সবকিছু মানিয়ে চলার নামই জীবন [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ2 years ago
সবকিছু মানিয়ে চলার নামই জীবন

সবার জীবনে নিয়ে কমবেশি কষ্ট থেকে থাকে তারপরও কি কারো জীবন থেমে থাকে?? কারো জীবন থেমে থাকে না। তাই সবকিছুকে মানিয়ে নিয়ে জীবনের প্রতিটি পদে আত্মবিশ্বাসের সাথে হাঁটার নামে হচ্ছে জীবন।

জীবন অর্থ এই নয় যে, তোমার জীবন থেকে একটি মানুষ চলে গেলে তুমি থমকে যাবে, জীবন মানে এই নয় জীবন থেকে কোন একটি মুহূর্ত চলে গেলে তুমি থমকে যাবে, জীবন মানুষ এটাও নয় তোমার প্রিয় মানুষটি তোমার হাত ছেড়ে চলে গেলেও তুমি থমকে যাবে। সব কিছুর একটি নির্দিষ্ট সময়ে রয়েছে।। সময় হলো সব সমস্যার সমাধান শুধুমাত্র প্রেজেন্ট সময় সময়টিকে আপনারা গুরুত্ব দিয়ে ধৈর্য ধরে থাকুন দেখবেন ভবিষ্যৎ আপনার উজ্জ্বল হবে।

sunset-110305.jpg

Image Source

siam,.png

আমরা যতই বলি না কেন আমরা আত্মবিশ্বাসি, আমার কোন টেনশন নাই, আমার কোন কষ্ট নাই কিন্তু দিন শেষে যখন রাতে ঘুমাতে যাই তখন বুঝা যায় সেই মানুষটি আসলে কতটা ডিপ্রেশনে ভুগছে। ব্যক্তিগতভাবে আমার সাথে এরকম ঘটে। আমি নিজেকে অনেকটা আত্মবিশ্বাসী করে তোলার চেষ্টা করছি প্রতিনিয়ত কিন্তু মাঝে মাঝে কেন জানি মনে হয় আমি খুব ডিপ্রেশনে মধ্যে রয়েছি। একটি মানুষের অনেকগুলো ক্রিটিক্যাল সময় আসে। এই সময় গুলোকে অবশ্যই ধৈর্য ধারণ করে অতিবাহিত করতে হবে। এমন কষ্টের সময় রয়েছে যেগুলোতে আমরা ভুল সিদ্ধান্ত গ্রহণ করেি। যার কারণে বর্তমান তো নষ্ট হবেই তার সাথে আপনার ভবিষ্যতের ঝুঁকির মধ্যে পরে যায়। জীবন নিজের নিয়মে চলতে থাকে সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে যা রেখেছে তাই হবে শুধুমাত্র চেষ্টার কারণে মাঝে মাঝে ভাগ্য পরিবর্তন করা সম্ভব, আমি এটা ব্যাক্তিগত ভাবে বিশ্বাস করি।

boy-4672964.jpg

Image Source

siam,.png

আমাদের সকলের উচিত অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করা। নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যেন সব সিচুয়েশনের মধ্যে আপনি নিজেকে সামলে নিতে পারেন, অনেকটা পানির মত। একটু লক্ষ্য করলে দেখবেন পানি কে আপনি যে পাত্রে রাখবেন না কেন পানি সেই পাত্রের আকার ধারন করে। নিজেকে অনেকটা এভাবেই তৈরি করতে হবে এবং অন্যের কাছ থেকে এক্সপেক্টেশন বেশি করা যাবে না। তাহলেই মূলত আপনার কষ্টের পরিমাণটা একটু কমানো সম্ভব হবে।

আমি ব্যক্তিগতভাবে একটি কাজ করি তখন আমার মন অনেক খারাপ থাকে তখন আমার মোবাইল ফোনটি ওপেন করে আমার মা-বাবার হাসি মুখের চেহারাটা দেখি। তখন আমার মন ভালো হয়ে যায়। আমার মনে হয় সকলেরর সেটা করা উচিত কারণ মন খারাপ হলে শুধুমাত্র মা-বাবার হাসি মুখের চেহারাটা আপনার মনটা ভালো করতে পারে. কারো কাছে এক্সপেক্টেশন রাখবেন না যখন আপনার ছোট ছিলেন তখন আপনার বায়না করার আগেই আপনার বায়না গুলো আপনার মা-বাবা পূরণ করতো। আপনার মা-বাবার উপরই কেউ নেই। জীবনে যতই ঝড় আসুক না কেন মা-বাবাকে কখনো কষ্ট দিবেন না। মনে রাখবেন মা-বাবা হলো সবার চেয়ে আপন।

teddy-bears-5474655_1920.jpg

Image Source

siam,.png

তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি জীবনে যাই হোক না কেন জীবনকে জীবনের নিয়মে ছেড়ে দিয়ে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় সেই লক্ষ্যে এগিয়ে চলা উচিত। আশা করি আপনাদের ভাল লেগেছে, ধন্যবাদ।।



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: সবকিছু মানিয়ে চলার নামই জীবন

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.........

Sort:  
 2 years ago 

@alsarzilsiam আপনার এই পোস্ট টি পড়ে একটা ডিসিশন নিয়েই ফেললাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া। পাশাপাশি এটাও বুঝলাম আপনার মন টি অনেক শক্ত।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাই আপনি ঠিকই বলেছেন, আসলে মানুষের জীবনে অনেক কিছু হয়ে থাকে তাই বলে কি মানুষ থমকে যায় না যে যার গতিতেই চলছে কেউ কারো জন্য অপেক্ষা করছে না। জীবনে কত কিছু আসবে কতকিছু যাবে তাই বলে কি মানুষ থমকে যাবে। তবে আমি নিজেও ব্যক্তিগতভাবে কয়েকটা দিন ডিপ্রেশনে ভুগছিলাম। বিশেষ করে আপনার ব্যাপারটা নিয়ে, আমি ব্যক্তিগতভাবে আপনাকে খুব পছন্দ করতাম এবং আমাদের সাথী ম্যাডামকে আমি আপু ডাকছিলাম, কিন্তু এখন আমি একটু কনফিউশন এর মধ্যে পড়ে গেছি। আসলে আপনাকে আমি কি বলে সম্বোধন করব। আর আপনার জীবনে চলার পথে আপনার মা আপনার ভালো একজন ভালো বন্ধু, কম বেশি অনেক কিছুই জানলাম। আর আপনি ঠিকই বলেছেন নিজেকে ডিপ্রেশনের মধ্যে রেখে নিজের ভবিষ্যৎ টাকে নষ্ট না করে নিজের মতো করে চলতে দেওয়াটাই উচিত। উপরওয়ালা যা রেখেছে তাই হবে। সর্ব শেষে একটা কথাই বলবো আপনি আপনার জীবনটাকে সফলতা শিখরে নিয়ে যাচ্ছে, দোয়া করি আল্লাহ আপনাকে আপনার মনের ইচ্ছা এবং মনে প্রশান্তি যুগিয়ে দিন। আর আমাদের সাথে এত সুন্দর করে আপনার মনের ভাবগুলো প্রকাশ করার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা অবিরাম।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

সবকিছুকে মানিয়ে নিয়ে জীবনের প্রতিটি পদে আত্মবিশ্বাসের সাথে হাঁটার নামে হচ্ছে জীবন।

ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন জীবনে সব কিছুকে মানিয়ে নিয়ে আত্মবিশ্বাসের সাথে পথ চলার নামই হচ্ছে জীবন। ক্ষুদ্র জীবনে সুখ-দুঃখ, হাসি কান্না লেগেই থাকে। সবকিছুকে মানিয়ে নিয়ে এই ক্ষুদ্র জীবনের ক্ষুদ্র সময় টুকুকে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। জীবন নিয়ে আপনার উপলব্ধি ও আপনার লেখনি আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে আপনার মনের আবেগ গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

দিন শেষে সব কিছু মানিয়ে নিতে হয়।

 2 years ago 

ভাইয়া,খুবই ভালো লাগলো আপনার এই পোস্ট। আমরা জীবনে চলার পথে অনেক বাধার সম্মুখীন হই,যা আমাদের মন-মানসিকতা পরিবর্তন করে দেয়।আর শক্ত হয়ে যদি সামাল দেয়া না যায় তাহলে জীবনের সেই সময়টুকু খুবই শোচনীয় হয়ে যায়। ধন্যবাদ ভাইয়া এই পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন জীবন কে সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে হয় । জীবনের কখন কি হবে আমরা কেউ জানিনা কিন্তু যদি কিছু হয়ে যায় আমরা যেন ভেঙে না পড়ি সেদিকে খেয়াল রাখতে হবে আমরা ভাবতে হবে এমন কিছু যেন আমাদের জীবন কে থামিয়ে দিতে না পারে ।প্রতিবারেই যেন আমরা নতুন উদ্যমে সামনে এগুতে পারি ।

 2 years ago 

জি আপু, এভাবেই জীবন গরতে হবে।

You have been upvoted by @rex-sumon, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Steem On

 2 years ago (edited)
  • আসলেই ভাই জীবন মানে হাসি, জীবন মানে কান্না। তার মধ্যে দিয়েও জীবনে পথগুলো এগিয়ে নিতে হয়। জীবনে বিপদ আসবেই। তারপরেও জীবন থেমে থাকলে চলবে না। জীবনকে এগিয়ে নিতে হবে। সবকিছু পরিস্থিতি কষ্ট হলেও মেনে নিতে হবে। এটাই জীবন।
 2 years ago 

জি ভাই, বিপদে ধৈর্য ধারন করতে হবে।

 2 years ago 

আপনার মা-বাবার উপরই কেউ নেই। জীবনে যতই ঝড় আসুক না কেন মা-বাবাকে কখনো কষ্ট দিবেন না। মনে রাখবেন মা-বাবা হলো সবার চেয়ে আপন।

সঠিক বলেছেন। আমি আপনার সাথে একমত। লেখা গুলো পরে ভালই লেগেছে। প্রতিটি মানুষের জীবনে কথা গুলো গুরুত্বপূর্ন। সত্যি অমাদের সকলের উচিত অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া। ভাল থাকবেন ভাই । ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সত্যি বলতে না মানতে চাইলে ও মেনে নিতে হবে। আর এটাই মানিয়ে নেয়া। মাঝে মাঝে নিজের কাছে এতোটা খারাপ লাগে যে জীবন আমার, ইচ্ছা আমার তবে চলতে হয় পরের ইচ্ছেতে। কেন? নেই কোনো উত্তর...... তাই মানিয়ে নেয়া।

 2 years ago 

জি আপু, ঠিক বলেছেন। সব কিছু মানিয়ে নিতে হয়।

 2 years ago 

সত্যিই সবকিছু মানিয়ে নেয়ার নামই জীবন।
শত প্রতিকূলতার মাঝেও যে জীবনের গতিতে এগিয়ে যাবে সে প্রকৃত যোদ্ধা।
চমৎকার একটি পোস্ট ছিলো ভাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59367.33
ETH 3172.01
USDT 1.00
SBD 2.43