"আমার বাংলা ব্লগ" এর প্রত্যহ কিউরেশন রিপোর্ট (ABB Daily Curation Report - 01/06/2025)
"আমার বাংলা ব্লগ" এর প্রত্যহ কিউরেশন রিপোর্ট (Curation Report 01/06/2025

শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে,
আমার বাংলা ব্লগ কমিউনিটির কিউরেশন রিপোর্ট সকলের সাথে ভাগ করে নিচ্ছি। আমরা কমিউনিটির মডারেটর এবং কিউরেটর কর্তৃক গুনগতমান যাচাই করে নির্দিষ্ট হারে সাপোর্ট দেয়ার এবং ভালো কিছু করার ক্ষেত্রে উৎসাহ ও সহযোগিতা দুটোই করার সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের কিউরেশনের স্বচ্ছতা রাখার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।
কমিউনিটি কিউরেটর কর্তৃক নির্বাচিত টপ পোষ্ট
Admin's & Moderator's Posts
Verified Member
ABB-School's Post
Tron Fan Club's Posts
Guest Blogger's
Sl No. | Content Link | Author | Vote Weight(%) |
1 | বৃষ্টি বিঘ্নিত '' ঢাকা'' | @apulam | 5% |
2 | বাড়ির পাশের এলোমেলো সৌন্দর্য, সাথে উপভোগের অভিজ্ঞতা | @steem-for-future | 5% |
Post Courtesy: @rme
অসাধারণ একটি কিউরেশন রিপোর্ট @amarbanglablog!
আপনার কমিউনিটির প্রতিদিনের কার্যক্রমের এই বিস্তারিত চিত্রটি সত্যিই প্রশংসার যোগ্য। প্রতিটি পোস্টকে আলাদাভাবে মূল্যায়ন করে তাদের মান অনুযায়ী সাপোর্ট দেওয়ার যে প্রচেষ্টা আপনারা চালাচ্ছেন, তা আমার বাংলা ব্লগ কমিউনিটিকে আরও শক্তিশালী করবে।
বিশেষ করে, টপ পোস্টগুলোর তালিকা এবং সেই সাথে অ্যাডমিন, মডারেটর ও ভেরিফাইড মেম্বারদের পোস্টগুলো তুলে ধরায় নতুন ব্যবহারকারীরাও মানসম্মত কনটেন্ট তৈরি করতে উৎসাহিত হবে। সেই সাথে ABB-School এবং Tron Fan Club এর পোস্টগুলোকেও বিশেষভাবে স্থান দেওয়ায় কমিউনিটির বহুমুখী কার্যক্রমের পরিচয় পাওয়া যায়।
এই ধরনের নিয়মিত রিপোর্টিংয়ের মাধ্যমে কমিউনিটিতে স্বচ্ছতা বজায় থাকে এবং লেখকরা আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পায়। আপনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আশা করি, ভবিষ্যতে আরও সুন্দর কনটেন্ট আমরা পাবো।
Keep up the excellent work!