সুন্দর করে গুছিয়ে কথা বলা মানুষের একটি বড় গুণ
আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। মানুষের একটি অন্যতম ভালো গুণ হচ্ছে সুন্দর করে গুছিয়ে কথা বলা। একজন মানুষ যখন কথা বলে তার কথার মাধ্যমে তার পরিচয় ফুটে ওঠে। সে মানুষটি কেমন তার আচার-আচরণ কেমন বেশিরভাগ ক্ষেত্রে মানুষের কথার মাধ্যমে সেটি ফুটে ওঠে। একজন মানুষের সাথে আপনি যখন কথা বলবেন তখন আপনি যদি গুছিয়ে কথা বলতে পারেন আপনার সম্মান তার কাছে বৃদ্ধি পাবে। আর আপনি যদি গুছিয়ে কথা বলতে না পারেন তাহলে আপনি যতই সুদর্শন হন না কেন আপনার মুল্য কমে যাবে।
মানুষের কথার মাধ্যমে অন্য আরেকজন মানুষ আকৃষ্ট হয়। আপনি যখন অন্য মানুষের সাথে সুন্দর ভাবে কথা বলবেন এর মাধ্যমে আপনি আপনার ব্যক্তিত্বকে তার কাছে তুলে ধরতে পারবেন। আর আপনি যখন মানুষের সাথে ভালোভাবে কথা বলবেন না অথবা কথার মাধ্যমে তাদের সাথে খারাপ আচরণ করেন তাহলে সে মানুষটি আপনাকে ঘৃণা করবে।
সব মানুষ সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেনা। আর যারা গুছিয়ে কথা বলতে পারে তারা সবার থেকে আলাদা হয়। তাদেরকে সবাই অনেক সম্মান করে। কিন্তু একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে আপনি সুন্দর করে কথা বলল আপনার ব্যক্তিত্বকে ঠিক রাখতে হবে। আর সেটি হচ্ছে মিথ্যা কথা অথবা কথার মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করা যাবে না। তাহলে আপনি যতই মুছে কথা বলেন সে ক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব নষ্ট হবে।
তাই আমাদের মানুষের সাথে কথা বলার সময় চেষ্টা করতে হবে কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটি জানা এবং বুঝা। আপনি যদি এই ব্যাপারটি বুঝতে পারেন যে কার সাথে কিভাবে কথা বলতে হবে তাহলে আপনার জীবনে আপনি সফল হতে পারবেন। সব ক্ষেত্রে সবার থেকে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে পারবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ধন্যবাদ।
মানুষের মুখের কথাই আসলে সবকিছু। আপনি একজন মানুষের সাথে কিভাবে কথা বলছেন তার উপরে আপনার ব্যক্তিত্ব নির্ভর করে। তাই আমার মনে হয় যে নিজের কথার উপর কন্ট্রোল রাখা এবং সুন্দরভাবে কথা বলা অবশ্যই একটা আর্ট। আর মিথ্যা কথা বলা কিংবা প্রতারণা করা, এগুলো তো অবশ্যই খারাপ দিক।
কথা এমন একটা মাধ্যম, যার সাহায্যে মানুষ কে সকলেই জানতে পারে, চিনতে পারে। কথার মাধ্যমেই মানুষ মানুষের বন্ধু হয়, আবার কথার মাধ্যমেই শত্রু হয়। তাই, শব্দ নির্বাচন, বাচনভঙ্গি সবকিছু মিলিয়ে গুছিয়ে কথা বলার গুণটি আসলেই একজন মানুষের আয়ত্ত করা উচিত।