনা রইল আপু।
 2 years ago 

আনিসুর ভায়ের রেসিপি গুলো বরাবরই সেরা মানের হয়ে থাকে । আজকের রুই মাছের রেসিপিও তার ব্যতিক্রম হবে এটা পোস্ট পড়াড় আগেই অনুধাবন করেছিলাম, আশাহত হইনি ।

সারাদিন মোবাইল কম্পিউটারের সামনে থেকে কতটা চোখের ক্ষতি করছি এবং মাছ খেয়ে তার কতটা পূরণ সম্ভব এই সমীকরণ অজানা । তবে বুঝলাম প্রচুর মাছ খেতে হবে । রান্নাটা যদি এমন লোভনীয় হয় ।

 2 years ago 
আসলে কম্পিউটারে বা মোবাইলে কাজ ও করতে হবে।আবার সচেতন ভাবেও চলতে হবে।আর মাছ তো খেতে হবে অবশ্যই। অসংখ্য ধন্যবাদ ভাইয়া,আপনার এত সুন্দর ও চমৎকার উৎসাহমূলক মন্তব্য আমাকে আরো নতুন ও মজাদার রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে।আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
 2 years ago 

রেসিপি নামটি যেমন সুন্দর ঠিক তেমনি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, রুই মাছের কালিয়া বেশ চমৎকার নাম, ছবি দেখে মনে হচ্ছে এটি খেতে খুবই চমৎকার হবে। সেই সাথে আপনার পরিবেশন ছিল খুবই সুন্দর।

 2 years ago 
হা ভাইয়া রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল।অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
 2 years ago 

চোখের যে সমস্যার কথা বলছেন তার সবগুলো সমস্যা তো আমি বর্তমানে ফেস করছি। তাহলে তো বেশি বেশি করে রুই মাছ খেতে হবে আমাকে। যাই হোক ভাইয়া আপনার রুই মাছের কালিয়াটি কিন্তু খুবই সুস্বাদু হয়েছে মনে হচ্ছে। ভাইয়া কি সরিষা গুড়া করার সময় হালকা টেলে নিয়েছেন নাকি এমনিতেই গুঁড়া করেছেন?

 2 years ago 
না আপু সরিষা টেলে নেওয়া হয়নি।তবে হালকা আঁচে টেলে নিয়ে ব্লেডার করলে ফাঁকি একটু ঝরঝরা হয়ে থাকে। সেটা ও ভালো হয়।অসংখ্য ধন্যবাদ আপু, এত চমৎকার উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল আপু।
 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া আমরা মাছে ভাতে বাঙালি আর এই জন্যই মাছের রেসিপি আমাদের কাছে সবচেয়ে বেশি মজা লাগে। প্রতিদিন যেন মাছ ছাড়া ভাত খাওয়ায় কষ্টকর হয়ে পড়ে। টমেটো দিয়ে মজাদার রুই মাছের রেসিপি শেয়ার করেছেন দেখতে বেশ লোভনীয় লাগছে আর বিশেষ করে পরিবেশন করার পরে আস্ত কাঁচা মরিচ গুলো দেখে গরম ভাতের সাথে খাওয়ার প্রতি ইচ্ছা আরো বেড়ে গিয়েছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া,আপনার এত সুন্দর ও চমৎকার মন্তব্য আমাকে আরো সুন্দর ও মজাদার রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে।আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64333.84
ETH 2760.35
USDT 1.00
SBD 2.65